Ajker Patrika

যে ‘লজ্জার’ রেকর্ডে বোর্ডার-টেলরদের সঙ্গী পূজারা

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৩, ১৩: ৫১
যে ‘লজ্জার’ রেকর্ডে বোর্ডার-টেলরদের সঙ্গী পূজারা

দিল্লিতে ভারত-অস্ট্রেলিয়া দ্বিতীয় টেস্ট সাদা পোশাকে চেতেশ্বর পূজারার শততম ম্যাচ। আর এই টেস্টেই ‘লজ্জার’ এক রেকর্ডে নাম লিখিয়েছেন পূজারা। শততম টেস্টে শূন্য রানে আউট হয়েছেন ভারতীয় এই ব্যাটার। ভারতীয় এই ক্রিকেটার এখানে সঙ্গী হিসেবে পেয়েছেন অ্যালান বোর্ডার, মার্ক টেলরদের মতো কিংবদন্তিদের। 

ভারতের ব্যাটিং ইনিংসের ২০তম ওভারের ঘটনা। ওভারের চতুর্থ বলে পূজারার বিপক্ষে এলবিডব্লুর আবেদন করেন নাথান লায়ন। লায়নের আবেদনে সাড়া দেননি আম্পায়ার নিতিন মেনন। রিভিউ নিয়ে পূজারার উইকেট তুলে নেন লায়ন। নিজের শততম টেস্টে রানের খাতা খোলার আগেই ড্রেসিংরুমে ফেরেন ভারতীয় এই ব্যাটার।

অষ্টম ক্রিকেটার হিসেবে শততম টেস্টে ‘ডাক’ মেরেছেন পূজারা। ভারতীয়দের মধ্যে এমন কীর্তি গড়েছেন দুই ক্রিকেটার। পূজারার আগে এই রেকর্ডে নাম লিখিয়েছিলেন দিলীপ ভেংসরকার। 

শততম টেস্টে ‘ডাক’ মারা ক্রিকেটার: 
১. দিলীপ ভেংসরকার (ভারত) 
২. অ্যালান বোর্ডার (অস্ট্রেলিয়া) 
৩. কোর্টনি ওয়ালশ (ওয়েস্ট ইন্ডিজ) 
৪. মার্ক টেলর (অস্ট্রেলিয়া) 
৫. স্টিফেন ফ্লেমিং (নিউজিল্যান্ড) 
৬. ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) 
৭. অ্যালিস্টার কুক (ইংল্যান্ড) 
৮. চেতেশ্বর পূজারা (ভারত)

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত