১৬ অক্টোবর শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরু হবে ২২ অক্টোবর। বিশ্বকাপ সামনে রেখে নিজেদের ভবিষ্যদ্বাণী দিচ্ছেন অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার।
তারই ধারাবাহিকতায় এবার ভবিষ্যদ্বাণী দিয়েছেন ওয়াসিম আকরাম। বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হবে তা না বললেও এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা চমক দেখাবে, তা জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার। তাঁর মতে, এবারের বিশ্বকাপে প্রোটিয়ারা ‘ডার্ক হর্স’।
পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য আকরামের ভবিষ্যদ্বাণীটা একটু অন্যরকম। অন্যরা যেখানে চ্যাম্পিয়ন দলের নাম বলেন, সেখানে চার সেমিফাইনালিস্টের নাম বলেছেন তিনি। অর্থাৎ, চ্যাম্পিয়ন দলের নাম বলে ঝুঁকি নিতে চাননি এই কিংবদন্তি। তিনি বলেছেন, ‘এবারের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানকে দেখতে পাচ্ছি। আর চতুর্থ দলটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা, যারা এবারের বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ হতে পারে।’
দক্ষিণ আফ্রিকা বাদে বাকি তিন দলই একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। অস্ট্রেলিয়া আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের মাঠে বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামবে। দক্ষিণ আফ্রিকার বর্তমান সময়টা ভালো না কাটলেও তাদের বেশ কিছু ম্যাচ জেতানো ক্রিকেটার আছেন। যাঁরা নিজেদের দিনে প্রতিপক্ষকে একাই হারিয়ে দিতে পারেন। এই দিকটা বিবেচনা করেই প্রোটিয়াদের ‘ডার্ক হর্স’ বলেছেন পাকিস্তানের কিংবদন্তি আকরাম।
১৬ অক্টোবর শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। তবে অস্ট্রেলিয়া বিশ্বকাপের সুপার টুয়েলভ শুরু হবে ২২ অক্টোবর। বিশ্বকাপ সামনে রেখে নিজেদের ভবিষ্যদ্বাণী দিচ্ছেন অনেক সাবেক ও বর্তমান ক্রিকেটার।
তারই ধারাবাহিকতায় এবার ভবিষ্যদ্বাণী দিয়েছেন ওয়াসিম আকরাম। বিশ্বকাপে কোন দল চ্যাম্পিয়ন হবে তা না বললেও এই বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকা চমক দেখাবে, তা জানিয়েছেন পাকিস্তানের সাবেক এই পেসার। তাঁর মতে, এবারের বিশ্বকাপে প্রোটিয়ারা ‘ডার্ক হর্স’।
পাকিস্তানের ১৯৯২ বিশ্বকাপজয়ী দলের সদস্য আকরামের ভবিষ্যদ্বাণীটা একটু অন্যরকম। অন্যরা যেখানে চ্যাম্পিয়ন দলের নাম বলেন, সেখানে চার সেমিফাইনালিস্টের নাম বলেছেন তিনি। অর্থাৎ, চ্যাম্পিয়ন দলের নাম বলে ঝুঁকি নিতে চাননি এই কিংবদন্তি। তিনি বলেছেন, ‘এবারের বিশ্বকাপের সেমিফাইনালে অস্ট্রেলিয়া, ভারত ও পাকিস্তানকে দেখতে পাচ্ছি। আর চতুর্থ দলটি হচ্ছে দক্ষিণ আফ্রিকা, যারা এবারের বিশ্বকাপে ‘ডার্ক হর্স’ হতে পারে।’
দক্ষিণ আফ্রিকা বাদে বাকি তিন দলই একবার করে টি-টোয়েন্টি বিশ্বকাপ জিতেছে। অস্ট্রেলিয়া আবার ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে নিজেদের মাঠে বিশ্বকাপ ধরে রাখার মিশনে নামবে। দক্ষিণ আফ্রিকার বর্তমান সময়টা ভালো না কাটলেও তাদের বেশ কিছু ম্যাচ জেতানো ক্রিকেটার আছেন। যাঁরা নিজেদের দিনে প্রতিপক্ষকে একাই হারিয়ে দিতে পারেন। এই দিকটা বিবেচনা করেই প্রোটিয়াদের ‘ডার্ক হর্স’ বলেছেন পাকিস্তানের কিংবদন্তি আকরাম।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫