ক্রীড়া ডেস্ক
অ্যান্টিগার সেন্ট জোনসে ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। পরের ২১ বছরে টেস্টে ৩০০ রানের ইনিংস হয়েছে ১৪ বার। বুলাওয়েতে আজ লারার সেই এভারেস্ট টপকে যাওয়ার কাছাকাছি চলেও গিয়েছিলেন ভিয়ান মুল্ডার। শেষ পর্যন্ত সেটা আর করলেন না মুল্ডার।
কেশব মহারাজ না থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টের নেতৃত্বভার পড়ে মুল্ডারের কাঁধে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুল্ডার। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারানোর পর গতকাল প্রথম দিনই ব্যাটিংয়ে নেমেছেন। সেই থেকে আজ দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ম্যারাথন ইনিংস খেলেছেন। ৩৩৪ বলে ৪৯ চার ও ৪ ছক্কায় ৩৬৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাঁর ক্যারিয়ারসেরা ইনিংসে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬২৬ রানে শেষ করে দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা।মধ্যাহ্নভোজের বিরতির পর তিনি এখানেই ইনিংস ঘোষণা করেছেন।
মুল্ডারের ৩৬৭ রান টেস্ট ইতিহাসে পঞ্চম ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। লারার ৪০০-এর পরে এই তালিকায় দুইয়ে ম্যাথু হেইডেন। ২০০৩ সালে পার্থে হেইডেন জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮০ রান করেছিলেন। তিনে আবার সেই লারা। তাঁর এবারের ইনিংস ৩৭৫ রানের। ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগাতেই খেলেছিলেন এই ইনিংস। ৩৭৪ রান করে টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ইনিংসের রেকর্ড মাহেলা জয়াবর্ধনের। ২০০৬ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যারাথন ইনিংস খেলেছিলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে মুল্ডারের ৩৬৭ রানের পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ডেভিড বেডিংহাম। ১০১ বলে বেডিংহাম করেছেন ৮২ রান। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে বেশ বেকায়দায় পড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকেরা ২ ওভারে ২ উইকেটে ৫ রান করেছে।
টেস্টে অধিনায়কত্বের অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটি ৫৭ বছর ধরে ছিল নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিংয়ের। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে টেস্টে নেতৃত্বের প্রথম ম্যাচে ২৩৯ রান করেছিলেন ডাউলিং। বুলাওয়েতে গতকাল প্রথম দিনে ২৬৪ রান করে ৫৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মুল্ডার। আজ দ্বিতীয় দিনে করলেন ট্রিপল সেঞ্চুরি। তবে লারার সেই এভারেস্ট ছোঁয়া থেকে ৩৩ রান আগে থেমে গেলেন মুল্ডার।
টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের পাঁচ ইনিংস
রান দল প্রতিপক্ষ সাল
ব্রায়ান লারা ৪০০* ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ২০০৪
ম্যাথু হেইডেন ৩৮০ অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ২০০৩
ব্রায়ান লারা ৩৭৫ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ১৯৯৪
মাহেলা জয়াবর্ধনে ৩৭৪ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ২০০৬
ভিয়ান মুল্ডার ৩৬৭ দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ২০২৫
অ্যান্টিগার সেন্ট জোনসে ২০০৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে ৪০০ রানের অপরাজিত ইনিংস খেলেছিলেন ব্রায়ান লারা। পরের ২১ বছরে টেস্টে ৩০০ রানের ইনিংস হয়েছে ১৪ বার। বুলাওয়েতে আজ লারার সেই এভারেস্ট টপকে যাওয়ার কাছাকাছি চলেও গিয়েছিলেন ভিয়ান মুল্ডার। শেষ পর্যন্ত সেটা আর করলেন না মুল্ডার।
কেশব মহারাজ না থাকায় জিম্বাবুয়ের বিপক্ষে বুলাওয়েতে সিরিজের দ্বিতীয় টেস্টের নেতৃত্বভার পড়ে মুল্ডারের কাঁধে। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন মুল্ডার। দলীয় ২১ রানে প্রথম উইকেট হারানোর পর গতকাল প্রথম দিনই ব্যাটিংয়ে নেমেছেন। সেই থেকে আজ দ্বিতীয় দিনের মধ্যাহ্নভোজের বিরতি পর্যন্ত ম্যারাথন ইনিংস খেলেছেন। ৩৩৪ বলে ৪৯ চার ও ৪ ছক্কায় ৩৬৭ রান করে অপরাজিত ছিলেন তিনি। তাঁর ক্যারিয়ারসেরা ইনিংসে দক্ষিণ আফ্রিকা প্রথম ইনিংসে ৫ উইকেটে ৬২৬ রানে শেষ করে দ্বিতীয় দিনের প্রথম সেশনের খেলা।মধ্যাহ্নভোজের বিরতির পর তিনি এখানেই ইনিংস ঘোষণা করেছেন।
মুল্ডারের ৩৬৭ রান টেস্ট ইতিহাসে পঞ্চম ব্যক্তিগত সর্বোচ্চ রানের ইনিংস। লারার ৪০০-এর পরে এই তালিকায় দুইয়ে ম্যাথু হেইডেন। ২০০৩ সালে পার্থে হেইডেন জিম্বাবুয়ের বিপক্ষে ৩৮০ রান করেছিলেন। তিনে আবার সেই লারা। তাঁর এবারের ইনিংস ৩৭৫ রানের। ১৯৯৪ সালে ইংল্যান্ডের বিপক্ষে অ্যান্টিগাতেই খেলেছিলেন এই ইনিংস। ৩৭৪ রান করে টেস্ট ইতিহাসের চতুর্থ সর্বোচ্চ ইনিংসের রেকর্ড মাহেলা জয়াবর্ধনের। ২০০৬ সালে কলম্বোর সিংহলিজ স্পোর্টস ক্লাবে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ম্যারাথন ইনিংস খেলেছিলেন তিনি।
জিম্বাবুয়ের বিপক্ষে চলমান টেস্টে মুল্ডারের ৩৬৭ রানের পর দক্ষিণ আফ্রিকার ইনিংসে দ্বিতীয় সর্বোচ্চ রান করেছেন ডেভিড বেডিংহাম। ১০১ বলে বেডিংহাম করেছেন ৮২ রান। ব্যাটিংয়ে নেমে জিম্বাবুয়ে বেশ বেকায়দায় পড়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত স্বাগতিকেরা ২ ওভারে ২ উইকেটে ৫ রান করেছে।
টেস্টে অধিনায়কত্বের অভিষেকে সর্বোচ্চ রানের রেকর্ডটি ৫৭ বছর ধরে ছিল নিউজিল্যান্ডের গ্রাহাম ডাউলিংয়ের। ১৯৬৮ সালে ভারতের বিপক্ষে টেস্টে নেতৃত্বের প্রথম ম্যাচে ২৩৯ রান করেছিলেন ডাউলিং। বুলাওয়েতে গতকাল প্রথম দিনে ২৬৪ রান করে ৫৭ বছরের পুরোনো রেকর্ড ভাঙলেন মুল্ডার। আজ দ্বিতীয় দিনে করলেন ট্রিপল সেঞ্চুরি। তবে লারার সেই এভারেস্ট ছোঁয়া থেকে ৩৩ রান আগে থেমে গেলেন মুল্ডার।
টেস্টে ব্যক্তিগত সর্বোচ্চ রানের পাঁচ ইনিংস
রান দল প্রতিপক্ষ সাল
ব্রায়ান লারা ৪০০* ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ২০০৪
ম্যাথু হেইডেন ৩৮০ অস্ট্রেলিয়া জিম্বাবুয়ে ২০০৩
ব্রায়ান লারা ৩৭৫ ওয়েস্ট ইন্ডিজ ইংল্যান্ড ১৯৯৪
মাহেলা জয়াবর্ধনে ৩৭৪ শ্রীলঙ্কা দক্ষিণ আফ্রিকা ২০০৬
ভিয়ান মুল্ডার ৩৬৭ দক্ষিণ আফ্রিকা জিম্বাবুয়ে ২০২৫
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২১ দিন আগে