Ajker Patrika

পাকিস্তানে বাতিল সিরিজের নিরাপত্তাকর্মীরা খেয়েছেন ২৭ লাখ টাকার বিরিয়ানি

আপডেট : ২৩ সেপ্টেম্বর ২০২১, ১৫: ৫০
পাকিস্তানে বাতিল সিরিজের নিরাপত্তাকর্মীরা খেয়েছেন ২৭ লাখ টাকার বিরিয়ানি

নিউজিল্যান্ড পাকিস্তান সফর বাতিল করায় এমনিতেই বিপুল আর্থিক লোকসান হয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি)। সেই লোকসানে যোগ হয়েছে আরও ২৭ লাখ টাকা। পাকিস্তান-নিউজিল্যান্ড সিরিজ না হলেও, ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে থাকা পুলিশ বাহিনীর সদস্যরা আট দিনেই খেয়েছেন ২৭ লাখ টাকার বিরিয়ানি। 

ইসলামাবাদ এবং রাওয়ালপিণ্ডিতে ক্রিকেটারদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন পাঁচ এসপিসহ পাঁচ শরও বেশি পুলিশ। তাঁদের জন্য দিনে দুইবার করে আসে বিরিয়ানি। আট দিন ধরে যারা এই বিরিয়ানি পাঠিয়েছেন তারা এখন ২৭ লাখ টাকার বিল ধরিয়েছে পিসিবিকে। পাকিস্তানি সংবাদমাধ্যম জানিয়েছে, পিসিবি এখনো সে বিল পরিশোধ করেনি। 

গত ১৭ সেপ্টেম্বর রাওয়ালপিন্ডিতে প্রথম ওয়ানডে দিয়ে পাকিস্তান-নিউজিল্যান্ডের তিন ম্যাচের ওয়ানডে সিরিজ শুরুর কথা ছিল। কিন্তু ম্যাচ শুরুর ১০ মিনিট আগেও দুই দল ও ম্যাচ অফিশিয়ালরা হোটেলে থেকে যাওয়ায় তৈরি হয় শঙ্কা। নিরাপত্তা শঙ্কায় শেষ পর্যন্ত সফর বাতিল করে কিউইরা। 

দীর্ঘ ১৮ বছর পর পাকিস্তান সফর গিয়েছিল নিউজিল্যান্ড। ২০০৩ সালে শেষবার পাকিস্তানে সিরিজ খেলার পর এবারই প্রথম পাকিস্তান সফরে গিয়েছিল টম ল্যাথামের দল। এবারের সফরে তিনটি ওয়ানডে ও পাঁচটি টি-টোয়েন্টি ম্যাচ খেলার কথা ছিল তাদের। 

এই নিয়ে ক্রিকেট বিশ্বে চলছে তুমুল আলোচনা সমালোচনা। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত