প্রায় দুই দশকের ইউরোপ শাসন শেষে এখন তাঁরা ভিন্ন ঠিকানায়। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করে ক্রিস্টিয়ানো রোনালদো বছর শুরু করেন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের সঙ্গে। আর লিওনেল মেসি পিএসজিতে দুই মৌসুম কাটিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ইন্টার মিয়ামিতে এসেছেন মাসখানেক হলো। সেখানেও চলছে বিশ্বের দুই সেরা তারকার দাপট।
গত পরশু গোল পেয়েছেন দুজনই। মরক্কোর ক্লাব রাজাকে ৩-১ গোলে হারানো ম্যাচে আল-নাসরের হয়ে ১৯ মিনিটে প্রথম গোলটি করেন রোনালদো। এই জয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালও নিশ্চিত করেছে তাঁর দল। আর ডালাসের বিপক্ষে জোড়া গোলে ইন্টার মিয়ামিকে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে তুললেন মেসি। ছয় মিনিটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এরপর ৮৫ মিনিটে বাঁ পায়ের জাদুকরী ফ্রিকিকে সমতায় ফেরানো গোল। ৪-৪ গোলে সমতায় থাকা ম্যাচটি মিয়ামি টাইব্রেকারে জেতে ৫-৩ ব্যবধানে। সেখানেও প্রথম শটের গোলটি করেন মেসি।
এ নিয়ে মেসি মিয়ামির জার্সিতে চার ম্যাচে করলেন ৭ গোল। অভিষেক ম্যাচে ফ্রিকিক থেকে ম্যাচ জেতানো গোলের পর পরের তিন ম্যাচেই জোড়া গোল। যার মধ্যে ৩টি এসেছে ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে। এমএলএস ইতিহাসে অভিষেকেই চার ম্যাচে এত বেশি গোল নেই আর কারও।
সৌদি লিগে প্রথম দুই ম্যাচে গোল পাননি রোনালদো। তবে আল-নাসরের জার্সিতে ছয় ম্যাচেই করেছিলেন ৮ গোল। তার মধ্যে আল-ওয়েহার বিপক্ষে একাই করেন ৪ গোল! সব মিলিয়ে ক্লাবটির হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে পর্তুগিজ তারকার গোলসংখ্যা ২৩ ম্যাচে ১৭, অ্যাসিস্ট ২। সব ম্যাচেই একাদশে ছিলেন তিনি। তিন ম্যাচে বদলি হয়েছেন। প্রতি ম্যাচেই খেলেছেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে, সময়ের হিসাবে ২ হাজার মিনিট। মেসি মিয়ামিতে খেলছেন রাইট উইংয়ে। শুধু প্রথম ম্যাচে একাদশে ছিলেন না তিনি। মোট ৩২৪ মিনিট খেলে ৭ গোলের সঙ্গে করেছেন ১ অ্যাসিস্ট। প্রস্তুতি ম্যাচসহ চলতি বছরে রোনালদো করেছেন ২২ গোল, মেসি ১৬টি।
ইউরোপে থাকতে দুজনের তুলনা হতো হরহামেশা। বিশেষ করে লা লিগায়। সেই আলোচনা এখনো থেমে নেই। আগের ম্যাচে হেডে ১৪৫ গোলের রেকর্ড গড়েন রোনালদো। গত পরশু মেসি ফ্রি-কিক থেকে করলেন ৬৪তম গোল। আরেকটি করলেই এ তালিকায় পাঁচে থাকা মিয়ামির মালিক ডেভিড বেকহামকে ছুঁয়ে ফেলবেন। যেখানে রোনালদো ৬০ গোল নিয়ে যৌথভাবে নবম স্থানে।
পেনাল্টি শুটআউটেও রোনালদোর চেয়ে এগিয়ে মেসি। ক্লাব ও দেশের হয়ে ১০ ট্রাইব্রেকারে ৯ বার গোল করেছেন তিনি। আর রোনালদো ১৩ বারের মধ্যে গোল করেছেন ৭ বার, মিস করেছেন ২টি, কিক নেননি ৪ বার। মেসি পেশাদারি ক্যারিয়ারে প্রথম মৌসুমে বার্সেলোনার হয়ে ৯ ম্যাচে করেন ১ গোল, নেই অ্যাসিস্ট। পরের মৌসুমে ২৫ ম্যাচে ৮ গোলের সঙ্গে করেন ৫ অ্যাসিস্ট। রোনালদো প্রথম মৌসুমেই স্পোর্টিং সিপির জার্সিতে ২৫ ম্যাচে করেন ৫ গোল ও ৬ অ্যাসিস্ট। পরের মৌসুমে ইউনাইটেডের হয়ে ৪০ ম্যাচে ৬ গোলের সঙ্গে করেন ৮ অ্যাসিস্ট।
প্রায় দুই দশকের ইউরোপ শাসন শেষে এখন তাঁরা ভিন্ন ঠিকানায়। ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে চুক্তি বাতিল করে ক্রিস্টিয়ানো রোনালদো বছর শুরু করেন সৌদি প্রো লিগের ক্লাব আল-নাসরের সঙ্গে। আর লিওনেল মেসি পিএসজিতে দুই মৌসুম কাটিয়ে যুক্তরাষ্ট্রের মেজর সকার লিগের (এমএলএস) ইন্টার মিয়ামিতে এসেছেন মাসখানেক হলো। সেখানেও চলছে বিশ্বের দুই সেরা তারকার দাপট।
গত পরশু গোল পেয়েছেন দুজনই। মরক্কোর ক্লাব রাজাকে ৩-১ গোলে হারানো ম্যাচে আল-নাসরের হয়ে ১৯ মিনিটে প্রথম গোলটি করেন রোনালদো। এই জয়ে আরব ক্লাব চ্যাম্পিয়নস কাপের সেমিফাইনালও নিশ্চিত করেছে তাঁর দল। আর ডালাসের বিপক্ষে জোড়া গোলে ইন্টার মিয়ামিকে লিগ কাপের কোয়ার্টার ফাইনালে তুললেন মেসি। ছয় মিনিটে দলকে এগিয়ে দেন আর্জেন্টাইন ফরোয়ার্ড। এরপর ৮৫ মিনিটে বাঁ পায়ের জাদুকরী ফ্রিকিকে সমতায় ফেরানো গোল। ৪-৪ গোলে সমতায় থাকা ম্যাচটি মিয়ামি টাইব্রেকারে জেতে ৫-৩ ব্যবধানে। সেখানেও প্রথম শটের গোলটি করেন মেসি।
এ নিয়ে মেসি মিয়ামির জার্সিতে চার ম্যাচে করলেন ৭ গোল। অভিষেক ম্যাচে ফ্রিকিক থেকে ম্যাচ জেতানো গোলের পর পরের তিন ম্যাচেই জোড়া গোল। যার মধ্যে ৩টি এসেছে ম্যাচ শুরুর ১০ মিনিটের মধ্যে। এমএলএস ইতিহাসে অভিষেকেই চার ম্যাচে এত বেশি গোল নেই আর কারও।
সৌদি লিগে প্রথম দুই ম্যাচে গোল পাননি রোনালদো। তবে আল-নাসরের জার্সিতে ছয় ম্যাচেই করেছিলেন ৮ গোল। তার মধ্যে আল-ওয়েহার বিপক্ষে একাই করেন ৪ গোল! সব মিলিয়ে ক্লাবটির হয়ে প্রতিযোগিতামূলক ম্যাচে পর্তুগিজ তারকার গোলসংখ্যা ২৩ ম্যাচে ১৭, অ্যাসিস্ট ২। সব ম্যাচেই একাদশে ছিলেন তিনি। তিন ম্যাচে বদলি হয়েছেন। প্রতি ম্যাচেই খেলেছেন সেন্টার ফরোয়ার্ড হিসেবে, সময়ের হিসাবে ২ হাজার মিনিট। মেসি মিয়ামিতে খেলছেন রাইট উইংয়ে। শুধু প্রথম ম্যাচে একাদশে ছিলেন না তিনি। মোট ৩২৪ মিনিট খেলে ৭ গোলের সঙ্গে করেছেন ১ অ্যাসিস্ট। প্রস্তুতি ম্যাচসহ চলতি বছরে রোনালদো করেছেন ২২ গোল, মেসি ১৬টি।
ইউরোপে থাকতে দুজনের তুলনা হতো হরহামেশা। বিশেষ করে লা লিগায়। সেই আলোচনা এখনো থেমে নেই। আগের ম্যাচে হেডে ১৪৫ গোলের রেকর্ড গড়েন রোনালদো। গত পরশু মেসি ফ্রি-কিক থেকে করলেন ৬৪তম গোল। আরেকটি করলেই এ তালিকায় পাঁচে থাকা মিয়ামির মালিক ডেভিড বেকহামকে ছুঁয়ে ফেলবেন। যেখানে রোনালদো ৬০ গোল নিয়ে যৌথভাবে নবম স্থানে।
পেনাল্টি শুটআউটেও রোনালদোর চেয়ে এগিয়ে মেসি। ক্লাব ও দেশের হয়ে ১০ ট্রাইব্রেকারে ৯ বার গোল করেছেন তিনি। আর রোনালদো ১৩ বারের মধ্যে গোল করেছেন ৭ বার, মিস করেছেন ২টি, কিক নেননি ৪ বার। মেসি পেশাদারি ক্যারিয়ারে প্রথম মৌসুমে বার্সেলোনার হয়ে ৯ ম্যাচে করেন ১ গোল, নেই অ্যাসিস্ট। পরের মৌসুমে ২৫ ম্যাচে ৮ গোলের সঙ্গে করেন ৫ অ্যাসিস্ট। রোনালদো প্রথম মৌসুমেই স্পোর্টিং সিপির জার্সিতে ২৫ ম্যাচে করেন ৫ গোল ও ৬ অ্যাসিস্ট। পরের মৌসুমে ইউনাইটেডের হয়ে ৪০ ম্যাচে ৬ গোলের সঙ্গে করেন ৮ অ্যাসিস্ট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫