নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগেই বাংলাদেশের কাছে সিরিজ হাতছাড়া হয়েছিল আফগানিস্তানের। তবে প্রতিটি ম্যাচেই ওয়ানডে সুপার লিগের গুরুত্বপূর্ণ দশ পয়েন্ট। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানো ও এই দশ পয়েন্ট আদায় করার লক্ষ্য ছিল আফগানদের। ৭ উইকেটের জয়ে সেই প্রাপ্তির স্বাদ পেয়েছেন রশিদ খানরা। রহমতউল্লাহ গুরবাজের সেঞ্চুরি রাঙা ইনিংসে চড়ে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করল সফরকারীরা।
আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৯৩ রানে থামে বাংলাদেশ। জবাবে ৯ ওভার ৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। ১০৬ রানের অপরাজিত থেকে দলকে দশ পয়েন্টও নিয়ে দিলেন গুরবাজ।
বাংলাদেশের দেওয়া ছোট লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটি দারুণ সূচনা করেন গুরবাজ ও রিয়াজ আহমেদ। সিরিজ হারলেও ওয়ানডে সুপার লিগের দশ পয়েন্ট যে কতটা গুরুত্বপূর্ণ তার প্রমাণ মেলে তাদের ব্যাটে। তাদের ৭৯ রানে জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন সাকিব। ৪৯ বলে ৩৫ করে সাজঘরে ফেরেন রিয়াজ।
তিনে এসে গুরবাজকে যোগ্য সঙ্গ দেন রহমত। লম্বা সময় ধরে ব্যাট করে দলকে জয়ের পথে নিয়ে এসেছেন তিনি। তাদের ১০০ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ততক্ষণ ম্যাচ আর বাংলাদেশের দিকে নেই। শুধু উইকেট শিকারেই প্রাপ্তি ছিল বোলারদের। আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিকে দ্বিতীয় শিকার বানান মিরাজ। খানিকপরই ১০৩ বলে সেঞ্চুরি তুলে নেন একপ্রান্ত আগলে রাখা গুরবাজ। তাঁর সেঞ্চুরিতে চড়ে সহজ জয় পায় আফগানিস্তান।
এর আগে ব্যাট করতে এসে শুরুতে ৪৩ রানের শুভ সূচনা পেয়েছিল বাংলাদেশ। এরপর সাকিব ও লিটনের ব্যাটে বড় স্কোরের আভাস পায় স্বাগতিকরা। তবে এই জুটি ভাঙলে রানের গতি অনেকটা ধীর হয়ে যায়। এরপর লিটনকে ৮৬ রানে ফেরান মোহাম্মদ নবী। তারপর আর কেউই তেমন ভালো কিছু করতে পারেনি, উল্টো মাহমুদউল্লাহর ভুলে তিনটি রানআউটে ১৯৩ রানে থামে স্বাগতিকরা।
আগেই বাংলাদেশের কাছে সিরিজ হাতছাড়া হয়েছিল আফগানিস্তানের। তবে প্রতিটি ম্যাচেই ওয়ানডে সুপার লিগের গুরুত্বপূর্ণ দশ পয়েন্ট। শেষ ম্যাচে হোয়াইটওয়াশ এড়ানো ও এই দশ পয়েন্ট আদায় করার লক্ষ্য ছিল আফগানদের। ৭ উইকেটের জয়ে সেই প্রাপ্তির স্বাদ পেয়েছেন রশিদ খানরা। রহমতউল্লাহ গুরবাজের সেঞ্চুরি রাঙা ইনিংসে চড়ে ২-১ ব্যবধানে সিরিজ শেষ করল সফরকারীরা।
আজ সোমবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে আগে ব্যাটিং করে ১৯৩ রানে থামে বাংলাদেশ। জবাবে ৯ ওভার ৫ বল বাকি থাকতেই লক্ষ্যে পৌঁছে যায় আফগানরা। ১০৬ রানের অপরাজিত থেকে দলকে দশ পয়েন্টও নিয়ে দিলেন গুরবাজ।
বাংলাদেশের দেওয়া ছোট লক্ষ্য তাড়ায় উদ্বোধনী জুটি দারুণ সূচনা করেন গুরবাজ ও রিয়াজ আহমেদ। সিরিজ হারলেও ওয়ানডে সুপার লিগের দশ পয়েন্ট যে কতটা গুরুত্বপূর্ণ তার প্রমাণ মেলে তাদের ব্যাটে। তাদের ৭৯ রানে জুটি ভেঙে বাংলাদেশকে ব্রেক থ্রু এনে দেন সাকিব। ৪৯ বলে ৩৫ করে সাজঘরে ফেরেন রিয়াজ।
তিনে এসে গুরবাজকে যোগ্য সঙ্গ দেন রহমত। লম্বা সময় ধরে ব্যাট করে দলকে জয়ের পথে নিয়ে এসেছেন তিনি। তাদের ১০০ রানের জুটি ভাঙেন মেহেদী হাসান মিরাজ। ততক্ষণ ম্যাচ আর বাংলাদেশের দিকে নেই। শুধু উইকেট শিকারেই প্রাপ্তি ছিল বোলারদের। আফগান অধিনায়ক হাসমতউল্লাহ শহিদিকে দ্বিতীয় শিকার বানান মিরাজ। খানিকপরই ১০৩ বলে সেঞ্চুরি তুলে নেন একপ্রান্ত আগলে রাখা গুরবাজ। তাঁর সেঞ্চুরিতে চড়ে সহজ জয় পায় আফগানিস্তান।
এর আগে ব্যাট করতে এসে শুরুতে ৪৩ রানের শুভ সূচনা পেয়েছিল বাংলাদেশ। এরপর সাকিব ও লিটনের ব্যাটে বড় স্কোরের আভাস পায় স্বাগতিকরা। তবে এই জুটি ভাঙলে রানের গতি অনেকটা ধীর হয়ে যায়। এরপর লিটনকে ৮৬ রানে ফেরান মোহাম্মদ নবী। তারপর আর কেউই তেমন ভালো কিছু করতে পারেনি, উল্টো মাহমুদউল্লাহর ভুলে তিনটি রানআউটে ১৯৩ রানে থামে স্বাগতিকরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫