স্তব্ধ! অবিশ্বাস্য!
গত এক ঘণ্টায় এই শব্দগুলোই কানে বেজে যাচ্ছে। শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে অবিশ্বাসের ছায়া নেমেছে ক্রিকেট বিশ্বে। খেলোয়াড়ি জীবনের সতীর্থ থেকে প্রতিপক্ষ দলে থাকা কেউই বিশ্বাস করতে পারছেন না। না পারারই কথা। ১২ ঘণ্টা আগে স্বদেশি আরেক কিংবদন্তি রডনি মার্শের মৃত্যুতে মন ব্যথার কথা জানিয়েছিলেন। ১২ ঘণ্টা পর নিজেই ছবি হয়ে গেলেন।
ওয়ার্নের মৃত্যুতে কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘হতভম্ব, স্তব্ধ এবং দুঃখজনক তোমাকে মিস করব ওয়ার্নি। মাঠের বাইরে তোমার সঙ্গে কখনো সময়টা বাজে কাটেনি। তোমার সঙ্গে মাঠের দ্বৈরথ এবং মাঠের বাইরের আড্ডা সব সময়ের অর্জন। তোমার হৃদয়ে ভারত সব সময় একটা আলাদা জায়গা নিয়ে ছিল। অনেক তরুণ!’
কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, ‘আমার বন্ধু ওয়ার্নের মৃত্যুর খবরে আমি স্তব্ধ এবং দুঃখিত। আমার সঙ্গে তাঁর সব সময় যোগাযোগ ছিল এবং প্রয়োজনে পাশে দাঁড়াত। আইকনিক বোলারের পাশাপাশি সে ছিল দুর্দান্ত বিনোদন দাতা। তাঁর পরিবার ও বন্ধুদের জন্য আমার সমবেদনা। শান্তিতে ঘুমাও বন্ধু।’
কিংবদন্তি ক্রিকেটর ভিভ রিচার্ডস লিখেছেন, ‘অবিশ্বাস্য, আমি স্তব্ধ হয়ে আছি। এটা সত্যি হতে পারে না। শান্তিতে ঘুমাও ওয়ার্ন। আমি কেমন অনুভব করছি, তা বলার ভাষা নেই। ক্রিকেটের জন্য বিশাল ক্ষতি।’
ব্রায়ান লারা লিখেছেন, ‘এই মুহূর্তে স্তব্ধ হয়ে আছি। এই পরিস্থিতিকে কীভাবে বোঝাব আমি জানি না। আমার বন্ধু বিদায় নিয়েছে। আমরা সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্বকে হারিয়েছি। তার পরিবারের জন্য আমার সমবেদনা।’
আরও পড়ুন:
স্তব্ধ! অবিশ্বাস্য!
গত এক ঘণ্টায় এই শব্দগুলোই কানে বেজে যাচ্ছে। শেন ওয়ার্নের মৃত্যু নিয়ে অবিশ্বাসের ছায়া নেমেছে ক্রিকেট বিশ্বে। খেলোয়াড়ি জীবনের সতীর্থ থেকে প্রতিপক্ষ দলে থাকা কেউই বিশ্বাস করতে পারছেন না। না পারারই কথা। ১২ ঘণ্টা আগে স্বদেশি আরেক কিংবদন্তি রডনি মার্শের মৃত্যুতে মন ব্যথার কথা জানিয়েছিলেন। ১২ ঘণ্টা পর নিজেই ছবি হয়ে গেলেন।
ওয়ার্নের মৃত্যুতে কিংবদন্তি শচীন টেন্ডুলকার লিখেছেন, ‘হতভম্ব, স্তব্ধ এবং দুঃখজনক তোমাকে মিস করব ওয়ার্নি। মাঠের বাইরে তোমার সঙ্গে কখনো সময়টা বাজে কাটেনি। তোমার সঙ্গে মাঠের দ্বৈরথ এবং মাঠের বাইরের আড্ডা সব সময়ের অর্জন। তোমার হৃদয়ে ভারত সব সময় একটা আলাদা জায়গা নিয়ে ছিল। অনেক তরুণ!’
কিংবদন্তি পেসার ওয়াসিম আকরাম লিখেছেন, ‘আমার বন্ধু ওয়ার্নের মৃত্যুর খবরে আমি স্তব্ধ এবং দুঃখিত। আমার সঙ্গে তাঁর সব সময় যোগাযোগ ছিল এবং প্রয়োজনে পাশে দাঁড়াত। আইকনিক বোলারের পাশাপাশি সে ছিল দুর্দান্ত বিনোদন দাতা। তাঁর পরিবার ও বন্ধুদের জন্য আমার সমবেদনা। শান্তিতে ঘুমাও বন্ধু।’
কিংবদন্তি ক্রিকেটর ভিভ রিচার্ডস লিখেছেন, ‘অবিশ্বাস্য, আমি স্তব্ধ হয়ে আছি। এটা সত্যি হতে পারে না। শান্তিতে ঘুমাও ওয়ার্ন। আমি কেমন অনুভব করছি, তা বলার ভাষা নেই। ক্রিকেটের জন্য বিশাল ক্ষতি।’
ব্রায়ান লারা লিখেছেন, ‘এই মুহূর্তে স্তব্ধ হয়ে আছি। এই পরিস্থিতিকে কীভাবে বোঝাব আমি জানি না। আমার বন্ধু বিদায় নিয়েছে। আমরা সর্বকালের অন্যতম সেরা ক্রীড়া ব্যক্তিত্বকে হারিয়েছি। তার পরিবারের জন্য আমার সমবেদনা।’
আরও পড়ুন:
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২২ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২২ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৩ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৩ দিন আগে