চার বছর ধরে জাতীয় দলে নেই। তার পরও আশায় ছিলেন ফেরার। সেটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু কলিন মুনরোর সেই আশা পূরণ হয়নি। জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি এই বিস্ফোরক ব্যাটারের। এমনকি নেই রিজার্ভেও। বিশ্বকাপে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী তারকা।
বিদায়ের প্রসঙ্গে বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপদের হয়ে খেলা আমার ক্যারিবিয়ারের সবচেয়ে বড় অর্জন। আমি এই জার্সি পরার চেয়ে গর্ববোধ আর কোনো কিছুতে করিনি। সব সংস্করণ মিলিয়ে ১২৩ বার সেটি করেছি এবং তা নিয়ে আমি সব সময় গর্ববোধ করব। যদিও আমার শেষ উপস্থিতির পর অনেক দিন পেরিয়ে গেছে, তার পরও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির ফর্ম দিয়ে ফেরার আশা কখনো ছাড়িনি। টোয়েন্টি বিশ্বকাপের জন্য ব্ল্যাক ক্যাপদের স্কোয়াড ঘোষণার পর মনে হলো আনুষ্ঠানিকভাবে এই অধ্যায় বন্ধ করার উপযুক্ত সময়।’
মুনরো আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজারেরও বেশি রান করেছেন। তবে গত চার বছর ধরে নিউজিল্যান্ড দলে দেখা যায়নি তাঁকে। শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালে, ভারতের বিপক্ষে। এই বাঁহাতি ব্যাটারের কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক হয় ২০১২ সালের ডিসেম্বরে। এক মাস প্রথম ওয়ানডে খেলতে নামেন। ক্যারিয়ারে মাত্র একটি টেস্ট খেলেছেন মুনরো। ২০১৩ সালের জানুয়ারির পর থেকে তাঁকে মনে করা হতো সাদা বলের স্পেশালিস্ট। সব সংস্করণ মিলিয়ে কিউইদের হয়ে ১২৩ ম্যাচ খেলে করেছেন ৩ হাজারের বেশি রান।
নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি আছে শুধু মুনরো। খেলেছেন ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপে রানার্সআপ হওয়া কিউই দলেরও সদস্য ছিলেন তিনি। এই অভিজ্ঞ ব্যাটার বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে বেড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুনরোর নিউজিল্যান্ড দলে জায়গা না হলেও তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক, ‘আক্রমণাত্মক ও ৩৬০ ডিগ্রি ব্যাটিং স্টাইলকে বেছে নেওয়াদের মধ্যে কলিন শুরুর দিকের একজন, যা এখন সারা বিশ্বে গৃহীত হয়েছে।’
চার বছর ধরে জাতীয় দলে নেই। তার পরও আশায় ছিলেন ফেরার। সেটি ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে। কিন্তু কলিন মুনরোর সেই আশা পূরণ হয়নি। জুনে যুক্তরাষ্ট্র-ওয়েস্ট ইন্ডিজ বিশ্বকাপের জন্য নিউজিল্যান্ডের ১৫ সদস্যের দলে জায়গা হয়নি এই বিস্ফোরক ব্যাটারের। এমনকি নেই রিজার্ভেও। বিশ্বকাপে জায়গা না পেয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন ৩৭ বছর বয়সী তারকা।
বিদায়ের প্রসঙ্গে বলেছেন, ‘ব্ল্যাক ক্যাপদের হয়ে খেলা আমার ক্যারিবিয়ারের সবচেয়ে বড় অর্জন। আমি এই জার্সি পরার চেয়ে গর্ববোধ আর কোনো কিছুতে করিনি। সব সংস্করণ মিলিয়ে ১২৩ বার সেটি করেছি এবং তা নিয়ে আমি সব সময় গর্ববোধ করব। যদিও আমার শেষ উপস্থিতির পর অনেক দিন পেরিয়ে গেছে, তার পরও ফ্র্যাঞ্চাইজি টি-টোয়েন্টির ফর্ম দিয়ে ফেরার আশা কখনো ছাড়িনি। টোয়েন্টি বিশ্বকাপের জন্য ব্ল্যাক ক্যাপদের স্কোয়াড ঘোষণার পর মনে হলো আনুষ্ঠানিকভাবে এই অধ্যায় বন্ধ করার উপযুক্ত সময়।’
মুনরো আন্তর্জাতিক ক্রিকেটে ৩ হাজারেরও বেশি রান করেছেন। তবে গত চার বছর ধরে নিউজিল্যান্ড দলে দেখা যায়নি তাঁকে। শেষ টি-টোয়েন্টি খেলেছেন ২০২০ সালে, ভারতের বিপক্ষে। এই বাঁহাতি ব্যাটারের কুড়ি ওভারের ক্রিকেটে অভিষেক হয় ২০১২ সালের ডিসেম্বরে। এক মাস প্রথম ওয়ানডে খেলতে নামেন। ক্যারিয়ারে মাত্র একটি টেস্ট খেলেছেন মুনরো। ২০১৩ সালের জানুয়ারির পর থেকে তাঁকে মনে করা হতো সাদা বলের স্পেশালিস্ট। সব সংস্করণ মিলিয়ে কিউইদের হয়ে ১২৩ ম্যাচ খেলে করেছেন ৩ হাজারের বেশি রান।
নিউজিল্যান্ড ব্যাটারদের মধ্যে টি-টোয়েন্টিতে সর্বোচ্চ তিনটি সেঞ্চুরি আছে শুধু মুনরো। খেলেছেন ২০১৪ ও ২০১৬ টি-টোয়েন্টি বিশ্বকাপ। ২০১৯ বিশ্বকাপে রানার্সআপ হওয়া কিউই দলেরও সদস্য ছিলেন তিনি। এই অভিজ্ঞ ব্যাটার বিশ্বের বিভিন্ন প্রান্তে খেলে বেড়িয়েছেন ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য মুনরোর নিউজিল্যান্ড দলে জায়গা না হলেও তাঁকে প্রশংসায় ভাসিয়েছেন নিউজিল্যান্ড ক্রিকেটের প্রধান নির্বাহী স্কট উইনিঙ্ক, ‘আক্রমণাত্মক ও ৩৬০ ডিগ্রি ব্যাটিং স্টাইলকে বেছে নেওয়াদের মধ্যে কলিন শুরুর দিকের একজন, যা এখন সারা বিশ্বে গৃহীত হয়েছে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫