ক্রীড়া ডেস্ক
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
নীতিশ কুমার রেড্ডির বিরুদ্ধে ৫ কোটি রুপি বকেয়া পাওনার অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গতকাল এক প্রতিবেদন প্রকাশ করেছে। ‘স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড’ নামে বেঙ্গালুরুভিত্তিক একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অভিযোগ, রেড্ডি চুক্তিভঙ্গ করেছেন। তাদের প্রাপ্য অর্থ ভারতীয় তরুণ অলরাউন্ডার পরিশোধ করেননি। এ ব্যাপারে ‘স্কয়ার দ্য ওয়ান’ মামলা দায়ের করেছে দিল্লি উচ্চ আদালতে। এই মামলার শুনানি হবে ২৮ জুলাই।
এদিকে ভারতের আরেক সংবাদমাধ্যম নিউজ১৮ প্রতিবেদন প্রকাশ করেছে রেড্ডির বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, আর্বিট্রেশন ও কনসিলিয়েশন আইন ১৯৯৬-এর ধারা ১১(৬) অনুসারে ‘স্কয়ার দ্য ওয়ান’ প্রতিষ্ঠান এই মামলা দায়ের করেছে। অভিযোগ অনুযায়ী, রেড্ডি তিন বছরের দীর্ঘ চুক্তি থাকা সত্ত্বেও ২০২৪ সালের শেষে একতরফাভাবে সেটা শেষ করেন। ভারতীয় তরুণ অলরাউন্ডার গত বছরের ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটির হয়ে আর কোনো প্রচারণায় অংশ নিচ্ছেন না বলে জানা গেছে। এর আগ পর্যন্ত নিয়মিতভাবে প্রতিষ্ঠানটির সামাজিক মাধ্যমে যে কন্টেন্টগুলো প্রচারিত হতো, নিয়মিত অংশ নিতেন রেড্ডি। স্কয়ার দ্য ওয়ান-এর পরিচালক শিভ ধাওয়ান গণমাধ্যমে বিষয়টি নিয়ে স্বীকার করলেও বিস্তারিত মন্তব্য করতে চাননি।
খেলোয়াড়ি জীবনেও সুখবর নেই রেড্ডি। বাঁ হাঁটুর চোটে পড়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। ছিটকে যাওয়ার আগে দুটি টেস্ট খেলেন রেড্ডি। চার ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৪৩ রান করেছেন। বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। এরপর চোটে পড়ে ছিটকে গেলে ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের একাদশে তাঁর (রেড্ডি) পরিবর্তে আসেন শার্দুল ঠাকুর।
খেলোয়াড়দের বিরুদ্ধে এখন বিভিন্ন রকম প্রতারণার সংবাদ শোনা যায় অহরহ। বিয়ের নাম করে প্রতিশ্রুতি ভঙ্গের অভিযোগ তো রয়েছেই। অনেক সময় মোটা অঙ্কের টাকা পরিশোধ না করার অভিযোগও ওঠে খেলোয়াড়দের বিরুদ্ধে। ভারতের তরুণ এক ক্রিকেটার ফেঁসে গেছেন এক মামলায়।
নীতিশ কুমার রেড্ডির বিরুদ্ধে ৫ কোটি রুপি বকেয়া পাওনার অভিযোগে মামলা দায়ের হয়েছে বলে ভারতের সংবাদমাধ্যম ইন্ডিয়া টুডে গতকাল এক প্রতিবেদন প্রকাশ করেছে। ‘স্কয়ার দ্য ওয়ান প্রাইভেট লিমিটেড’ নামে বেঙ্গালুরুভিত্তিক একটি ট্যালেন্ট ম্যানেজমেন্ট প্রতিষ্ঠানের অভিযোগ, রেড্ডি চুক্তিভঙ্গ করেছেন। তাদের প্রাপ্য অর্থ ভারতীয় তরুণ অলরাউন্ডার পরিশোধ করেননি। এ ব্যাপারে ‘স্কয়ার দ্য ওয়ান’ মামলা দায়ের করেছে দিল্লি উচ্চ আদালতে। এই মামলার শুনানি হবে ২৮ জুলাই।
এদিকে ভারতের আরেক সংবাদমাধ্যম নিউজ১৮ প্রতিবেদন প্রকাশ করেছে রেড্ডির বিরুদ্ধে হওয়া মামলা নিয়ে। সেই প্রতিবেদনে বলা হয়েছে, আর্বিট্রেশন ও কনসিলিয়েশন আইন ১৯৯৬-এর ধারা ১১(৬) অনুসারে ‘স্কয়ার দ্য ওয়ান’ প্রতিষ্ঠান এই মামলা দায়ের করেছে। অভিযোগ অনুযায়ী, রেড্ডি তিন বছরের দীর্ঘ চুক্তি থাকা সত্ত্বেও ২০২৪ সালের শেষে একতরফাভাবে সেটা শেষ করেন। ভারতীয় তরুণ অলরাউন্ডার গত বছরের ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটির হয়ে আর কোনো প্রচারণায় অংশ নিচ্ছেন না বলে জানা গেছে। এর আগ পর্যন্ত নিয়মিতভাবে প্রতিষ্ঠানটির সামাজিক মাধ্যমে যে কন্টেন্টগুলো প্রচারিত হতো, নিয়মিত অংশ নিতেন রেড্ডি। স্কয়ার দ্য ওয়ান-এর পরিচালক শিভ ধাওয়ান গণমাধ্যমে বিষয়টি নিয়ে স্বীকার করলেও বিস্তারিত মন্তব্য করতে চাননি।
খেলোয়াড়ি জীবনেও সুখবর নেই রেড্ডি। বাঁ হাঁটুর চোটে পড়ে ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজের শেষ দুই ম্যাচ থেকে ছিটকে গেছেন তিনি। ছিটকে যাওয়ার আগে দুটি টেস্ট খেলেন রেড্ডি। চার ইনিংস ব্যাটিংয়ের সুযোগ পেয়ে ৪৩ রান করেছেন। বোলিংয়ে নিয়েছেন ৩ উইকেট। এরপর চোটে পড়ে ছিটকে গেলে ওল্ড ট্রাফোর্ডে চতুর্থ টেস্টের একাদশে তাঁর (রেড্ডি) পরিবর্তে আসেন শার্দুল ঠাকুর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে