ক্রীড়া ডেস্ক
ব্যাট-বলের কল্যাণে ক্রিকেটপ্রেমীরা শুধু আনন্দই পান না মাঝে মাঝে বিরল কিছুরও সাক্ষী হন। তেমনই অবিশ্বাস্য এক রেকর্ড হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে। মালয়েশিয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে হংকং-বাহরাইনের ম্যাচ হয়ে যায় টাই। ফল নির্ধারণের জন্য খেলা গড়ায় সুপার ওভারে। কিন্তু সেখানেই হলো বিরল রেকর্ড। বাহরাইন সুপার ওভারে এক রানও করতে পারেনি! এমন ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারই দেখা গেল। ব্যাটিংয়ে নেমে সুপার ওভারের তৃতীয় বলে ১ রান নিয়ে জয় নিশ্চিত করে হংকং।
গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়ুমাস ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হংকং। জিসান আলম-শহীদ ওয়াসিফদের কার্যকর কয়েকটি ইনিংসের সৌজন্যে ৭ উইকেটে ১২৯ রান তোলে তারা। যদিও শুরুটা তাদের আরও বড় স্কোরের ইঙ্গিত দিয়ে হয়েছিল। দুই ওপেনার আনশি রাঠ ও জিসান ৪.৫ ওভারে স্কোরে জমা করেন ৪৩ রান। আনশি ১৫ ও জিসান ২৯ রানে ফিরলে খেই হারায় তারা।
পরে অধিনায়ক ইয়াসিম মুর্তজার ১৯, শহীদ ওয়াসিফর ৩১ ও নাসরুল্লাহ রানার ১৪ রানের কল্যাণে ১২৯ রান করে হংকং। বাহরাইনের পেসার রিজওয়ান বাট ২৭ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।
হংকংয়ের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাহরাইন ওপেনিং জুটিতে তোলে ৩০ রান। ভালো শুরুর পরও দলের ব্যাটরাররা প্রয়োজনমতো সেভাবে ব্যাট চালিয়ে খেলতে ব্যর্থ হন। ওপেনার প্রশান্ত কুরুপ ৩৭ বলে করেছেন ৩১ রান। সোহাইল আহমেদ ১৭ বলে ১৫ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩৪ রান করেন অধিনায়ক আহমেদ বিন নাসির।
জিততে শেষ ওভারে বাহরাইনের প্রয়োজন ছিল ১৩ রান। কিন্তু ১২ রানের বেশি নিতে পারেনি তারা। খেলা হয়ে যায় টাই। ৮ উইকেটে তারাও করে ১২৯ রান। হংকংয়ের বাঁহাতি স্পিনার ইয়াসিম মুর্তজা ১৮ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট।
সুপার ওভারে শুরুতে ব্যাট করতে নামে বাহরাইন। এহসান খানের করা প্রথম বলটি হয় ডট। পরের দুই বলে আমির বিন ও সোহাইল আহমেদ আউট হয়ে গেলে ইনিংস থেমে যায় তাদের।
এক রানের লক্ষ্যে প্রথম দুই বল ডটের পর তৃতীয় বলে খেলা শেষ করে দেন বাবার হায়াত। এর আগে টি-টোয়েন্টিতে সুপার ওভারে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল আফগানিস্তানের। গত বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে তারা সুপার ওভারে করেছিল ১ রান।
ব্যাট-বলের কল্যাণে ক্রিকেটপ্রেমীরা শুধু আনন্দই পান না মাঝে মাঝে বিরল কিছুরও সাক্ষী হন। তেমনই অবিশ্বাস্য এক রেকর্ড হয়ে গেল আন্তর্জাতিক ক্রিকেটে। মালয়েশিয়ায় ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজে হংকং-বাহরাইনের ম্যাচ হয়ে যায় টাই। ফল নির্ধারণের জন্য খেলা গড়ায় সুপার ওভারে। কিন্তু সেখানেই হলো বিরল রেকর্ড। বাহরাইন সুপার ওভারে এক রানও করতে পারেনি! এমন ঘটনা আন্তর্জাতিক ক্রিকেটে প্রথমবারই দেখা গেল। ব্যাটিংয়ে নেমে সুপার ওভারের তৃতীয় বলে ১ রান নিয়ে জয় নিশ্চিত করে হংকং।
গতকাল মালয়েশিয়ার কুয়ালালামপুরের বায়ুমাস ওভালে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় হংকং। জিসান আলম-শহীদ ওয়াসিফদের কার্যকর কয়েকটি ইনিংসের সৌজন্যে ৭ উইকেটে ১২৯ রান তোলে তারা। যদিও শুরুটা তাদের আরও বড় স্কোরের ইঙ্গিত দিয়ে হয়েছিল। দুই ওপেনার আনশি রাঠ ও জিসান ৪.৫ ওভারে স্কোরে জমা করেন ৪৩ রান। আনশি ১৫ ও জিসান ২৯ রানে ফিরলে খেই হারায় তারা।
পরে অধিনায়ক ইয়াসিম মুর্তজার ১৯, শহীদ ওয়াসিফর ৩১ ও নাসরুল্লাহ রানার ১৪ রানের কল্যাণে ১২৯ রান করে হংকং। বাহরাইনের পেসার রিজওয়ান বাট ২৭ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।
হংকংয়ের দেওয়া ১৩০ রানের লক্ষ্য তাড়ায় নেমে বাহরাইন ওপেনিং জুটিতে তোলে ৩০ রান। ভালো শুরুর পরও দলের ব্যাটরাররা প্রয়োজনমতো সেভাবে ব্যাট চালিয়ে খেলতে ব্যর্থ হন। ওপেনার প্রশান্ত কুরুপ ৩৭ বলে করেছেন ৩১ রান। সোহাইল আহমেদ ১৭ বলে ১৫ রান করেন। দলের হয়ে সর্বোচ্চ ২৪ বলে ৩৪ রান করেন অধিনায়ক আহমেদ বিন নাসির।
জিততে শেষ ওভারে বাহরাইনের প্রয়োজন ছিল ১৩ রান। কিন্তু ১২ রানের বেশি নিতে পারেনি তারা। খেলা হয়ে যায় টাই। ৮ উইকেটে তারাও করে ১২৯ রান। হংকংয়ের বাঁহাতি স্পিনার ইয়াসিম মুর্তজা ১৮ রান দিয়ে শিকার করেছেন ৩ উইকেট।
সুপার ওভারে শুরুতে ব্যাট করতে নামে বাহরাইন। এহসান খানের করা প্রথম বলটি হয় ডট। পরের দুই বলে আমির বিন ও সোহাইল আহমেদ আউট হয়ে গেলে ইনিংস থেমে যায় তাদের।
এক রানের লক্ষ্যে প্রথম দুই বল ডটের পর তৃতীয় বলে খেলা শেষ করে দেন বাবার হায়াত। এর আগে টি-টোয়েন্টিতে সুপার ওভারে সর্বনিম্ন রানের রেকর্ড ছিল আফগানিস্তানের। গত বছর জানুয়ারিতে ভারতের বিপক্ষে বেঙ্গালুরুতে তারা সুপার ওভারে করেছিল ১ রান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে