ঘরের মাঠের সুবিধা দারুণভাবে কাজে লাগাচ্ছে ভারত। পিচ, কন্ডিশন এবং গ্যালারির দর্শকসমর্থন কাজে লাগিয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত তারা। ছয় ম্যাচের প্রতিটিতেই জিতেছে স্বাগতিকেরা।
ভারতের জয়যাত্রা থামাতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে তারা। ধনঞ্জয়া ডি সিলভার বদলি হিসেবে দুশান হেমন্থকে নিয়েছে। অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
বিশ্বকাপে মুখোমুখি হওয়া কোনো দলই এখন পর্যন্ত থামাতে পারেনি ভারতকে। আজ কি শ্রীলঙ্কা থামাতে পারবে স্বাগতিকদের? নাকি অন্যদের মতো লঙ্কানদেরও কপালে জুটবে পরাজয়ের হতাশা। সেটা ম্যাচ শেষেই বোঝা যাবে। তবে আজ জিতলে একটা প্রতিশোধও নেওয়া হবে শ্রীলঙ্কার।
সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরেছিল তারা। প্রথম ব্যাটিং করে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে মাত্র ৫০ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। পরে লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটের জয় পায় ভারত। সেই ম্যাচ থেকেই শিষ্যরা অনুপ্রেরণা খুঁজবেন বলে গতকাল জানিয়েছেন কোচ ক্রিস সিলভারউডও।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রিত বুমরা।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, দুশান হেমন্থ, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা।
ঘরের মাঠের সুবিধা দারুণভাবে কাজে লাগাচ্ছে ভারত। পিচ, কন্ডিশন এবং গ্যালারির দর্শকসমর্থন কাজে লাগিয়ে বিশ্বকাপে এখন পর্যন্ত অপরাজিত তারা। ছয় ম্যাচের প্রতিটিতেই জিতেছে স্বাগতিকেরা।
ভারতের জয়যাত্রা থামাতে আজ টস জিতে ফিল্ডিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন শ্রীলঙ্কার অধিনায়ক কুশল মেন্ডিস। একাদশে এক পরিবর্তন নিয়ে মাঠে নামবে তারা। ধনঞ্জয়া ডি সিলভার বদলি হিসেবে দুশান হেমন্থকে নিয়েছে। অন্যদিকে একাদশে কোনো পরিবর্তন নেই বলে জানিয়েছেন ভারতীয় অধিনায়ক রোহিত শর্মা।
বিশ্বকাপে মুখোমুখি হওয়া কোনো দলই এখন পর্যন্ত থামাতে পারেনি ভারতকে। আজ কি শ্রীলঙ্কা থামাতে পারবে স্বাগতিকদের? নাকি অন্যদের মতো লঙ্কানদেরও কপালে জুটবে পরাজয়ের হতাশা। সেটা ম্যাচ শেষেই বোঝা যাবে। তবে আজ জিতলে একটা প্রতিশোধও নেওয়া হবে শ্রীলঙ্কার।
সর্বশেষ এশিয়া কাপের ফাইনালে ভারতের কাছে লজ্জাজনকভাবে হেরেছিল তারা। প্রথম ব্যাটিং করে মোহাম্মদ সিরাজের বোলিং তোপে মাত্র ৫০ রানে অলআউট হয়েছিল শ্রীলঙ্কা। পরে লক্ষ্য তাড়া করতে নেমে ১০ উইকেটের জয় পায় ভারত। সেই ম্যাচ থেকেই শিষ্যরা অনুপ্রেরণা খুঁজবেন বলে গতকাল জানিয়েছেন কোচ ক্রিস সিলভারউডও।
ভারতের একাদশ:
রোহিত শর্মা (অধিনায়ক), শুবমান গিল, বিরাট কোহলি, শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, সূর্যকুমার যাদব, রবীন্দ্র জাদেজা, মোহাম্মদ শামি, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, যশপ্রিত বুমরা।
শ্রীলঙ্কার একাদশ:
পাথুম নিশাঙ্কা, দিমুথ করুণারত্নে, কুশল মেন্ডিস (অধিনায়ক ও উইকেটরক্ষক), চারিথ আসালাঙ্কা, দুশান হেমন্থ, সাদিরা সামারাবিক্রমা, অ্যাঞ্জেলো ম্যাথুস, মাহিশ তিকশানা, দুষ্মন্ত চামিরা, দিলশান মাদুশঙ্ক, কাসুন রাজিথা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫