অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হঠাৎই করোনা আতঙ্কে ভারত। একসঙ্গে ছয়জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। আক্রান্তের তালিকায় আছেন ভারতীয় অধিনায়ক যশ ধুল। গতকাল যুব বিশ্বকাপে ভারতের ম্যাচ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। সেখানে একাদশ নামাতেই হিমশিম খায় দলটি। তবে শেষ পর্যন্ত নিশান্ত সিন্ধুকে অধিনায়ক করে মাঠে নেমে বড় জয় পেয়েছে তারা।
আয়ারল্যান্ডকে ১৭৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ভারতীয় অধিনায়ক যশ ছাড়াও সহ-অধিনায়ক শেখ রশিদ করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন। এ ছাড়া আরাধ্য যাদবও করোনা পজিটিভ হয়েছেন। এই তিনজনের আগে বাসু বৎস, মানব পারেখ ও সিদ্ধার্থ যাদব করোনায় আক্রান্ত হন। এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করোনা পরীক্ষায় ভারতীয় দলের কয়েক জন আক্রান্ত হয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলের ১৭ জনের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ হয়েছে।
বোর্ড সার্বিক পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখছে বলে জানানো হয়েছে। মোট ১৭ জনের স্কোয়াডে ছয়জন আক্রান্ত হওয়ায় আয়ারল্যান্ড ম্যাচে কোনোমতে একাদশ সাজান ভারতীয় কোচ। তবে এদের মধ্য থেকে নতুন করে কেউ আক্রান্ত হলে সমস্যায় পড়ে যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি। আক্রান্ত খেলোয়াড়েরা নিয়ম অনুযায়ী পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা।
আয়ারল্যান্ড ম্যাচের পরে গ্রুপের শেষ ম্যাচে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত। আগামী ২২ জানুয়ারি হবে ম্যাচটি। কোয়াটার ফাইনালে ভারতের প্রথম ম্যাচ অ্যান্টিগায় আগামী ২৯ জানুয়ারি। অ্যান্টিগায় যেতে হলে এর মধ্যে আক্রান্তদের পিসিআর টেস্টে নেগেটিভ আসতে হবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন শহরে। এক শহর থেকে আর এক শহরে যাত্রায় সংক্রমণের আতঙ্ক বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে হঠাৎই করোনা আতঙ্কে ভারত। একসঙ্গে ছয়জনের করোনায় আক্রান্তের খবর পাওয়া গেছে। আক্রান্তের তালিকায় আছেন ভারতীয় অধিনায়ক যশ ধুল। গতকাল যুব বিশ্বকাপে ভারতের ম্যাচ ছিল আয়ারল্যান্ডের বিপক্ষে। সেখানে একাদশ নামাতেই হিমশিম খায় দলটি। তবে শেষ পর্যন্ত নিশান্ত সিন্ধুকে অধিনায়ক করে মাঠে নেমে বড় জয় পেয়েছে তারা।
আয়ারল্যান্ডকে ১৭৪ রানে হারিয়ে কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে ভারত। ভারতীয় অধিনায়ক যশ ছাড়াও সহ-অধিনায়ক শেখ রশিদ করোনায় আক্রান্তদের মধ্যে রয়েছেন। এ ছাড়া আরাধ্য যাদবও করোনা পজিটিভ হয়েছেন। এই তিনজনের আগে বাসু বৎস, মানব পারেখ ও সিদ্ধার্থ যাদব করোনায় আক্রান্ত হন। এক বিবৃতিতে ভারতীয় ক্রিকেট বোর্ড জানিয়েছে, অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে করোনা পরীক্ষায় ভারতীয় দলের কয়েক জন আক্রান্ত হয়েছেন। আয়ারল্যান্ডের বিপক্ষে ম্যাচের আগে দলের ১৭ জনের মধ্যে ছয়জনের করোনা পজিটিভ হয়েছে।
বোর্ড সার্বিক পরিস্থিতির দিকে বিশেষ নজর রাখছে বলে জানানো হয়েছে। মোট ১৭ জনের স্কোয়াডে ছয়জন আক্রান্ত হওয়ায় আয়ারল্যান্ড ম্যাচে কোনোমতে একাদশ সাজান ভারতীয় কোচ। তবে এদের মধ্য থেকে নতুন করে কেউ আক্রান্ত হলে সমস্যায় পড়ে যাবে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের সবচেয়ে সফল দলটি। আক্রান্ত খেলোয়াড়েরা নিয়ম অনুযায়ী পাঁচ দিনের কোয়ারেন্টিনে থাকার কথা।
আয়ারল্যান্ড ম্যাচের পরে গ্রুপের শেষ ম্যাচে উগান্ডার বিপক্ষে খেলবে ভারত। আগামী ২২ জানুয়ারি হবে ম্যাচটি। কোয়াটার ফাইনালে ভারতের প্রথম ম্যাচ অ্যান্টিগায় আগামী ২৯ জানুয়ারি। অ্যান্টিগায় যেতে হলে এর মধ্যে আক্রান্তদের পিসিআর টেস্টে নেগেটিভ আসতে হবে। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ হচ্ছে ওয়েস্ট ইন্ডিজের বিভিন্ন শহরে। এক শহর থেকে আর এক শহরে যাত্রায় সংক্রমণের আতঙ্ক বাড়ছে বলে ধারণা করা হচ্ছে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২০ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২০ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২০ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২০ দিন আগে