টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েলের পাশাপাশি আরেকজন স্পিনার স্কোয়াডে রাখতে চায় অস্ট্রেলিয়া। সেই স্পিনার হতে পারেন অ্যাশটন অ্যাগার। আজ এমনটাই জানা গেছে আইসিসির ওয়েবসাইটে।
অ্যাগারকে অবশ্য কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই ৩০ বছর বয়সী তারকা ছাড়াও ২০২৪-২৫ মৌসুমের জন্য আজ ঘোষিত ২৩ সদস্যের চুক্তিতে নেই মার্কাস স্টয়নিস। তবে জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অ্যাগারকে দলে রাখার চিন্তাভাবনা ক্রিকেট অস্ট্রেলিয়ার। এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান জর্জ বেইলি।
বেইলি মনে করছেন, কন্ডিশন বিবেচনায় বিশ্বকাপে অস্ট্রেলিয়ার তৃতীয় স্পিনার প্রয়োজন। সেই প্রয়োজনবোধ থেকে টুর্নামেন্টে অজিদের ১৫ সদস্যের দলে জায়গা পেতে পারেন অ্যাগার। এই বাঁহাতি স্পিনার ব্যাটিংটাও ভালো পারেন। তাঁকে নিয়ে বিশ্বকাপে যাওয়ার চিন্তাভাবনা প্রসঙ্গে বেইলি বলেছেন, ‘স্কোয়াডের ভারসাম্যের কথা চিন্তা করে দ্বিতীয় স্পিনার রাখা হবে। গ্লেন ম্যাক্সওয়েল সাদা বলে স্পিনের জন্য বেশ চমৎকার এবং আমরা তাকে পার্ট-টাইম বিকল্প হিসেবে বিবেচনা করছি না। সে এমন একজন, যাকে আমরা ফ্রন্টলাইন বিকল্প হিসেবে চিন্তা করি।’
তিনি আরও বলেন, ‘জাম্প (জাম্পা) নিঃসন্দেহে দলে থাকবে। আমি মনে করি, আরেকজনকে দলে রাখার সম্ভাবনা রয়েছে। আমরা এপ্রিলের শেষদিকে সবাই একত্রিত হয়ে স্কোয়াড নিয়ে জানাব।’
টি-টোয়েন্টিতে জাম্পার (৯২) পরে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ উইকেট নিয়েছেন অ্যাগার। গড়—২২.৩৫। তবে তিনি সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে। করোনা আক্রান্ত জাম্পার বিকল্প হিসেবে সুযোগ পান অ্যাগার। অজিদের তৃতীয় স্পিনারের যে চিন্তা—সে ক্ষেত্রে বিশ্বকাপের জন্য অ্যাগারের প্রতিদ্বন্দ্বী হতে পারেন স্পিন বোলিং অলরাউন্ডার ম্যাথু শর্ট ও লেগ স্পিনার তানভীর সাংঘা। অফ স্পিনার ক্রিস গ্রিনও আছেন সে তালিকায়।
টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অ্যাডাম জাম্পা ও গ্লেন ম্যাক্সওয়েলের পাশাপাশি আরেকজন স্পিনার স্কোয়াডে রাখতে চায় অস্ট্রেলিয়া। সেই স্পিনার হতে পারেন অ্যাশটন অ্যাগার। আজ এমনটাই জানা গেছে আইসিসির ওয়েবসাইটে।
অ্যাগারকে অবশ্য কেন্দ্রীয় চুক্তিতে রাখেনি ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। এই ৩০ বছর বয়সী তারকা ছাড়াও ২০২৪-২৫ মৌসুমের জন্য আজ ঘোষিত ২৩ সদস্যের চুক্তিতে নেই মার্কাস স্টয়নিস। তবে জুনে যুক্তরাষ্ট্র ও ক্যারিবীয় দ্বীপপুঞ্জে হতে যাওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য অ্যাগারকে দলে রাখার চিন্তাভাবনা ক্রিকেট অস্ট্রেলিয়ার। এমনটাই জানিয়েছে অস্ট্রেলিয়া পুরুষ ক্রিকেট দলের নির্বাচক প্যানেলের চেয়ারম্যান জর্জ বেইলি।
বেইলি মনে করছেন, কন্ডিশন বিবেচনায় বিশ্বকাপে অস্ট্রেলিয়ার তৃতীয় স্পিনার প্রয়োজন। সেই প্রয়োজনবোধ থেকে টুর্নামেন্টে অজিদের ১৫ সদস্যের দলে জায়গা পেতে পারেন অ্যাগার। এই বাঁহাতি স্পিনার ব্যাটিংটাও ভালো পারেন। তাঁকে নিয়ে বিশ্বকাপে যাওয়ার চিন্তাভাবনা প্রসঙ্গে বেইলি বলেছেন, ‘স্কোয়াডের ভারসাম্যের কথা চিন্তা করে দ্বিতীয় স্পিনার রাখা হবে। গ্লেন ম্যাক্সওয়েল সাদা বলে স্পিনের জন্য বেশ চমৎকার এবং আমরা তাকে পার্ট-টাইম বিকল্প হিসেবে বিবেচনা করছি না। সে এমন একজন, যাকে আমরা ফ্রন্টলাইন বিকল্প হিসেবে চিন্তা করি।’
তিনি আরও বলেন, ‘জাম্প (জাম্পা) নিঃসন্দেহে দলে থাকবে। আমি মনে করি, আরেকজনকে দলে রাখার সম্ভাবনা রয়েছে। আমরা এপ্রিলের শেষদিকে সবাই একত্রিত হয়ে স্কোয়াড নিয়ে জানাব।’
টি-টোয়েন্টিতে জাম্পার (৯২) পরে দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ উইকেট নিয়েছেন অ্যাগার। গড়—২২.৩৫। তবে তিনি সবশেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২২ সালে, শ্রীলঙ্কার বিপক্ষে। করোনা আক্রান্ত জাম্পার বিকল্প হিসেবে সুযোগ পান অ্যাগার। অজিদের তৃতীয় স্পিনারের যে চিন্তা—সে ক্ষেত্রে বিশ্বকাপের জন্য অ্যাগারের প্রতিদ্বন্দ্বী হতে পারেন স্পিন বোলিং অলরাউন্ডার ম্যাথু শর্ট ও লেগ স্পিনার তানভীর সাংঘা। অফ স্পিনার ক্রিস গ্রিনও আছেন সে তালিকায়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫