নিজস্ব প্রতিবেদক, ঢাকা
উইকেটে দেখে আগে ফিল্ডিং করতে চেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে উল্টো মন্তব্য ছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। টসকে গুরুত্বপূর্ণ মনে হয়নি তাঁর। তবে উইকেটে ঘাস থাকায় লক্ষ্য তাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সিদ্ধান্তটা যে খারাপ হয়নি রোহিতের তা প্রমাণ মিলেছে হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ে। পাকিস্তানকে ১৪৭ রানে থামিয়ে দিয়েছেন ভারতীয় পেসাররা। জিততে হলে ১৪৮ রান লাগবে ভারতের।
আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং পায় পাকিস্তান। উদ্বোধনী জুটির শুরুটা রাঙাতে পারেননি দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দলীয় ১৫ রানের মাথায় ভুবনেশ্বরের বাউন্সারে অর্শদীপ সিংয়ের ক্যাচে ফেরেন বাবর (১০)। তিনে এসে ব্যর্থ হন ফখর জামানও। ১০ রান করে আবেশ খানের শিকার হন তিনি।
৪২ রানে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে পাকিস্তান। পাওয়ার প্লে-তে দুই উইকেটে আসে ৪৩ রান। এ সময় একপাশ আগলে রাখা রিজওয়ানের সঙ্গে দারুণ জুটি গড়েন ইফতেখার আহমেদ। তাঁদের ৪৫ রানের জুটি ভাঙে ইফতেখার (২৮) ফিরলে। হার্দিক পান্ডিয়ার শট বলে দিনেশ কার্তিকের গ্লাভসে আটকা পড়েন তিনি।
নিজের পরের ওভারে জোড়া শিকার করেন পান্ডিয়া। প্রথম বলে ওপেনার রিজওয়ানকে পুল করতে বাধ্য করেন তিনি। তাতে ডিপ থার্ডে থাকা আবেশের তালুবন্দী হন তিনি। ৪৩ রানে ফেরেন রিজওয়ানও। একই ওভারের তৃতীয় বলে খুশদিল শাহকে ফেরান এই পেসার।
অনুশীলনে ছক্কার ঝড় তোলা আসিফ আলী পাননি কোনো ছক্কার দেখা। মাত্র ৯ রান করে ভুবেনেশ্বরের শিকার হন তিনি। এই পেসারের চার শিকারে ঠিকমতো দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। শেষের দিকে শাহনেওয়াজ দাহানির ১৬ রানে চড়ে ১৪৭ রানে ইনিংস থামে পাকিস্তান।
উইকেটে দেখে আগে ফিল্ডিং করতে চেয়েছিলেন পাকিস্তান অধিনায়ক বাবর আজম। তবে উল্টো মন্তব্য ছিল ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার। টসকে গুরুত্বপূর্ণ মনে হয়নি তাঁর। তবে উইকেটে ঘাস থাকায় লক্ষ্য তাড়ার সিদ্ধান্ত নেন তিনি। সিদ্ধান্তটা যে খারাপ হয়নি রোহিতের তা প্রমাণ মিলেছে হার্দিক পান্ডিয়া, ভুবনেশ্বর কুমারের দুর্দান্ত বোলিংয়ে। পাকিস্তানকে ১৪৭ রানে থামিয়ে দিয়েছেন ভারতীয় পেসাররা। জিততে হলে ১৪৮ রান লাগবে ভারতের।
আজ দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং পায় পাকিস্তান। উদ্বোধনী জুটির শুরুটা রাঙাতে পারেননি দুই ওপেনার বাবর আজম ও মোহাম্মদ রিজওয়ান। দলীয় ১৫ রানের মাথায় ভুবনেশ্বরের বাউন্সারে অর্শদীপ সিংয়ের ক্যাচে ফেরেন বাবর (১০)। তিনে এসে ব্যর্থ হন ফখর জামানও। ১০ রান করে আবেশ খানের শিকার হন তিনি।
৪২ রানে দুই উইকেট হারিয়ে খানিকটা চাপে পড়ে পাকিস্তান। পাওয়ার প্লে-তে দুই উইকেটে আসে ৪৩ রান। এ সময় একপাশ আগলে রাখা রিজওয়ানের সঙ্গে দারুণ জুটি গড়েন ইফতেখার আহমেদ। তাঁদের ৪৫ রানের জুটি ভাঙে ইফতেখার (২৮) ফিরলে। হার্দিক পান্ডিয়ার শট বলে দিনেশ কার্তিকের গ্লাভসে আটকা পড়েন তিনি।
নিজের পরের ওভারে জোড়া শিকার করেন পান্ডিয়া। প্রথম বলে ওপেনার রিজওয়ানকে পুল করতে বাধ্য করেন তিনি। তাতে ডিপ থার্ডে থাকা আবেশের তালুবন্দী হন তিনি। ৪৩ রানে ফেরেন রিজওয়ানও। একই ওভারের তৃতীয় বলে খুশদিল শাহকে ফেরান এই পেসার।
অনুশীলনে ছক্কার ঝড় তোলা আসিফ আলী পাননি কোনো ছক্কার দেখা। মাত্র ৯ রান করে ভুবেনেশ্বরের শিকার হন তিনি। এই পেসারের চার শিকারে ঠিকমতো দাঁড়াতেই পারেননি পাকিস্তানি ব্যাটাররা। শেষের দিকে শাহনেওয়াজ দাহানির ১৬ রানে চড়ে ১৪৭ রানে ইনিংস থামে পাকিস্তান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫