বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকায় সাকিব আল হাসান এখন শুধুই ব্যাটার। বলে ঘূর্ণি জাদু দেখানোর সুযোগ না থাকায় ব্যাট হাতে দিচ্ছেন সেটি পুষিয়ে। সাকিবের ব্যাটিং তাণ্ডবে লঙ্কা টি-টেন সুপার লিগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে গল মার্ভেলস। পাল্লেকেলে স্টেডিয়ামে এলিমিনেটরের ম্যাচে ক্যান্ডি বোল্টসকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। সাকিব খেলেছেন ৮ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস।
নক-আউট ম্যাচে টস জিতে ক্যান্ডিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গল। জর্জ মানসির ৪ ছক্কা ও ৫ চারে ২৭ বলে ৬১ ও দিনেশ চান্দিমালের ১৪ বলে ৩০ রানের সৌজন্যে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান তোলে ক্যান্ডি। ভানুকা রাজাপাকসে ও সাকিবের ব্যাটিং তাণ্ডবে ৮ বল হাতে রেখে ১২১ রানের লক্ষ্য তাড়া করেছে গল।
ওপেনার অ্যালেক্স হেলসের ৫ বলে ১৬, রাজাপাকসের ৩ ছক্কা ও ৪টি চারে ২১ বলে ৪২, লাহিরু উদারার ১২ বলে ১৯ রান গলের জয়ের পথ মসৃণ করে দেয়। সাকিব মাঠে নেমে বাকি কাজ সারলেন। ৩ ছক্কা ও ২ চারে ৮ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৮.৪ ওভারে জয় নিশ্চিত হয়ে যায় গলের।
এলিমিনেটর শেষ হওয়ার পরপরই কোয়ালিফায়ারের ম্যাচে হামবানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে গল। এই ম্যাচ জিতলে সাকিবরা চলে যাবেন ফাইনালে। ব্যাট হাতে দারুণ ধারাবাহিক সাকিব। ৫ ম্যাচে করেছেন ৯৫ রান। ২০৬.৫২ স্ট্রাইকরেটের সঙ্গে গড় ৪৭.৫০। তার আগের ম্যাচে হামবানটোটার বিপক্ষে খেলেছিলেন ১৯ বলে ৪৩ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস।
জাফনা টাইটানসের বিপক্ষে করেছিলেন ১৩ বলে ২০, কলম্বো জাগুয়ার্সের বিপক্ষে অপরাজিত ছিলেন ৩ বলে ৬ রান করে। আরেক ম্যাচে নুওয়ারা এলিয়া কিংসের বিপক্ষেও করেছেন ৬ বলে ৩।
বোলিংয়ে নিষেধাজ্ঞা থাকায় সাকিব আল হাসান এখন শুধুই ব্যাটার। বলে ঘূর্ণি জাদু দেখানোর সুযোগ না থাকায় ব্যাট হাতে দিচ্ছেন সেটি পুষিয়ে। সাকিবের ব্যাটিং তাণ্ডবে লঙ্কা টি-টেন সুপার লিগে কোয়ালিফায়ার নিশ্চিত করেছে গল মার্ভেলস। পাল্লেকেলে স্টেডিয়ামে এলিমিনেটরের ম্যাচে ক্যান্ডি বোল্টসকে ৬ উইকেটে উড়িয়ে দিয়েছে তারা। সাকিব খেলেছেন ৮ বলে ২৯ রানের ঝোড়ো ইনিংস।
নক-আউট ম্যাচে টস জিতে ক্যান্ডিকে আগে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় গল। জর্জ মানসির ৪ ছক্কা ও ৫ চারে ২৭ বলে ৬১ ও দিনেশ চান্দিমালের ১৪ বলে ৩০ রানের সৌজন্যে ১০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১২০ রান তোলে ক্যান্ডি। ভানুকা রাজাপাকসে ও সাকিবের ব্যাটিং তাণ্ডবে ৮ বল হাতে রেখে ১২১ রানের লক্ষ্য তাড়া করেছে গল।
ওপেনার অ্যালেক্স হেলসের ৫ বলে ১৬, রাজাপাকসের ৩ ছক্কা ও ৪টি চারে ২১ বলে ৪২, লাহিরু উদারার ১২ বলে ১৯ রান গলের জয়ের পথ মসৃণ করে দেয়। সাকিব মাঠে নেমে বাকি কাজ সারলেন। ৩ ছক্কা ও ২ চারে ৮ বলে ২৯ রানে অপরাজিত থাকেন তিনি। ৮.৪ ওভারে জয় নিশ্চিত হয়ে যায় গলের।
এলিমিনেটর শেষ হওয়ার পরপরই কোয়ালিফায়ারের ম্যাচে হামবানটোটা বাংলা টাইগার্সের বিপক্ষে মাঠে নেমেছে গল। এই ম্যাচ জিতলে সাকিবরা চলে যাবেন ফাইনালে। ব্যাট হাতে দারুণ ধারাবাহিক সাকিব। ৫ ম্যাচে করেছেন ৯৫ রান। ২০৬.৫২ স্ট্রাইকরেটের সঙ্গে গড় ৪৭.৫০। তার আগের ম্যাচে হামবানটোটার বিপক্ষে খেলেছিলেন ১৯ বলে ৪৩ রানের দুর্দান্ত এক অপরাজিত ইনিংস।
জাফনা টাইটানসের বিপক্ষে করেছিলেন ১৩ বলে ২০, কলম্বো জাগুয়ার্সের বিপক্ষে অপরাজিত ছিলেন ৩ বলে ৬ রান করে। আরেক ম্যাচে নুওয়ারা এলিয়া কিংসের বিপক্ষেও করেছেন ৬ বলে ৩।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২৫ দিন আগে