নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম থেকে
বাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
বাজে ফর্মের জন্য এমনিতেই চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন। তার ওপর দর্শকদের এমন আচরণ লিটনের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এই অবস্থায় লিটনের পাশে এসে দাঁড়িয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি দল ঢাকা ক্যাপিটাল। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তারা লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখেছেন। আমরা দেখেছি, একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন। আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন। আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন দাস, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’
দলের এমন ভালোবাসা ও সমর্থনে আপ্লুত হয়ে নিজের স্বীকৃত ফেসবুক পেজে লিটন দাস কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালের এই দারুণ ভালোবাসায় আমি অভিভূত। ধন্যবাদ তাঁদের, যাঁরা আমাদের এবং সব অ্যাথলেটের পাশে থাকেন, ভালো-মন্দ সব সময়েই। আপনাদের বিশ্বাস আমাদের কাছে অনেক মূল্যবান।’
একসময় স্টেডিয়ামের সাউন্ড সিস্টেম থেকে খেলার বিরতিতে নিয়মিত ঘোষণা দেওয়া হতো—দর্শকদের ক্রিকেটারদের প্রতি সম্মান দেখানো এবং কোনো রকম আপত্তিকর মন্তব্য কিংবা শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত না হওয়ার আহ্বান জানিয়ে। তবে এবারের বিপিএলে সেই প্রচারণা একেবারেই অনুপস্থিত।
বাংলাদেশে ক্রিকেটের আরেক নাম যেন আবেগ। আর তা এমনই যে, আগের ম্যাচে সেঞ্চুরি করে পরের ম্যাচে ব্যর্থ হওয়ায় লিটন দাসকে শুনতে হয় দুয়ো। চট্টগ্রামে ফরচুন বরিশালের বিপক্ষে ব্যাট হাতে ব্যর্থ হয়েছিলেন। পরে ফিল্ডিং করতে সীমানা দড়ির কাছাকাছি দাঁড়ালে গ্যালারি থেকে দুয়োধ্বনি দিতে থাকে দর্শকদের একাংশ।
বাজে ফর্মের জন্য এমনিতেই চ্যাম্পিয়নস ট্রফির বাংলাদেশ দল থেকে বাদ পড়েছেন। তার ওপর দর্শকদের এমন আচরণ লিটনের ওপর মানসিক চাপ সৃষ্টি করতে পারে। এই অবস্থায় লিটনের পাশে এসে দাঁড়িয়েছে তাঁর ফ্র্যাঞ্চাইজি দল ঢাকা ক্যাপিটাল। নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এক আবেগঘন পোস্টে তারা লিখেছে, ‘আপনি হয়তো একটি ঝাপসা ভিডিওতে কাউকে দুয়োধ্বনি শুনতে দেখেছেন। আমরা দেখেছি, একজন জাতীয় নায়কের বিপিএল ইতিহাসের দ্রুততম শতক হাঁকিয়ে রেকর্ড গড়া পার্টনারশিপের অংশ হয়ে ওঠা। আপনি সমালোচনা দেখেন। আমরা দেখি একজন তারকা ব্যাটারের দেশের হয়ে সবচেয়ে বড় ওয়ানডে ইনিংস খেলা এবং দেশের হয়ে টেস্ট র্যাঙ্কিংয়ে ব্যাটার হিসেবে সর্বোচ্চ স্থানে আসা। আপনি বাধা-বিপত্তি দেখেন। আমরা দেখি ঐতিহাসিক কিছু মুহূর্তের সৃষ্টি। লিটন দাস, আপনি আমাদের ভালোবাসার প্রতীক। আপনি আমাদের গৌরব।’
দলের এমন ভালোবাসা ও সমর্থনে আপ্লুত হয়ে নিজের স্বীকৃত ফেসবুক পেজে লিটন দাস কৃতজ্ঞতা জানিয়ে লিখেছেন, ‘আমার দল ঢাকা ক্যাপিটালের এই দারুণ ভালোবাসায় আমি অভিভূত। ধন্যবাদ তাঁদের, যাঁরা আমাদের এবং সব অ্যাথলেটের পাশে থাকেন, ভালো-মন্দ সব সময়েই। আপনাদের বিশ্বাস আমাদের কাছে অনেক মূল্যবান।’
একসময় স্টেডিয়ামের সাউন্ড সিস্টেম থেকে খেলার বিরতিতে নিয়মিত ঘোষণা দেওয়া হতো—দর্শকদের ক্রিকেটারদের প্রতি সম্মান দেখানো এবং কোনো রকম আপত্তিকর মন্তব্য কিংবা শৃঙ্খলাবিরোধী কাজে লিপ্ত না হওয়ার আহ্বান জানিয়ে। তবে এবারের বিপিএলে সেই প্রচারণা একেবারেই অনুপস্থিত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে