নিজস্ব প্রতিবেদক, ঢাকা
সাকিব আল হাসানের দেশে আসা-না আসা নিয়ে ফের জটিলতা তৈরি হতেই জুমে জরুরি পরিচালনা পর্ষদের সভা ডাকেন দুবাইয়ে অবস্থানরত বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজ দুপুরে সেই সভা শেষে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু না বললেও জানা গেছে, সাকিবের ব্যাপারে দ্বিধায় আছে বিসিবিও।
সভায় নতুন কোচ ফিল সিমন্সের নিয়োগের বিষয়টি অনুমোদন পেয়েছে। তবে পরিচালকদের আলোচনায় স্বাভাবিকভাবেই ছিলেন সাকিব। সভা শেষে এক পরিচালক আজকের পত্রিকাকে বললেন, ‘ক্রীড়া উপদেষ্টা জানিয়েছিলেন, নিরাপত্তা দেবেন। সাকিব কোত্থেকে শুনল যে নিরাপত্তা দেবে না? যখন বলা হয়েছে তার খেলতে বাধা নেই, সেটার ওপর দলে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) তাকে রাখা হয়েছে।’ সাকিব জানিয়েছেন, নিরাপত্তার কারণে তাকে দুবাই থেকে ঢাকায় আসতে মানা করা হয়েছে। এ বিষয়ে ওই পরিচালক বললেন, ‘দেখলাম সাকিব বলেছে, সে মনে করছে না সেফ। এটা তার ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড তো সাকিবকে বলেনি এটা (না আসতে)।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে দেশের মাঠ থেকে বিদায় নিতে যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসেছিলেন সাকিব। সেখান থেকেই তাঁর যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা জানা গেছে। এখন সাকিবের ব্যাপারে বিসিবির অবস্থান বা সিদ্ধান্ত কী, এ প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিচালক আরও যোগ করলেন, ‘না, সিদ্ধান্তের কিছু নেই। আমরা জানি কোনো অসুবিধা নেই। তবে ঘুরেফিরে একই কথা, সে যদি খেলার পর দেশে থেকে যায়, বিপিএলে আবার নাম লিখিয়েছে, খেলার বাইরের নিরাপত্তার কী হবে? সে তো পরিষ্কার বলে না যে খেলেই (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) চলে যাবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, মানুষের ক্ষোভ (সাকিবের বিরুদ্ধে)। ক্ষোভটা কীভাবে কমাবেন? আমরা সবাই আসলে এটা নিয়ে দ্বিধাগ্রস্ত।’
সাকিব আল হাসানের দেশে আসা-না আসা নিয়ে ফের জটিলতা তৈরি হতেই জুমে জরুরি পরিচালনা পর্ষদের সভা ডাকেন দুবাইয়ে অবস্থানরত বিসিবি সভাপতি ফারুক আহমেদ। আজ দুপুরে সেই সভা শেষে আনুষ্ঠানিকভাবে কেউ কিছু না বললেও জানা গেছে, সাকিবের ব্যাপারে দ্বিধায় আছে বিসিবিও।
সভায় নতুন কোচ ফিল সিমন্সের নিয়োগের বিষয়টি অনুমোদন পেয়েছে। তবে পরিচালকদের আলোচনায় স্বাভাবিকভাবেই ছিলেন সাকিব। সভা শেষে এক পরিচালক আজকের পত্রিকাকে বললেন, ‘ক্রীড়া উপদেষ্টা জানিয়েছিলেন, নিরাপত্তা দেবেন। সাকিব কোত্থেকে শুনল যে নিরাপত্তা দেবে না? যখন বলা হয়েছে তার খেলতে বাধা নেই, সেটার ওপর দলে (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) তাকে রাখা হয়েছে।’ সাকিব জানিয়েছেন, নিরাপত্তার কারণে তাকে দুবাই থেকে ঢাকায় আসতে মানা করা হয়েছে। এ বিষয়ে ওই পরিচালক বললেন, ‘দেখলাম সাকিব বলেছে, সে মনে করছে না সেফ। এটা তার ব্যক্তিগত মতামত। ক্রিকেট বোর্ড তো সাকিবকে বলেনি এটা (না আসতে)।’
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মিরপুর টেস্ট খেলে দেশের মাঠ থেকে বিদায় নিতে যুক্তরাষ্ট্র থেকে দুবাইয়ে এসেছিলেন সাকিব। সেখান থেকেই তাঁর যুক্তরাষ্ট্রে ফিরে যাওয়ার কথা জানা গেছে। এখন সাকিবের ব্যাপারে বিসিবির অবস্থান বা সিদ্ধান্ত কী, এ প্রশ্নে নাম প্রকাশে অনিচ্ছুক ওই পরিচালক আরও যোগ করলেন, ‘না, সিদ্ধান্তের কিছু নেই। আমরা জানি কোনো অসুবিধা নেই। তবে ঘুরেফিরে একই কথা, সে যদি খেলার পর দেশে থেকে যায়, বিপিএলে আবার নাম লিখিয়েছে, খেলার বাইরের নিরাপত্তার কী হবে? সে তো পরিষ্কার বলে না যে খেলেই (দক্ষিণ আফ্রিকার বিপক্ষে) চলে যাবে। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে, মানুষের ক্ষোভ (সাকিবের বিরুদ্ধে)। ক্ষোভটা কীভাবে কমাবেন? আমরা সবাই আসলে এটা নিয়ে দ্বিধাগ্রস্ত।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫