Ajker Patrika

ভারতের বোলিং তোপে ১৪৭ রানে থামল পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভারতের বোলিং তোপে ১৪৭ রানে থামল পাকিস্তান

উইকেটে দেখে আগে ফিল্ডিং করতে চেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে উল্টো মন্তব্য ছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। টসকে গুরুত্বপূর্ণ মনে হয়নি তাঁর। তবে উইকেটে ঘাস থাকায় লক্ষ্য তাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সিদ্ধান্তটা যে খারাপ হয়নি রোহিতের তা প্রমাণ মিলেছে হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ে। পাকিস্তানকে ১৪৭ রানে থামিয়ে দিয়েছেন ভারতীয় পেসাররা। জিততে হলে ১৪৮ রান লাগবে ভারতের।  

আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং পায় পাকিস্তান। উদ্বোধনী জুটির শুরুটা রাঙাতে পারেননি দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দলীয় ১৫ রানের মাথায় ভুবনেশ্বরের বাউন্সারে অর্শদীপ সিংয়ের ক্যাচে ফেরেন বাবর (১০)। তিনে এসে ব্যর্থ হন ফখর জামানও। ১০ রান করে আবেশ খানের শিকার হন তিনি। 

৪২ রানে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে পাকিস্তান। পাওয়ার প্লে-তে দুই উইকেটে আসে ৪৩ রান। এ সময় একপাশ আগলে রাখা রিজওয়ানের সঙ্গে দারুণ জুটি গড়েন ইফতেখার আহমেদ। তাঁদের ৪৫ রানের জুটি ভাঙে ইফতেখার (২৮) ফিরলে। হার্দিক পান্ডিয়ার শট বলে দিনেশ কার্তিকের গ্লাভসে আটকা পড়েন তিনি। 

নিজের পরের ওভারে জোড়া শিকার করেন পান্ডিয়া। প্রথম বলে ওপেনার রিজওয়ানকে পুল করতে বাধ্য করেন তিনি। তাতে ডিপ থার্ডে থাকা আবেশের তালুবন্দী হন তিনি। ৪৩ রানে ফেরেন রিজওয়ানও। একই ওভারের তৃতীয় বলে খুশদিল শাহকে ফেরান এই পেসার। 

অনুশীলনে ছক্কার ঝড় তোলা আসিফ আলী পাননি কোনো ছক্কার দেখা। মাত্র ৯ রান করে ভুবেনেশ্বরের শিকার হন তিনি। এই পেসারের চার শিকারে ঠিকমতো দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। শেষের দিকে শাহনেওয়াজ  দাহানির ১৬ রানে চড়ে ১৪৭ রানে ইনিংস থামে পাকিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত