বোলিংয়ে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে বাকি কাজটুকু সম্পন্ন করেন বাবর আজম। অধিনায়কের অপরাজিত ফিফটিতে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। তাতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পথ কিছুটা সহজ হলো পাকিস্তানের।
১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। প্রথম পাওয়ারপ্লের মধ্যে ৩৭ রানে হারায় ২ উইকেট । এরপর ৪ নম্বরে ব্যাটিং করতে নামেন শাদাব খান। বাবরের সঙ্গে তৃতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন শাদাব। শাদাব ২২ বলে ৩২ রান করে আউট হলেও পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন বাবর। বাবর তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৮তম ফিফটি। ৫৩ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন পাকিস্তানি অধিনায়ক। কিউই বোলারদের মধ্যে ব্লেয়ার টিকনার ২টি, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি ১টি করে উইকেট শিকার করেন। এই ম্যাচ জিতে কিউইদের বিপক্ষে ২৭ ম্যাচে ১৬তম জয় পেল পাকিস্তান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে কিউইরা। স্বাগতিকদের কোনো ব্যাটারই ফিফটির ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৩৬ রান করেন ডেভন কনওয়ে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হারিস রউফ, ওয়াসিম ও নওয়াজ ২টি করে এবং শাহনেওয়াজ দাহানি নেন ১ উইকেট। আগামীকাল একই ভেন্যুতে দুপুর ১২টায় বাংলাদেশের বিপক্ষ খেলতে নামবে নিউজিল্যান্ড।
বোলিংয়ে অর্ধেক কাজ আগেই সেরে রেখেছিল পাকিস্তান। এরপর ব্যাটিংয়ে বাকি কাজটুকু সম্পন্ন করেন বাবর আজম। অধিনায়কের অপরাজিত ফিফটিতে ক্রাইস্টচার্চের হ্যাগলি ওভালে নিউজিল্যান্ডকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান। তাতে ত্রিদেশীয় সিরিজের ফাইনালের পথ কিছুটা সহজ হলো পাকিস্তানের।
১৪৯ রানের লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতে কিছুটা চাপে পড়ে পাকিস্তান। প্রথম পাওয়ারপ্লের মধ্যে ৩৭ রানে হারায় ২ উইকেট । এরপর ৪ নম্বরে ব্যাটিং করতে নামেন শাদাব খান। বাবরের সঙ্গে তৃতীয় উইকেটে ৬১ রানের জুটি গড়েন শাদাব। শাদাব ২২ বলে ৩২ রান করে আউট হলেও পাকিস্তানকে জিতিয়ে মাঠ ছাড়েন বাবর। বাবর তুলে নেন টি-টোয়েন্টি ক্যারিয়ারের ২৮তম ফিফটি। ৫৩ বলে ৭৯ রানের অপরাজিত ইনিংস খেলে ম্যাচ-সেরা হয়েছেন পাকিস্তানি অধিনায়ক। কিউই বোলারদের মধ্যে ব্লেয়ার টিকনার ২টি, ট্রেন্ট বোল্ট ও টিম সাউদি ১টি করে উইকেট শিকার করেন। এই ম্যাচ জিতে কিউইদের বিপক্ষে ২৭ ম্যাচে ১৬তম জয় পেল পাকিস্তান।
এর আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। নির্ধারিত ২০ ওভারে ৮ উইকেট হারিয়ে ১৪৭ রান করে কিউইরা। স্বাগতিকদের কোনো ব্যাটারই ফিফটির ঘরে পৌঁছাতে পারেননি। সর্বোচ্চ ৩৬ রান করেন ডেভন কনওয়ে। পাকিস্তানের হয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন হারিস রউফ, ওয়াসিম ও নওয়াজ ২টি করে এবং শাহনেওয়াজ দাহানি নেন ১ উইকেট। আগামীকাল একই ভেন্যুতে দুপুর ১২টায় বাংলাদেশের বিপক্ষ খেলতে নামবে নিউজিল্যান্ড।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫