ক্রীড়া ডেস্ক
শঙ্কা ছিল আগেই, শেষ পর্যন্ত সেটা বাস্তবে রূপ নিল ভারতের জন্য। চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন জাসপ্রিত বুমরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
বুমরার চোট কপাল খুলে দিয়েছে হারশিত রানার। একটি মাত্র ওয়ানডে খেলা ডানহাতি এই পেসার জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে। প্রাথমিক দল থেকে আরও একটি পরিবর্তন এনেছে ভারত। বাঁহাতি ওপেনার যশস্বী জয়সোয়ালকে বাদ দিয়ে তারা দলে ঢুকিয়েছে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে।
গত জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট খেলার সময় পিঠে চোট পান বুমরা। যে কারণে সিডনিতে দ্বিতীয় ইনিংসে বোলিংও করেননি তিনি। তা সত্ত্বেও তাকে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলে রেখেছিল ভারত। চোটের জায়গায় শেষবার স্ক্যানের পর জানা যায়, এখনো পুরোপুরিভাবে বোলিংয়ের জন্য ফিট নন ডানহাতি এই পেসার। বিসিসিআই অবশ্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে তাঁর জন্য৷ প্রাথমিক দলে পরিবর্তন আনার জন্য ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। বাধ্য হয়েই তাই দলে বদল আনতে হলো বিসিসিআই।
বুমরার না থাকাটা ভারতের জন্য বিশাল এক ধাক্কার। তিন ফরম্যাটেই দলের অন্যতম ভরসা তিনি। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন দারুণ ছন্দে। বল হাতে ৫ ম্যাচে ৩২ উইকেট শিকার করে জেতেন সিরিজসেরার পুরস্কার। এনিয়ে দ্বিতীয়বার চোটের কারণে আইসিসি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। সেই পিঠের চোটই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে রেখেছিল মাঠের বাইরে।
এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লড়বে ভারত।
চ্যাম্পিয়নস ট্রফি জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, শুবমান গিল (সহ-অধিনায়ক) , শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, হারশিত রানা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
রিজার্ভ: যশস্বী জয়সোয়াল, মোহাম্মদ সিরাজ ও শিভাম দুবে।
শঙ্কা ছিল আগেই, শেষ পর্যন্ত সেটা বাস্তবে রূপ নিল ভারতের জন্য। চোটের কারণে চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে ছিটকে গেছেন জাসপ্রিত বুমরা। এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।
বুমরার চোট কপাল খুলে দিয়েছে হারশিত রানার। একটি মাত্র ওয়ানডে খেলা ডানহাতি এই পেসার জায়গা করে নিয়েছেন চ্যাম্পিয়নস ট্রফির দলে। প্রাথমিক দল থেকে আরও একটি পরিবর্তন এনেছে ভারত। বাঁহাতি ওপেনার যশস্বী জয়সোয়ালকে বাদ দিয়ে তারা দলে ঢুকিয়েছে রহস্য স্পিনার বরুণ চক্রবর্তীকে।
গত জানুয়ারিতে বোর্ডার-গাভাস্কার ট্রফির শেষ টেস্ট খেলার সময় পিঠে চোট পান বুমরা। যে কারণে সিডনিতে দ্বিতীয় ইনিংসে বোলিংও করেননি তিনি। তা সত্ত্বেও তাকে চ্যাম্পিয়নস ট্রফির প্রাথমিক দলে রেখেছিল ভারত। চোটের জায়গায় শেষবার স্ক্যানের পর জানা যায়, এখনো পুরোপুরিভাবে বোলিংয়ের জন্য ফিট নন ডানহাতি এই পেসার। বিসিসিআই অবশ্য শেষ দিন পর্যন্ত অপেক্ষা করে তাঁর জন্য৷ প্রাথমিক দলে পরিবর্তন আনার জন্য ১১ ফেব্রুয়ারি পর্যন্ত সময় বেঁধে দিয়েছিল আইসিসি। বাধ্য হয়েই তাই দলে বদল আনতে হলো বিসিসিআই।
বুমরার না থাকাটা ভারতের জন্য বিশাল এক ধাক্কার। তিন ফরম্যাটেই দলের অন্যতম ভরসা তিনি। বোর্ডার-গাভাস্কার ট্রফিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে ছিলেন দারুণ ছন্দে। বল হাতে ৫ ম্যাচে ৩২ উইকেট শিকার করে জেতেন সিরিজসেরার পুরস্কার। এনিয়ে দ্বিতীয়বার চোটের কারণে আইসিসি টুর্নামেন্ট থেকে ছিটকে গেলেন তিনি। সেই পিঠের চোটই ২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে তাঁকে রেখেছিল মাঠের বাইরে।
এদিকে আগামী ১৯ ফেব্রুয়ারি শুরু হবে চ্যাম্পিয়নস ট্রফি। আয়োজক পাকিস্তান হলেও ভারতের ম্যাচগুলো হবে দুবাইয়ে। ২০ ফেব্রুয়ারি গ্রুপের প্রথম ম্যাচে বাংলাদেশের বিপক্ষে লড়বে ভারত।
চ্যাম্পিয়নস ট্রফি জন্য ভারতীয় দল: রোহিত শর্মা (অধিনায়ক), বিরাট কোহলি, হার্দিক পান্ডিয়া, শুবমান গিল (সহ-অধিনায়ক) , শ্রেয়াস আইয়ার, লোকেশ রাহুল, ঋষভ পন্ত, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, রবীন্দ্র জাদেজা, কুলদীপ যাদব, মোহাম্মদ শামি, হারশিত রানা, অর্শদীপ সিং, বরুণ চক্রবর্তী।
রিজার্ভ: যশস্বী জয়সোয়াল, মোহাম্মদ সিরাজ ও শিভাম দুবে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫