যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। অল্প সময়ের মধ্যে দেশটি ক্রিকেটে ব্যাপক উন্নতি করেছে। এবার দেশটির জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জোনাথন ট্রট। ইংল্যান্ডের সাবেক ব্যাটারকে নিয়োগের বিষয়টি আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে।
ট্রট একসময় ইংল্যান্ড দলের অবিচ্ছেদ অংশ ছিলেন। বিশেষ করে তিনি টেস্টে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। মানসিক অবসাদে ভুগে ক্যারিয়ার খুব বেশি দীর্ঘায়িত করতে পারেননি সাবেক এই ব্যাটার। এবার তিনি নাম লেখালেন কোচিং ক্যারিয়ারে। এই সুযোগ পেয়ে ট্রট দারুণ খুশি। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে রোমাঞ্চ ছড়ানো আফগানিস্তানের হয়ে এমন সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। দল হিসেবে তারা অনেক উন্নতি করেছে। ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করতে উন্মুখ হয়ে আছি। সাফল্য এনে দিতে খেলোয়াড়দের যথেষ্ট সামর্থ্য আছে। আফগানরা তাদের নিয়ে গর্ব করতে পারেন।’
ট্রট অবসরের পর ইংল্যান্ডে দলের ব্যাটিং কোচ ও ওয়ারউইকশায়ারের সহযোগী কোচ ছিলেন। এই প্রথম তিনি কোনো জাতীয় দলের প্রধান কোচ হলেন। গত মার্চে গ্রাহাম থর্প গুরুতর অসুস্থ হওয়ায় আফগানিস্তান নতুন কোচ খুঁজছিল। ট্রট তাঁর স্বদেশির স্থলাভিষিক্ত হয়েছেন। তাঁর অধীনে রশিদ খান-গুরবাজরা প্রথম সিরিজ খেলবেন আয়ারল্যান্ডের বিপক্ষে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগস্টে।
ট্রট ইংল্যান্ডের হয়ে ৫২ টেস্টে ৩৮৩৫ রান করেছেন। তিনি ৯টি সেঞ্চুরির সঙ্গে ১৯টি হাফ সেঞ্চুরি করেছেন। আর ওয়ানডেতে ২৮১৯ রান করেছেন ৬৮ ম্যাচে। এই সংস্করণে চার সেঞ্চুরি, সঙ্গে ২২ হাফ সেঞ্চুরি করেছেন।
যুদ্ধবিধ্বস্ত দেশ আফগানিস্তান। অল্প সময়ের মধ্যে দেশটি ক্রিকেটে ব্যাপক উন্নতি করেছে। এবার দেশটির জাতীয় দলের নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন জোনাথন ট্রট। ইংল্যান্ডের সাবেক ব্যাটারকে নিয়োগের বিষয়টি আফগানিস্তান ক্রিকেট বোর্ড নিশ্চিত করেছে।
ট্রট একসময় ইংল্যান্ড দলের অবিচ্ছেদ অংশ ছিলেন। বিশেষ করে তিনি টেস্টে দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন। মানসিক অবসাদে ভুগে ক্যারিয়ার খুব বেশি দীর্ঘায়িত করতে পারেননি সাবেক এই ব্যাটার। এবার তিনি নাম লেখালেন কোচিং ক্যারিয়ারে। এই সুযোগ পেয়ে ট্রট দারুণ খুশি। তিনি বলেছেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটে রোমাঞ্চ ছড়ানো আফগানিস্তানের হয়ে এমন সুযোগ পেয়ে নিজেকে সম্মানিত বোধ করছি। দল হিসেবে তারা অনেক উন্নতি করেছে। ক্রিকেটারদের সঙ্গে কাজ শুরু করতে উন্মুখ হয়ে আছি। সাফল্য এনে দিতে খেলোয়াড়দের যথেষ্ট সামর্থ্য আছে। আফগানরা তাদের নিয়ে গর্ব করতে পারেন।’
ট্রট অবসরের পর ইংল্যান্ডে দলের ব্যাটিং কোচ ও ওয়ারউইকশায়ারের সহযোগী কোচ ছিলেন। এই প্রথম তিনি কোনো জাতীয় দলের প্রধান কোচ হলেন। গত মার্চে গ্রাহাম থর্প গুরুতর অসুস্থ হওয়ায় আফগানিস্তান নতুন কোচ খুঁজছিল। ট্রট তাঁর স্বদেশির স্থলাভিষিক্ত হয়েছেন। তাঁর অধীনে রশিদ খান-গুরবাজরা প্রথম সিরিজ খেলবেন আয়ারল্যান্ডের বিপক্ষে। পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজটি শুরু হবে আগস্টে।
ট্রট ইংল্যান্ডের হয়ে ৫২ টেস্টে ৩৮৩৫ রান করেছেন। তিনি ৯টি সেঞ্চুরির সঙ্গে ১৯টি হাফ সেঞ্চুরি করেছেন। আর ওয়ানডেতে ২৮১৯ রান করেছেন ৬৮ ম্যাচে। এই সংস্করণে চার সেঞ্চুরি, সঙ্গে ২২ হাফ সেঞ্চুরি করেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫