ক্রীড়া ডেস্ক
আইসিসির ওয়ানডে সংস্করণের কোনো টুর্নামেন্টে খেলা অ্যানরিখ নরকিয়ার জন্য মরীচিকাই বলা চলে। চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ১৬ মাস পর ওয়ানডে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে চোটে পড়ায় খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার এই পেসার।
পিঠের চোটে পড়ায় মূলত চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নরকিয়া ছিটকে গেছেন বলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সিএসএ বলেছে, ‘চোটের অবস্থা কী, সেটা জানতে সোমবার বিকেলে স্ক্যান করা হয়েছিল। স্ক্যানে জানা যায়, চ্যাম্পিয়নস ট্রফির আগে নির্ধারিত সময়ের মধ্যে তাঁর (নরকিয়া) সুস্থ হওয়ার সম্ভাবনা নেই।’ ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা শুরু করবে টুর্নামেন্ট। ২১ ফেব্রুয়ারি করাচিতে হবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ২৫ ফেব্রুয়ারি ও ১ মার্চ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে প্রোটিয়ারা।
২০১৯, ২০২৩—দুই ওয়ানডে বিশ্বকাপের দলেই ছিলেন তিনি। তবে ২০১৯ সালে আঙুলের চোটে ছিটকে পড়েছিলেন। পিঠের চোটে পড়ায় ২০২৩ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ছিটকে যাওয়ার আগে সেই বছরের সেপ্টেম্বরে ব্লুমফন্টেইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ওয়ানডে। নরকীয়ার জন্য পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিটা হতো ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নস ট্রফি। কারণ, আইসিসির মিনি বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টটি সবশেষ আয়োজিত হয়েছে ২০১৭ সালে। প্রোটিয়া এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ২০১৯ সালে।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে সবশেষ নরকিয়া খেলেছেন গত বছরের ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। সেখানে ভারতের কাছে ৭ রানে হেরে শিরোপাভঙ্গের বেদনায় পুড়তে হয়েছিল প্রোটিয়াদের। আর চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পাশাপাশি এসএ টোয়েন্টিও শেষ তাঁর। প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে অবশ্য একটা ম্যাচও তিনি মাঠে নামতে পারেননি। ৭ পয়েন্ট নিয়ে প্রিটোরিয়া এসএ টোয়েন্টির পয়েন্ট টেবিলে তিনে অবস্থান করছে। একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে দলটি। পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ।
আইসিসির ওয়ানডে সংস্করণের কোনো টুর্নামেন্টে খেলা অ্যানরিখ নরকিয়ার জন্য মরীচিকাই বলা চলে। চ্যাম্পিয়নস ট্রফি দিয়ে ১৬ মাস পর ওয়ানডে খেলার সম্ভাবনা তৈরি হয়েছিল। তবে চোটে পড়ায় খেলতে পারছেন না দক্ষিণ আফ্রিকার এই পেসার।
পিঠের চোটে পড়ায় মূলত চ্যাম্পিয়নস ট্রফির দল থেকে নরকিয়া ছিটকে গেছেন বলে ক্রিকেট দক্ষিণ আফ্রিকা (সিএসএ) আজ নিশ্চিত করেছে। এক বিবৃতিতে সিএসএ বলেছে, ‘চোটের অবস্থা কী, সেটা জানতে সোমবার বিকেলে স্ক্যান করা হয়েছিল। স্ক্যানে জানা যায়, চ্যাম্পিয়নস ট্রফির আগে নির্ধারিত সময়ের মধ্যে তাঁর (নরকিয়া) সুস্থ হওয়ার সম্ভাবনা নেই।’ ১৯ ফেব্রুয়ারি করাচিতে পাকিস্তান-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে চ্যাম্পিয়নস ট্রফি। আফগানিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে দক্ষিণ আফ্রিকা শুরু করবে টুর্নামেন্ট। ২১ ফেব্রুয়ারি করাচিতে হবে আফগানিস্তান-দক্ষিণ আফ্রিকা ম্যাচ। ২৫ ফেব্রুয়ারি ও ১ মার্চ অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বিপক্ষে গ্রুপ পর্বের বাকি দুই ম্যাচ খেলবে প্রোটিয়ারা।
২০১৯, ২০২৩—দুই ওয়ানডে বিশ্বকাপের দলেই ছিলেন তিনি। তবে ২০১৯ সালে আঙুলের চোটে ছিটকে পড়েছিলেন। পিঠের চোটে পড়ায় ২০২৩ বিশ্বকাপ থেকে ছিটকে গিয়েছিলেন তিনি। ছিটকে যাওয়ার আগে সেই বছরের সেপ্টেম্বরে ব্লুমফন্টেইনে অস্ট্রেলিয়ার বিপক্ষে খেলেছিলেন ওয়ানডে। নরকীয়ার জন্য পাকিস্তান ও সংযুক্ত আরব আমিরাতে হতে যাওয়া চ্যাম্পিয়নস ট্রফিটা হতো ক্যারিয়ারের প্রথম চ্যাম্পিয়নস ট্রফি। কারণ, আইসিসির মিনি বিশ্বকাপ খ্যাত টুর্নামেন্টটি সবশেষ আয়োজিত হয়েছে ২০১৭ সালে। প্রোটিয়া এই ক্রিকেটারের আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হয়েছে ২০১৯ সালে।
দক্ষিণ আফ্রিকার জার্সিতে সবশেষ নরকিয়া খেলেছেন গত বছরের ২৯ জুন বার্বাডোজে টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনালে। সেখানে ভারতের কাছে ৭ রানে হেরে শিরোপাভঙ্গের বেদনায় পুড়তে হয়েছিল প্রোটিয়াদের। আর চ্যাম্পিয়নস ট্রফি শেষ হওয়ার পাশাপাশি এসএ টোয়েন্টিও শেষ তাঁর। প্রিটোরিয়া ক্যাপিটালসের হয়ে অবশ্য একটা ম্যাচও তিনি মাঠে নামতে পারেননি। ৭ পয়েন্ট নিয়ে প্রিটোরিয়া এসএ টোয়েন্টির পয়েন্ট টেবিলে তিনে অবস্থান করছে। একটি করে ম্যাচ জিতেছে ও হেরেছে দলটি। পরিত্যক্ত হয়েছে একটি ম্যাচ।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২২ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে