সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির ছন্দহীনতা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার তাঁর মানসিকতা ও বিরতি নিয়ে কথা বলেছেন। তবে সবার মতামত শুধু শুনে গেছেন কিন্তু নিজের ফর্মহীনতা নিয়ে কোনো কথা বলেননি কোহলি। অবশেষে মুখ খুললেন ভারতের সাবেক অধিনায়ক। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে, বিরতিতে এক মাস ব্যাট ছুঁয়ে দেখেননি।
মাঠে সর্বদা অবিশ্বাস্য তীব্রতা ও আগ্রাসন ছিল কোহলির চরিত্রে। মেধা ও দক্ষতা দিয়ে নিজেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন তিনি। একটা সময় ভাবা হয়েছিল, ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ড নিজের করে নেবেন ৩৩ বছর বয়সী তারকা। দ্রুতই ভেঙে দিতে পারেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের অবিশ্বাস্য রেকর্ডগুলো।
‘লিটল মাস্টার’ শচীনের অবিশ্বাস্য রেকর্ডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি। তাঁর এই রেকর্ড ভেঙে দেওয়ার অন্যতম দাবিদার মনে করা হয় কোহলিকে। ভারতীয় ব্যাটার ইতিমধ্যে সব সংস্করণ মিলিয়ে ৭০ সেঞ্চুরি করেছেন। কিন্তু এরপর প্রায় তিন বছর হয়ে যাচ্ছে সেঞ্চুরি নেই তাঁর ব্যাটে। সেঞ্চুরি তো দূরের কথা, শেষ ২২ ইনিংসে (আইপিএল ও আন্তর্জাতিক) মাত্র একটি ফিফটি করেছেন কোহলি। দীর্ঘ সময় ধরে বাজে ফর্মের কারণে মাঝে বিরতি নিতে বাধ্যও হয়েছেন তিনি।
এশিয়া কাপে খেলতে নামার আগে ক্যারিয়ারের কঠিন সময় নিয়ে কথা বলেছেন কোহলি। তিনি বলেছেন, ‘১০ বছরের মধ্যে প্রথমবার আমি এক মাস ব্যাট ছুঁয়ে দেখিনি। বুঝতে পারছিলাম যে, সম্প্রতি আমার খেলার গতি হারিয়ে ফেলেছি। তবু নিজেকে বুঝাচ্ছিলাম যে, আমার গতি ছিল। কিন্তু শরীর থামতে বলছে। মন বলছিল বিরতি নিতে আর পেছনে ফিরে যেতে।’
৩৩ বছর বয়সী কোহলি আরও বলেছেন, ‘আমি এমন একজন মানুষ যে মানসিকভাবে খুবই শক্তিশালী। প্রত্যেকের একটা সীমাবদ্ধতা আছে যা জানা জরুরি। অন্যথা এর ফল খারাপ হতে পারে। এ সময় অনেক কিছু শিখেছি। তবে সেগুলো প্রকাশ্যে আসার সুযোগ দিতে চাচ্ছিলাম না। যখন দুর্ভাগ্যক্রমে এসে পড়ল তখন বিব্রত হলাম।’
দীর্ঘ সময় ব্যাটিংয়ে রান খরায় ভোগার কারণে মানসিকভাবে যে বিপর্যস্ত হয়ে পড়ছিলেন সেটা স্বীকারও করেছেন কোহলি, ‘বলতে দ্বিধা নেই যে, তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এটা খুবই স্বাভাবিক অনুভূতি। কিন্তু আমরা দ্বিধার জন্য এসব নিয়ে কথা বলি না। আমরা মানসিকভাবে অন্যের কাছে দুর্বল হিসেবে ধরা পড়তে চাই না। বিশ্বাস করুন, মানসিকভাবে দুর্বল এটা স্বীকার করে নেওয়ার চেয়ে মানসিকভাবে শক্তিশালী হওয়ার ভণিতা আরও বেশি সমস্যার সৃষ্টি করে।’
সাম্প্রতিক সময়ে বিরাট কোহলির ছন্দহীনতা নিয়ে অনেক আলোচনা-সমালোচনা হয়েছে। সাবেক ও বর্তমান অনেক ক্রিকেটার তাঁর মানসিকতা ও বিরতি নিয়ে কথা বলেছেন। তবে সবার মতামত শুধু শুনে গেছেন কিন্তু নিজের ফর্মহীনতা নিয়ে কোনো কথা বলেননি কোহলি। অবশেষে মুখ খুললেন ভারতের সাবেক অধিনায়ক। স্টার স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি জানিয়েছেন, তিনি মানসিকভাবে এতটাই বিপর্যস্ত ছিলেন যে, বিরতিতে এক মাস ব্যাট ছুঁয়ে দেখেননি।
মাঠে সর্বদা অবিশ্বাস্য তীব্রতা ও আগ্রাসন ছিল কোহলির চরিত্রে। মেধা ও দক্ষতা দিয়ে নিজেকে কিংবদন্তিদের কাতারে নিয়ে গেছেন তিনি। একটা সময় ভাবা হয়েছিল, ব্যাটিংয়ের প্রায় সব রেকর্ড নিজের করে নেবেন ৩৩ বছর বয়সী তারকা। দ্রুতই ভেঙে দিতে পারেন ভারতীয় কিংবদন্তি শচীন টেন্ডুলকারের অবিশ্বাস্য রেকর্ডগুলো।
‘লিটল মাস্টার’ শচীনের অবিশ্বাস্য রেকর্ডগুলোর মধ্যে অন্যতম হচ্ছে আন্তর্জাতিক ক্রিকেটে সেঞ্চুরির সেঞ্চুরি। তাঁর এই রেকর্ড ভেঙে দেওয়ার অন্যতম দাবিদার মনে করা হয় কোহলিকে। ভারতীয় ব্যাটার ইতিমধ্যে সব সংস্করণ মিলিয়ে ৭০ সেঞ্চুরি করেছেন। কিন্তু এরপর প্রায় তিন বছর হয়ে যাচ্ছে সেঞ্চুরি নেই তাঁর ব্যাটে। সেঞ্চুরি তো দূরের কথা, শেষ ২২ ইনিংসে (আইপিএল ও আন্তর্জাতিক) মাত্র একটি ফিফটি করেছেন কোহলি। দীর্ঘ সময় ধরে বাজে ফর্মের কারণে মাঝে বিরতি নিতে বাধ্যও হয়েছেন তিনি।
এশিয়া কাপে খেলতে নামার আগে ক্যারিয়ারের কঠিন সময় নিয়ে কথা বলেছেন কোহলি। তিনি বলেছেন, ‘১০ বছরের মধ্যে প্রথমবার আমি এক মাস ব্যাট ছুঁয়ে দেখিনি। বুঝতে পারছিলাম যে, সম্প্রতি আমার খেলার গতি হারিয়ে ফেলেছি। তবু নিজেকে বুঝাচ্ছিলাম যে, আমার গতি ছিল। কিন্তু শরীর থামতে বলছে। মন বলছিল বিরতি নিতে আর পেছনে ফিরে যেতে।’
৩৩ বছর বয়সী কোহলি আরও বলেছেন, ‘আমি এমন একজন মানুষ যে মানসিকভাবে খুবই শক্তিশালী। প্রত্যেকের একটা সীমাবদ্ধতা আছে যা জানা জরুরি। অন্যথা এর ফল খারাপ হতে পারে। এ সময় অনেক কিছু শিখেছি। তবে সেগুলো প্রকাশ্যে আসার সুযোগ দিতে চাচ্ছিলাম না। যখন দুর্ভাগ্যক্রমে এসে পড়ল তখন বিব্রত হলাম।’
দীর্ঘ সময় ব্যাটিংয়ে রান খরায় ভোগার কারণে মানসিকভাবে যে বিপর্যস্ত হয়ে পড়ছিলেন সেটা স্বীকারও করেছেন কোহলি, ‘বলতে দ্বিধা নেই যে, তখন মানসিকভাবে ভেঙে পড়েছিলাম। এটা খুবই স্বাভাবিক অনুভূতি। কিন্তু আমরা দ্বিধার জন্য এসব নিয়ে কথা বলি না। আমরা মানসিকভাবে অন্যের কাছে দুর্বল হিসেবে ধরা পড়তে চাই না। বিশ্বাস করুন, মানসিকভাবে দুর্বল এটা স্বীকার করে নেওয়ার চেয়ে মানসিকভাবে শক্তিশালী হওয়ার ভণিতা আরও বেশি সমস্যার সৃষ্টি করে।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫