নিজস্ব প্রতিবেদক
ঢাকা: একটা ঘূর্ণিঝড়ের তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই ধেয়ে আসছে আরেকটি সাইক্লোন! আবহাওয়া অফিস জানিয়েছে–বঙ্গোপসাগরে জন্মের অপেক্ষায় থাকা ‘যশ’ নামের এই ঘূর্ণিঝড়ে নাকি কাল উত্তর আন্দামান সাগর ও পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে। ২৩ থেকে ২৫ মের মধ্যে আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায়।
খেলার প্রতিবেদনে আবহাওয়ার সংবাদ কেন? উত্তরটা সহজ–ক্রিকেট খেলাটাই পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভরশীল। বঙ্গোপসাগরের উপকূল থেকে ঢাকা অনেকটা দূরে থাকার পরও ঘূর্ণিঝড়টা নিয়ে তামিমদের ভাবতে হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতেও বৃষ্টি হতে পারে। আর সেটি হওয়া মানে বাংলাদেশ–শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ মাঠে গড়ানো নিয়ে সংশয় তৈরি হওয়া। পূর্বাভাস অনুযায়ী বিশেষ করে শেষ দুটি ওয়ানডে ভেসে যেতে পারে বৃষ্টিতে।
বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হতেই পারে। ওয়ানডে সুপার লিগের পয়েন্টের হিসাব থাকায় এখন প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। জিতলেই যোগ হবে পয়েন্ট। তুলনামূলক অনভিজ্ঞ প্রতিপক্ষ আর ঘরের মাঠে খেলা বলে বাংলাদেশের জয়ের আশাও বেশি। সেখানে যদি বৃষ্টির কারণে পয়েন্ট ভাগ করতে হয়–ক্ষতি বেশি তামিমদেরই। আজ সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকে কথা বলতে হলো আবহাওয়া নিয়েও।
আবহাওয়া নিয়ে যে ‘চিন্তায়’ বাংলাদেশ, সেটি লুকাননি তামিমও। তবে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক এ নিয়ে বেশি ভাবতে চান না, ‘বৃষ্টি আমাদের হাতে নেই। আর এটা (বৃষ্টি) পরিকল্পনা করে খেলা আমাদের জন্য কঠিনই। বৃষ্টির চিন্তা করে টস নিয়ে কোনো সিদ্ধান্ত নিলাম, পরে দেখা গেল বৃষ্টি হচ্ছে না! তাই একটু কঠিন। তবে খেলার আগেই যদি বুঝতে পারি বৃষ্টি হতে পারে, তাহলে সিদ্ধান্ত নেওয়া অনেকটা সহজ।’
বৃষ্টির আশঙ্কা মাথায় রেখে অতীতে বিভিন্ন প্রতিযোগিতায় রিজার্ভ ডে রাখার ব্যবস্থা রেখেছিল আইসিসি। তবে সুপার লিগের এই প্রতিযোগিতায় সেটি রাখেননি বলে জানিয়েছেন তামিম, ‘এই বিষয়টা (রিজার্ভ ডে) নিয়ে আমিও প্রশ্ন করেছিলাম। জেনেছি, সুপার লিগে রিজার্ভ ডে রাখার কোনো নিয়ম নেই। এ কারণে এই সিরিজে কোনো রিজার্ভ ডে নেই।’
ঢাকা: একটা ঘূর্ণিঝড়ের তাণ্ডবের রেশ কাটতে না কাটতেই ধেয়ে আসছে আরেকটি সাইক্লোন! আবহাওয়া অফিস জানিয়েছে–বঙ্গোপসাগরে জন্মের অপেক্ষায় থাকা ‘যশ’ নামের এই ঘূর্ণিঝড়ে নাকি কাল উত্তর আন্দামান সাগর ও পূর্ব বঙ্গোপসাগরে নিম্নচাপ অক্ষরেখা তৈরি হবে। ২৩ থেকে ২৫ মের মধ্যে আছড়ে পড়তে পারে বঙ্গোপসাগর উপকূলবর্তী এলাকায়।
খেলার প্রতিবেদনে আবহাওয়ার সংবাদ কেন? উত্তরটা সহজ–ক্রিকেট খেলাটাই পুরোপুরি আবহাওয়ার ওপর নির্ভরশীল। বঙ্গোপসাগরের উপকূল থেকে ঢাকা অনেকটা দূরে থাকার পরও ঘূর্ণিঝড়টা নিয়ে তামিমদের ভাবতে হচ্ছে। এই ঘূর্ণিঝড়ের প্রভাবে রাজধানীতেও বৃষ্টি হতে পারে। আর সেটি হওয়া মানে বাংলাদেশ–শ্রীলঙ্কার ওয়ানডে সিরিজ মাঠে গড়ানো নিয়ে সংশয় তৈরি হওয়া। পূর্বাভাস অনুযায়ী বিশেষ করে শেষ দুটি ওয়ানডে ভেসে যেতে পারে বৃষ্টিতে।
বৃষ্টিতে খেলা পরিত্যক্ত হতেই পারে। ওয়ানডে সুপার লিগের পয়েন্টের হিসাব থাকায় এখন প্রতিটি সিরিজই গুরুত্বপূর্ণ। জিতলেই যোগ হবে পয়েন্ট। তুলনামূলক অনভিজ্ঞ প্রতিপক্ষ আর ঘরের মাঠে খেলা বলে বাংলাদেশের জয়ের আশাও বেশি। সেখানে যদি বৃষ্টির কারণে পয়েন্ট ভাগ করতে হয়–ক্ষতি বেশি তামিমদেরই। আজ সিরিজপূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক তামিম ইকবালকে কথা বলতে হলো আবহাওয়া নিয়েও।
আবহাওয়া নিয়ে যে ‘চিন্তায়’ বাংলাদেশ, সেটি লুকাননি তামিমও। তবে বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক এ নিয়ে বেশি ভাবতে চান না, ‘বৃষ্টি আমাদের হাতে নেই। আর এটা (বৃষ্টি) পরিকল্পনা করে খেলা আমাদের জন্য কঠিনই। বৃষ্টির চিন্তা করে টস নিয়ে কোনো সিদ্ধান্ত নিলাম, পরে দেখা গেল বৃষ্টি হচ্ছে না! তাই একটু কঠিন। তবে খেলার আগেই যদি বুঝতে পারি বৃষ্টি হতে পারে, তাহলে সিদ্ধান্ত নেওয়া অনেকটা সহজ।’
বৃষ্টির আশঙ্কা মাথায় রেখে অতীতে বিভিন্ন প্রতিযোগিতায় রিজার্ভ ডে রাখার ব্যবস্থা রেখেছিল আইসিসি। তবে সুপার লিগের এই প্রতিযোগিতায় সেটি রাখেননি বলে জানিয়েছেন তামিম, ‘এই বিষয়টা (রিজার্ভ ডে) নিয়ে আমিও প্রশ্ন করেছিলাম। জেনেছি, সুপার লিগে রিজার্ভ ডে রাখার কোনো নিয়ম নেই। এ কারণে এই সিরিজে কোনো রিজার্ভ ডে নেই।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫