হাঁটুর চোটে বেশ ভুগছেন জ্যাক লিচ। শেষ পর্যন্ত এই চোটই কাল হয়ে দাঁড়াল ইংল্যান্ডের ক্রিকেটারের। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন লিচ।
ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট বৃহস্পতিবার শুরু হবে রাজকোটে। সেই সিরিজকে সামনে রেখে ইংল্যান্ড ক্রিকেট দল এখন রয়েছে আবুধাবিতে। সেখান থেকেই লিচ দেশে ফিরবেন বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবি বলেছে, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনি আবুধাবি থেকে বাড়ির উদ্দেশ্যে উড়াল দেবেন। তৃতীয় টেস্টকে সামনে রেখে ইংল্যান্ড দল এখন সেখানেই (আবুধাবি) রয়েছে। বৃহস্পতিবার রাজকোটে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। লিচ তাঁর পুনর্বাসনের ব্যাপারে ইংল্যান্ড ও সমারসেট মেডিক্যাল টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।’
২৫ জানুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হয়েছিল ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। সেই ম্যাচে প্রথম দিনই বাউন্ডারি ঠেকাতে গিয়ে ডাইভ দেন লিচ। তখনই চোট পান তিনি। সেই টেস্টে সব মিলিয়ে ৩৬ ওভার বোলিং করে নেন ২ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে করেন ১০ ওভার।
সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্ট হবে ২৩ ফেব্রুয়ারী ও ৭ মার্চ। শেষ দুই টেস্টের ভেন্যু রাঁচি ও ধর্মশালা। তার আগে রাজকোটে হবে তৃতীয় টেস্ট। শেষ তিন টেস্টের জন্য ইংল্যান্ড অবশ্য লিচের বিকল্প খেলোয়াড় নেবে না। যেখানে শোয়েব বশির, রেহান আহমেদ, টম হার্টলি—তিন ইংলিশ স্পিনার আছেন এরই মধ্যে। যার মধ্যে বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছে বশিরের। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়।
হাঁটুর চোটে বেশ ভুগছেন জ্যাক লিচ। শেষ পর্যন্ত এই চোটই কাল হয়ে দাঁড়াল ইংল্যান্ডের ক্রিকেটারের। ভারতের বিপক্ষে টেস্ট সিরিজ থেকে ছিটকে গেলেন লিচ।
ভারত-ইংল্যান্ড সিরিজের তৃতীয় টেস্ট বৃহস্পতিবার শুরু হবে রাজকোটে। সেই সিরিজকে সামনে রেখে ইংল্যান্ড ক্রিকেট দল এখন রয়েছে আবুধাবিতে। সেখান থেকেই লিচ দেশে ফিরবেন বলে আজ এক বিবৃতিতে জানিয়েছে ইংল্যান্ড ও ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি)। ইসিবি বলেছে, ‘আগামী ২৪ ঘণ্টার মধ্যে তিনি আবুধাবি থেকে বাড়ির উদ্দেশ্যে উড়াল দেবেন। তৃতীয় টেস্টকে সামনে রেখে ইংল্যান্ড দল এখন সেখানেই (আবুধাবি) রয়েছে। বৃহস্পতিবার রাজকোটে শুরু হচ্ছে তৃতীয় টেস্ট। লিচ তাঁর পুনর্বাসনের ব্যাপারে ইংল্যান্ড ও সমারসেট মেডিক্যাল টিমের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করবেন।’
২৫ জানুয়ারি হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে শুরু হয়েছিল ভারত-ইংল্যান্ড প্রথম টেস্ট। সেই ম্যাচে প্রথম দিনই বাউন্ডারি ঠেকাতে গিয়ে ডাইভ দেন লিচ। তখনই চোট পান তিনি। সেই টেস্টে সব মিলিয়ে ৩৬ ওভার বোলিং করে নেন ২ উইকেট। যেখানে দ্বিতীয় ইনিংসে করেন ১০ ওভার।
সিরিজের চতুর্থ ও পঞ্চম টেস্ট হবে ২৩ ফেব্রুয়ারী ও ৭ মার্চ। শেষ দুই টেস্টের ভেন্যু রাঁচি ও ধর্মশালা। তার আগে রাজকোটে হবে তৃতীয় টেস্ট। শেষ তিন টেস্টের জন্য ইংল্যান্ড অবশ্য লিচের বিকল্প খেলোয়াড় নেবে না। যেখানে শোয়েব বশির, রেহান আহমেদ, টম হার্টলি—তিন ইংলিশ স্পিনার আছেন এরই মধ্যে। যার মধ্যে বিশাখাপত্তনমে সিরিজের দ্বিতীয় টেস্টে অভিষেক হয়েছে বশিরের। পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ এখন ১-১ সমতায়।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫