সব দল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার ভাবনায়, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নামতে হচ্ছে নতুন কোচের সন্ধানে।
গতকাল বিশ্বকাপের দল ঘোষণার পরই বড় ধরনের ঝাঁকুনি খেয়েছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। আকস্মিকভাবে পদত্যাগ করেছেন দলের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনুস।
মিসবাহ-ওয়াকারের অপ্রত্যাশিত কাণ্ডের পর স্বাভাবিকভাবেই ক্ষোভের আগুনে জ্বলছে পাকিস্তান। কাঠগড়ায় তুলে তাঁদের করা হচ্ছে কচুকাটা।
বরাবরই চাছাছোলা কথা বলা শোয়েব আখতারও দুই সাবেক সতীর্থকে এক হাত নিয়েছেন। ওয়াকার-মিসবাহদের উদ্দেশে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতিতে বল ছোড়া তারকা বলেছেন, ‘ওরা কাপুরুষ। কাপুরুষেরা পালিয়ে যাওয়া ছাড়া কী-ই বা করতে পারে?’
শোয়েব আরও বলেন, ‘এখানে যা ঘটেছে (ওয়াকার-মিসবাহর পদত্যাগ) তা তালেবানরা মার্কিন বাহিনীর সঙ্গে যা করেছিল, তারই অনুরূপ। কারণ তারা জানত রমিজ রাজা (পিসিবির নতুন সভাপতি) তাদের ছাড় দেবেন না। তাই তারা আগেভাগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
ওয়াকার ও মিসবাহকে কটাক্ষ করে ৪৬ বছর বয়সী সাবেক গতিরাজ বলেন, ‘তাঁদের দুজনেরই পিসিবির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত ছিল। আগাম পদত্যাগ ঘোষণা করা কোনোভাবেই উচিত হয়নি। রমিজ ভাই (রমিজ রাজা) তাঁদের বরখাস্ত নাও করতে পারতেন। কিন্তু আগেই পালিয়ে গিয়ে তাঁরা নিজেদের আসল রূপ উন্মোচন করে দিলেন।’
২০১৯ সালের সেপ্টেম্বরে কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওয়াকার ও মিসবাহ। তাঁদের চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল। হঠাৎ করে তাঁরা পদত্যাগ করায় ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের জন্য সাকলাইন মুশতাক ও আবদুল রাজ্জাককে ‘আপৎকালীন’ কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।
বাংলাদেশের বিপক্ষে চলামান টি-টোয়েন্টি সিরিজ শেষে সরাসরি পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড দল।
সব দল যখন টি-টোয়েন্টি বিশ্বকাপের প্রস্তুতি শুরু করার ভাবনায়, তখন পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নামতে হচ্ছে নতুন কোচের সন্ধানে।
গতকাল বিশ্বকাপের দল ঘোষণার পরই বড় ধরনের ঝাঁকুনি খেয়েছে পাকিস্তানের ক্রিকেটাঙ্গন। আকস্মিকভাবে পদত্যাগ করেছেন দলের প্রধান কোচ মিসবাহ-উল-হক ও পেস বোলিং কোচ ওয়াকার ইউনুস।
মিসবাহ-ওয়াকারের অপ্রত্যাশিত কাণ্ডের পর স্বাভাবিকভাবেই ক্ষোভের আগুনে জ্বলছে পাকিস্তান। কাঠগড়ায় তুলে তাঁদের করা হচ্ছে কচুকাটা।
বরাবরই চাছাছোলা কথা বলা শোয়েব আখতারও দুই সাবেক সতীর্থকে এক হাত নিয়েছেন। ওয়াকার-মিসবাহদের উদ্দেশে ক্রিকেট ইতিহাসের সবচেয়ে দ্রুতগতিতে বল ছোড়া তারকা বলেছেন, ‘ওরা কাপুরুষ। কাপুরুষেরা পালিয়ে যাওয়া ছাড়া কী-ই বা করতে পারে?’
শোয়েব আরও বলেন, ‘এখানে যা ঘটেছে (ওয়াকার-মিসবাহর পদত্যাগ) তা তালেবানরা মার্কিন বাহিনীর সঙ্গে যা করেছিল, তারই অনুরূপ। কারণ তারা জানত রমিজ রাজা (পিসিবির নতুন সভাপতি) তাদের ছাড় দেবেন না। তাই তারা আগেভাগেই চলে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে।’
ওয়াকার ও মিসবাহকে কটাক্ষ করে ৪৬ বছর বয়সী সাবেক গতিরাজ বলেন, ‘তাঁদের দুজনেরই পিসিবির সিদ্ধান্তের জন্য অপেক্ষা করা উচিত ছিল। আগাম পদত্যাগ ঘোষণা করা কোনোভাবেই উচিত হয়নি। রমিজ ভাই (রমিজ রাজা) তাঁদের বরখাস্ত নাও করতে পারতেন। কিন্তু আগেই পালিয়ে গিয়ে তাঁরা নিজেদের আসল রূপ উন্মোচন করে দিলেন।’
২০১৯ সালের সেপ্টেম্বরে কোচ হিসেবে নিয়োগ পেয়েছিলেন ওয়াকার ও মিসবাহ। তাঁদের চুক্তির মেয়াদ আরও এক বছর বাকি ছিল। হঠাৎ করে তাঁরা পদত্যাগ করায় ঘরের মাঠে নিউজিল্যান্ড সিরিজের জন্য সাকলাইন মুশতাক ও আবদুল রাজ্জাককে ‘আপৎকালীন’ কোচ হিসেবে নিয়োগ দিয়েছে পিসিবি।
বাংলাদেশের বিপক্ষে চলামান টি-টোয়েন্টি সিরিজ শেষে সরাসরি পাকিস্তানে যাবে নিউজিল্যান্ড দল।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে