শত্রু তুমি, বন্ধু তুমি
তুমি আমার সাধনা
তোমার দেওয়া আঘাত আমায়
দেয় যে মধুর বেদনা।
এত দিন পর ম্যাথু হেইডেন-জাস্টিন ল্যাঙ্গারকে একসঙ্গে দেখে আবদুল জব্বারের জনপ্রিয় গানটি মনে পড়তে পারে যে কারও!
এক সময় অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধনী জুটিতে ত্রাস ছড়াতেন হেইডেন ও ল্যাঙ্গার। টেস্ট ওপেনিংয়ে দেশটির অন্যতম সেরাও ভাবা হয় তাঁদের। সেই বন্ধুপ্রতিম সতীর্থদেরই এবার দেখা যাবে প্রতিপক্ষ হিসেবে!
সাড়ে ৩ বছরেরও বেশি সময় ধরে অজিদের হেড কোচ ল্যাঙ্গার। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হেইডেনকে ব্যাটিং কোচ বানিয়ে এনেছে পাকিস্তান। দুবাইয়ে বৃহস্পতিবার দুই দল মুখোমুখি হচ্ছে ফাইনালে ওঠার লড়াইয়ে। সে লড়াইয়ের আগে হোটেলে দেখা হয়ে গেল সাবেক সতীর্থ হেইডেন-ল্যাঙ্গারের।
বন্ধুর বিপক্ষে লড়াই নিয়ে বেশ রোমাঞ্চিত ল্যাঙ্গার। ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলদের ‘হেড স্যার’ বলেছেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই একে-অপরকে বার্তা দিয়ে যাচ্ছি। সে (হেইডেন) দায়িত্বটা (পাকিস্তানের ব্যাটিং পরামর্শক) বেশ উপভোগ করছে। আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত।’
ল্যাঙ্গার আরও বলেছেন, ‘দীর্ঘ দিন পর ওর সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। আমাদের সম্পর্কটা মধুর। তবে বৃহস্পতিবার রাতে (সেমিফাইনালে) ৩ ঘণ্টার জন্য আমরা বন্ধুত্বকে দূরে সরিয়ে রাখছি। আশা করি বেশ মজা হবে।’
অস্ট্রেলিয়ার সোনালি সময়ে ১১৩ ইনিংসে গোড়াপত্তন করেছেন হেইডেন-ল্যাঙ্গার। ৫১.৮৮ গড়ে দুজনে মিলে করেছেন ৫৬৫৫ রান।
শত্রু তুমি, বন্ধু তুমি
তুমি আমার সাধনা
তোমার দেওয়া আঘাত আমায়
দেয় যে মধুর বেদনা।
এত দিন পর ম্যাথু হেইডেন-জাস্টিন ল্যাঙ্গারকে একসঙ্গে দেখে আবদুল জব্বারের জনপ্রিয় গানটি মনে পড়তে পারে যে কারও!
এক সময় অস্ট্রেলিয়ার হয়ে উদ্বোধনী জুটিতে ত্রাস ছড়াতেন হেইডেন ও ল্যাঙ্গার। টেস্ট ওপেনিংয়ে দেশটির অন্যতম সেরাও ভাবা হয় তাঁদের। সেই বন্ধুপ্রতিম সতীর্থদেরই এবার দেখা যাবে প্রতিপক্ষ হিসেবে!
সাড়ে ৩ বছরেরও বেশি সময় ধরে অজিদের হেড কোচ ল্যাঙ্গার। আর টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে হেইডেনকে ব্যাটিং কোচ বানিয়ে এনেছে পাকিস্তান। দুবাইয়ে বৃহস্পতিবার দুই দল মুখোমুখি হচ্ছে ফাইনালে ওঠার লড়াইয়ে। সে লড়াইয়ের আগে হোটেলে দেখা হয়ে গেল সাবেক সতীর্থ হেইডেন-ল্যাঙ্গারের।
বন্ধুর বিপক্ষে লড়াই নিয়ে বেশ রোমাঞ্চিত ল্যাঙ্গার। ডেভিড ওয়ার্নার-গ্লেন ম্যাক্সওয়েলদের ‘হেড স্যার’ বলেছেন, ‘টুর্নামেন্টের শুরু থেকেই একে-অপরকে বার্তা দিয়ে যাচ্ছি। সে (হেইডেন) দায়িত্বটা (পাকিস্তানের ব্যাটিং পরামর্শক) বেশ উপভোগ করছে। আমরা নিজেদের কাজ নিয়ে ব্যস্ত।’
ল্যাঙ্গার আরও বলেছেন, ‘দীর্ঘ দিন পর ওর সঙ্গে দেখা হয়ে ভালো লাগছে। আমাদের সম্পর্কটা মধুর। তবে বৃহস্পতিবার রাতে (সেমিফাইনালে) ৩ ঘণ্টার জন্য আমরা বন্ধুত্বকে দূরে সরিয়ে রাখছি। আশা করি বেশ মজা হবে।’
অস্ট্রেলিয়ার সোনালি সময়ে ১১৩ ইনিংসে গোড়াপত্তন করেছেন হেইডেন-ল্যাঙ্গার। ৫১.৮৮ গড়ে দুজনে মিলে করেছেন ৫৬৫৫ রান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে