বাংলাদেশ-ভারত নারী ক্রিকেটের সিরিজ শেষ হলেও হারমানপ্রীত কৌরকে নিয়ে আলোচনা শেষ হচ্ছে না। হারমানপ্রীতের বিতর্কিত আচরণ নিয়ে সমালোচনা চলছে। ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটার।
মিরপুরে গত পরশু হয়েছিল বাংলাদেশ-ভারত নারী ক্রিকেটের তৃতীয় ওয়ানডে। এই ম্যাচে নিজের আউট নিয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন। ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করা, মাঠ ছাড়ার সময় আম্পায়ারের ওপর রাগ ঝাড়েন, গ্যালারিতে দর্শকদের উদ্দেশ্যে থাম্বস আপ দেখিয়েছেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরাসরি আম্পায়ারিংয়ের সমালোচনা করেছেন। ফটোসেশনের সময় নিজের রাগ উগড়ে দিয়েছেন। তাঁর (হারমানপ্রীত) অক্রিকেটীয় আচরণে খোদ ভারতীয়রাই তাঁর আচরণে অসন্তোষ প্রকাশ করেন। ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল টুইট করেছেন, ‘বাংলাদেশ নারী দলের বিপক্ষে হারমানপ্রীতের আচরণ খুবই দুঃখজনক। সে তো খেলার উর্ধ্বে নয়। তার জন্য ভারতীয় ক্রিকেটের বদনাম হয়েছে। বিসিসিআইয়ের খুবই শক্ত পদক্ষেপ নেওয়া উচিত।’ হারমানপ্রীতের আচরণ নিয়ে ভারতীয় ধারাভাষ্যকার আঞ্জুম চোপড়া বলেন, ‘হতাশা প্রকাশ করার ব্যাপারে তার আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। কোন কথা কখন বলতে হবে, তা নিয়ে আরও একটু ভাবা উচিত ছিল। আশা করি, সে বুঝতে পারবে।’
বিতর্কিত সব মন্তব্য আর কাণ্ডের দায়ে হারমানপ্রীত কৌরকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। গতকাল আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী, ম্যাচ রেফারি আখতার আহমেদ ভারতীয় অধিনায়ককে ৭৫ শতাংশ জরিমানা করেছেন। এর মধ্যে ৫০ শতাংশ ম্যাচে স্টাম্প ভাঙায় আর বাকি ২৫ শতাংশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিষ্টাচার-বহির্ভূত মন্তব্য করায়। তিনি লেভেল ১ ও ২ আচরণবিধি ভেঙেছেন। মোট ৪ ডিমেরিট পয়েন্ট (দুটি ভিন্ন আচরণবিধি ভঙ্গের দায়ে ৩ ও ১ ডিমেরিট পয়েন্ট) সুপারিশ করা হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছিল ম্যাচ অফিসিয়াল সূত্র। তাতে কয়েক ম্যাচ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় নারী অধিনায়কের।
মাঠে রাগ ঝাড়া হারমানপ্রীতের কাছে অবশ্য নতুন কিছু নয়। সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানআউট হয়ে হতাশায় মাঠেই ব্যাট ছুড়ে মেরেছিলেন তিনি। এছাড়া ২০১৮ সালে পাঞ্জাব পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট (ডিএসপি) পদ থেকে চাকরিচ্যুতও হয়েছিলেন হারমানপ্রীত। চাকরির সময় ভুয়া সার্টিফিকেট দেখিয়েছিলেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক।
বাংলাদেশ-ভারত নারী ক্রিকেটের সিরিজ শেষ হলেও হারমানপ্রীত কৌরকে নিয়ে আলোচনা শেষ হচ্ছে না। হারমানপ্রীতের বিতর্কিত আচরণ নিয়ে সমালোচনা চলছে। ভারতীয় ক্রিকেটের ভাবমূর্তি ক্ষুণ্ন হয়েছে বলে মনে করছেন দেশটির সাবেক ক্রিকেটার।
মিরপুরে গত পরশু হয়েছিল বাংলাদেশ-ভারত নারী ক্রিকেটের তৃতীয় ওয়ানডে। এই ম্যাচে নিজের আউট নিয়ে মাঠেই ক্ষোভ প্রকাশ করেন। ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করা, মাঠ ছাড়ার সময় আম্পায়ারের ওপর রাগ ঝাড়েন, গ্যালারিতে দর্শকদের উদ্দেশ্যে থাম্বস আপ দেখিয়েছেন। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সরাসরি আম্পায়ারিংয়ের সমালোচনা করেছেন। ফটোসেশনের সময় নিজের রাগ উগড়ে দিয়েছেন। তাঁর (হারমানপ্রীত) অক্রিকেটীয় আচরণে খোদ ভারতীয়রাই তাঁর আচরণে অসন্তোষ প্রকাশ করেন। ভারতের সাবেক ক্রিকেটার মদন লাল টুইট করেছেন, ‘বাংলাদেশ নারী দলের বিপক্ষে হারমানপ্রীতের আচরণ খুবই দুঃখজনক। সে তো খেলার উর্ধ্বে নয়। তার জন্য ভারতীয় ক্রিকেটের বদনাম হয়েছে। বিসিসিআইয়ের খুবই শক্ত পদক্ষেপ নেওয়া উচিত।’ হারমানপ্রীতের আচরণ নিয়ে ভারতীয় ধারাভাষ্যকার আঞ্জুম চোপড়া বলেন, ‘হতাশা প্রকাশ করার ব্যাপারে তার আরও বেশি সতর্ক হওয়া উচিত ছিল। কোন কথা কখন বলতে হবে, তা নিয়ে আরও একটু ভাবা উচিত ছিল। আশা করি, সে বুঝতে পারবে।’
বিতর্কিত সব মন্তব্য আর কাণ্ডের দায়ে হারমানপ্রীত কৌরকে ম্যাচ ফির ৭৫ শতাংশ জরিমানা করা হয়েছে বলে সূত্র জানিয়েছে। গতকাল আম্পায়ারদের রিপোর্ট অনুযায়ী, ম্যাচ রেফারি আখতার আহমেদ ভারতীয় অধিনায়ককে ৭৫ শতাংশ জরিমানা করেছেন। এর মধ্যে ৫০ শতাংশ ম্যাচে স্টাম্প ভাঙায় আর বাকি ২৫ শতাংশ পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শিষ্টাচার-বহির্ভূত মন্তব্য করায়। তিনি লেভেল ১ ও ২ আচরণবিধি ভেঙেছেন। মোট ৪ ডিমেরিট পয়েন্ট (দুটি ভিন্ন আচরণবিধি ভঙ্গের দায়ে ৩ ও ১ ডিমেরিট পয়েন্ট) সুপারিশ করা হয়েছে বলে আজকের পত্রিকাকে জানিয়েছিল ম্যাচ অফিসিয়াল সূত্র। তাতে কয়েক ম্যাচ নিষিদ্ধ হওয়ার সম্ভাবনা রয়েছে ভারতীয় নারী অধিনায়কের।
মাঠে রাগ ঝাড়া হারমানপ্রীতের কাছে অবশ্য নতুন কিছু নয়। সর্বশেষ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপে অস্ট্রেলিয়ার বিপক্ষে রানআউট হয়ে হতাশায় মাঠেই ব্যাট ছুড়ে মেরেছিলেন তিনি। এছাড়া ২০১৮ সালে পাঞ্জাব পুলিশের ডেপুটি সুপারিনটেন্ডেন্ট (ডিএসপি) পদ থেকে চাকরিচ্যুতও হয়েছিলেন হারমানপ্রীত। চাকরির সময় ভুয়া সার্টিফিকেট দেখিয়েছিলেন ভারতীয় নারী ক্রিকেট দলের অধিনায়ক।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫