নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ করেন নাভিন উল হক। সামাজিক মাধ্যমে গত কয়েক মাস তিনি যে স্ট্যাটাসই দিচ্ছেন, মুহূর্তেই তা ভাইরাল হয়ে যাচ্ছে। গতকাল এক রহস্যময় পোস্ট দিয়ে আবারও আলোচনায় আফগানিস্তানের এই পেসার।
হাইব্রিড মডেলে ২০২৩ এশিয়া কাপ শুরু হচ্ছে বুধবার। এশিয়া কাপকে সামনে রেখে গতকাল ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আফগানদের এশিয়া কাপের দলে রাখা হয়নি নাভিনকে। এরপরই ইনস্টাগ্রামে আফগান পেসার স্ট্যাটাস দিয়েছেন, ‘আপনার চোখ কতটা অন্ধকারের সঙ্গে মানিয়ে নিতে পারছে, সেটা ব্যাপার না। আপনি কখনোই আলো ভেবে ভুল করতে পারেন না।’ এশিয়া কাপ থেকে বাদ পড়াতেই হয়তো এমন স্ট্যাটাস দিয়েছেন। কেননা সীমিত ওভারের ক্রিকেটে বেশ পরিচিত মুখ তিনি। ধারাবাহিক পারফরম্যান্সও করছেন। নাভিনের ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হলে নেটিজেনরা একের পর এক মন্তব্য করেন। কেউ একজন তাঁকে ‘মিস্টার ক্লেভার’ বলেছেন। অন্যদিকে কেউ একজন লিখেছেন, ‘কিছু কথা তো আপনি বলে ফেলেছেন।’
এবারের আইপিএল দিয়েই বেশি ভাইরাল হয়েছেন নাভিন উল হক। অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে এবছরের ১ মে ম্যাচ চলা অবস্থায় তর্কে জড়ান বিরাট কোহলি ও নাভিন। কোহলি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেন নাভিন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ম্যাচ শেষে। ম্যাচ শেষে সবাই করমর্দনে ব্যস্ত। সে সময় আরেক দফা লেগে যায় কোহলি ও নাভিনের। এরপর এই নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। আর বেঙ্গালুরু গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর টুইট করেছিলেন নাভিন। আফগান পেসার পরে অবশ্য তা অস্বীকার করেছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছরের মার্চে সর্বশেষ ম্যাচ খেলেছেন নাভিন। আর সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ এর জানুয়ারিতে।
নিজেকে আলোচনায় রাখতেই যেন বেশি পছন্দ করেন নাভিন উল হক। সামাজিক মাধ্যমে গত কয়েক মাস তিনি যে স্ট্যাটাসই দিচ্ছেন, মুহূর্তেই তা ভাইরাল হয়ে যাচ্ছে। গতকাল এক রহস্যময় পোস্ট দিয়ে আবারও আলোচনায় আফগানিস্তানের এই পেসার।
হাইব্রিড মডেলে ২০২৩ এশিয়া কাপ শুরু হচ্ছে বুধবার। এশিয়া কাপকে সামনে রেখে গতকাল ১৭ সদস্যের দল ঘোষণা করেছে আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি)। আফগানদের এশিয়া কাপের দলে রাখা হয়নি নাভিনকে। এরপরই ইনস্টাগ্রামে আফগান পেসার স্ট্যাটাস দিয়েছেন, ‘আপনার চোখ কতটা অন্ধকারের সঙ্গে মানিয়ে নিতে পারছে, সেটা ব্যাপার না। আপনি কখনোই আলো ভেবে ভুল করতে পারেন না।’ এশিয়া কাপ থেকে বাদ পড়াতেই হয়তো এমন স্ট্যাটাস দিয়েছেন। কেননা সীমিত ওভারের ক্রিকেটে বেশ পরিচিত মুখ তিনি। ধারাবাহিক পারফরম্যান্সও করছেন। নাভিনের ইনস্টাগ্রাম পোস্ট ভাইরাল হলে নেটিজেনরা একের পর এক মন্তব্য করেন। কেউ একজন তাঁকে ‘মিস্টার ক্লেভার’ বলেছেন। অন্যদিকে কেউ একজন লিখেছেন, ‘কিছু কথা তো আপনি বলে ফেলেছেন।’
এবারের আইপিএল দিয়েই বেশি ভাইরাল হয়েছেন নাভিন উল হক। অটল বিহারি বাজপেয়ি একানা ক্রিকেট স্টেডিয়ামে এবছরের ১ মে ম্যাচ চলা অবস্থায় তর্কে জড়ান বিরাট কোহলি ও নাভিন। কোহলি খেলেন রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে ও লক্ষ্ণৌ সুপার জায়ান্টসের হয়ে খেলেন নাভিন। পরিস্থিতি আরও উত্তপ্ত হয় ম্যাচ শেষে। ম্যাচ শেষে সবাই করমর্দনে ব্যস্ত। সে সময় আরেক দফা লেগে যায় কোহলি ও নাভিনের। এরপর এই নিয়ে অনেক আলাপ-আলোচনা হয়েছে। আর বেঙ্গালুরু গ্রুপ পর্ব থেকে বাদ পড়ার পর টুইট করেছিলেন নাভিন। আফগান পেসার পরে অবশ্য তা অস্বীকার করেছিলেন। আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে এ বছরের মার্চে সর্বশেষ ম্যাচ খেলেছেন নাভিন। আর সর্বশেষ ওয়ানডে খেলেছেন ২০২১ এর জানুয়ারিতে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৪ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৪ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২৫ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫