প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অংশ গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের জয় শুধু একটি, পাকিস্তানের বিপক্ষে। দল ভালো না করলেও আলো ছড়িয়েছেন অলরাউন্ডার সালমা খাতুন। এর পুরষ্কারও পেলেন সালমা। বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন এই বাংলাদেশি ক্রিকেটার।
বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন সালমা। ওভারপ্রতি দিয়েছেন ৩.৭৯ রান। এই পারফরম্যান্স তাকে জায়গা করে দিয়েছে একাদশে। সালমা ছাড়া বাংলাদেশের আর কোন ক্রিকেটার সেরা একাদশে জায়গা পাননি। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৪ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা একাদশে। দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ডের দুজন এবং ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ থেকে একজন ক্রিকেটার সেরা একাদশে রয়েছেন। আর ইংলিশ তারকা চার্লি ডিনকে রাখা হয়েছে দ্বাদশ ক্রিকেটার হিসেবে।
ওপেনার হিসেবে থাকছেন সেমি-ফাইনাল ও ফাইনালে দুটি সেঞ্চুরি করা ও রেকর্ড রান করে প্লেয়ার অব দা টুর্নামেন্ট হওয়া অ্যালিসা হিলি। তাঁর সঙ্গে ওপেনার দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। অধিনায়ক মেগ ল্যানিং তিন নম্বরে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৯৭ রান করা র্যাচেল হেইন্সকে রাখা হয়েছে চার নম্বরে। আর দুই সেঞ্চুরিতে ৪৩৬ রান করা ন্যাট সিভার আছেন পাঁচে।
ছয়ে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। সাত নম্বরে আছেন হেইলি ম্যাথিউজ। বিশেষজ্ঞ দুই পেসার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ ও শাবনিম ইসমাইল। স্পিন আক্রমণে সালমার সঙ্গী সোফি এক্লেস্টোন।
সেরা একাদশ:
লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অধিনায়ক/অস্ট্রেলিয়া), র্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), নাটালি সিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথুজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), সালমা খাতুন (বাংলাদেশ)।
দ্বাদশ খেলোয়াড়: চার্লি ডিন (ইংল্যান্ড)
প্রথমবারের মতো মেয়েদের ওয়ানডে বিশ্বকাপে অংশ গিয়ে খুব একটা সুবিধা করতে পারেনি বাংলাদেশ দল। পুরো টুর্নামেন্টে বাংলাদেশের জয় শুধু একটি, পাকিস্তানের বিপক্ষে। দল ভালো না করলেও আলো ছড়িয়েছেন অলরাউন্ডার সালমা খাতুন। এর পুরষ্কারও পেলেন সালমা। বিশ্বকাপের সেরা একাদশে জায়গা পেয়েছেন এই বাংলাদেশি ক্রিকেটার।
বিশ্বকাপে ৭ ম্যাচ খেলে ১০ উইকেট নিয়েছেন সালমা। ওভারপ্রতি দিয়েছেন ৩.৭৯ রান। এই পারফরম্যান্স তাকে জায়গা করে দিয়েছে একাদশে। সালমা ছাড়া বাংলাদেশের আর কোন ক্রিকেটার সেরা একাদশে জায়গা পাননি। বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়ার ৪ জন ক্রিকেটার জায়গা পেয়েছেন সেরা একাদশে। দক্ষিণ আফ্রিকার তিনজন, ইংল্যান্ডের দুজন এবং ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশ থেকে একজন ক্রিকেটার সেরা একাদশে রয়েছেন। আর ইংলিশ তারকা চার্লি ডিনকে রাখা হয়েছে দ্বাদশ ক্রিকেটার হিসেবে।
ওপেনার হিসেবে থাকছেন সেমি-ফাইনাল ও ফাইনালে দুটি সেঞ্চুরি করা ও রেকর্ড রান করে প্লেয়ার অব দা টুর্নামেন্ট হওয়া অ্যালিসা হিলি। তাঁর সঙ্গে ওপেনার দক্ষিণ আফ্রিকার লরা উলভার্ট। অধিনায়ক মেগ ল্যানিং তিন নম্বরে। টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৯৭ রান করা র্যাচেল হেইন্সকে রাখা হয়েছে চার নম্বরে। আর দুই সেঞ্চুরিতে ৪৩৬ রান করা ন্যাট সিভার আছেন পাঁচে।
ছয়ে জায়গা পেয়েছেন অস্ট্রেলিয়ার বেথ মুনি। সাত নম্বরে আছেন হেইলি ম্যাথিউজ। বিশেষজ্ঞ দুই পেসার হিসেবে আছেন দক্ষিণ আফ্রিকার মারিজান ক্যাপ ও শাবনিম ইসমাইল। স্পিন আক্রমণে সালমার সঙ্গী সোফি এক্লেস্টোন।
সেরা একাদশ:
লরা উলভার্ট (দক্ষিণ আফ্রিকা), অ্যালিসা হিলি (অস্ট্রেলিয়া), মেগ ল্যানিং (অধিনায়ক/অস্ট্রেলিয়া), র্যাচেল হেইন্স (অস্ট্রেলিয়া), নাটালি সিভার (ইংল্যান্ড), বেথ মুনি (অস্ট্রেলিয়া), হেইলি ম্যাথুজ (ওয়েস্ট ইন্ডিজ), মারিজান ক্যাপ (দক্ষিণ আফ্রিকা), সোফি এক্লেস্টোন (ইংল্যান্ড), শাবনিম ইসমাইল (দক্ষিণ আফ্রিকা), সালমা খাতুন (বাংলাদেশ)।
দ্বাদশ খেলোয়াড়: চার্লি ডিন (ইংল্যান্ড)
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে