নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আগের দিন ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ঢাকা টেস্টে ধুঁকছিল বাংলাদেশ। শেষ বিকেলে ভরসার প্রতীক হয়ে টিকে ছিলেন লিটন দাস আর মুশফিকুর রহিম। তবে আজ শেষ দিনের প্রথম ঘণ্টার মধ্যে মুশফিকের উইকেট হারায় বাংলাদেশ। এর পরও বাংলাদেশকে অন্তত ড্রয়ের স্বপ্ন দেখান লিটন-সাকিব জুটি। মুশফিকের উইকেটের পর প্রথম সেশনটা নির্বিঘ্নে কাটিয়ে দেন তাঁরা।
প্রথম সেশনের শেষ বলে টেস্ট ক্যারিয়ারের ৩৩তম ফিফটি তুলে নেন সাকিব। তখন ফিফটি থেকে দুই রান দূরে ছিলেন লিটন। মধ্যাহ্নভোজের বিরতির পর কাসুন রাজিথার প্রথম ওভারে ফিফটি পূর্ণ করেন লিটনও। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর ১৩তম ফিফটি। দুজনের দাঁড়িয়ে যাওয়া জুটি থেকে বিপর্যয় সামলে বাংলাদেশের টেস্ট ড্রয়ের স্বপ্নে তখন জোর হাওয়া লাগে।
তবে সব আশা যেন এক ফুৎকারে উড়ে যায়। রাজিথার পরের ওভারে বোলিংয়ে আসেন আসিথা ফার্নান্দো। লঙ্কান এই পেসারের ওভারের পঞ্চম বলে ফিরতি ক্যাচের শিকার হয়ে আউট হন লিটন। আউটের পর লিটনের চোখেমুখে অবিশ্বাস আর লঙ্কানদের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল কতটা গুরুত্বপূর্ণ ছিল লিটনের উইকেটটি। লিটনের আউটকে টার্নিং পয়েন্ট বলছেন নিরোশান ডিকভেলা। শেষ দিনের সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন এই লঙ্কান উইকেটকিপার ব্যাটার।
লিটনের বিদায়ে ভেঙে যায় সাকিব-লিটনের ১০৩ রানের আশা জাগানো জুটি। এরপর আর মাত্র ১৩ রানের মধ্যে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় বাংলাদেশ। ডিকভেলা বলছেন, ‘আমি মনে করি, আসিথা দুর্দান্ত এক ক্যাচে নিয়েছে। লিটনের উইকেটটি টার্নিং পয়েন্ট।’ লিটন-সাকিব জুটি মধ্যাহ্নভোজের বিরতিতে লঙ্কানদের ড্রেসিংরুমে অস্বস্তির বাতাস হয়ে ছিলেন কি না—এমন প্রশ্নে ডিকভেলা আরও বলেন, ‘আমাদের ড্রেসিংরুম শান্ত ছিল। আমরা জানতাম, টেলেন্ডারদের উইকেটে আসা থেকে আমরা এক উইকেট দূরে আছি। আমরা ধৈর্যহারা হইনি।’
আগের দিন ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে ঢাকা টেস্টে ধুঁকছিল বাংলাদেশ। শেষ বিকেলে ভরসার প্রতীক হয়ে টিকে ছিলেন লিটন দাস আর মুশফিকুর রহিম। তবে আজ শেষ দিনের প্রথম ঘণ্টার মধ্যে মুশফিকের উইকেট হারায় বাংলাদেশ। এর পরও বাংলাদেশকে অন্তত ড্রয়ের স্বপ্ন দেখান লিটন-সাকিব জুটি। মুশফিকের উইকেটের পর প্রথম সেশনটা নির্বিঘ্নে কাটিয়ে দেন তাঁরা।
প্রথম সেশনের শেষ বলে টেস্ট ক্যারিয়ারের ৩৩তম ফিফটি তুলে নেন সাকিব। তখন ফিফটি থেকে দুই রান দূরে ছিলেন লিটন। মধ্যাহ্নভোজের বিরতির পর কাসুন রাজিথার প্রথম ওভারে ফিফটি পূর্ণ করেন লিটনও। প্রথম ইনিংসে সেঞ্চুরির পর টেস্ট ক্যারিয়ারে এটি তাঁর ১৩তম ফিফটি। দুজনের দাঁড়িয়ে যাওয়া জুটি থেকে বিপর্যয় সামলে বাংলাদেশের টেস্ট ড্রয়ের স্বপ্নে তখন জোর হাওয়া লাগে।
তবে সব আশা যেন এক ফুৎকারে উড়ে যায়। রাজিথার পরের ওভারে বোলিংয়ে আসেন আসিথা ফার্নান্দো। লঙ্কান এই পেসারের ওভারের পঞ্চম বলে ফিরতি ক্যাচের শিকার হয়ে আউট হন লিটন। আউটের পর লিটনের চোখেমুখে অবিশ্বাস আর লঙ্কানদের উচ্ছ্বাসই বলে দিচ্ছিল কতটা গুরুত্বপূর্ণ ছিল লিটনের উইকেটটি। লিটনের আউটকে টার্নিং পয়েন্ট বলছেন নিরোশান ডিকভেলা। শেষ দিনের সংবাদ সম্মেলনে দলের প্রতিনিধি হয়ে আসেন এই লঙ্কান উইকেটকিপার ব্যাটার।
লিটনের বিদায়ে ভেঙে যায় সাকিব-লিটনের ১০৩ রানের আশা জাগানো জুটি। এরপর আর মাত্র ১৩ রানের মধ্যে দ্বিতীয় ইনিংসে অলআউট হয় বাংলাদেশ। ডিকভেলা বলছেন, ‘আমি মনে করি, আসিথা দুর্দান্ত এক ক্যাচে নিয়েছে। লিটনের উইকেটটি টার্নিং পয়েন্ট।’ লিটন-সাকিব জুটি মধ্যাহ্নভোজের বিরতিতে লঙ্কানদের ড্রেসিংরুমে অস্বস্তির বাতাস হয়ে ছিলেন কি না—এমন প্রশ্নে ডিকভেলা আরও বলেন, ‘আমাদের ড্রেসিংরুম শান্ত ছিল। আমরা জানতাম, টেলেন্ডারদের উইকেটে আসা থেকে আমরা এক উইকেট দূরে আছি। আমরা ধৈর্যহারা হইনি।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫