আইসিসি র্যাঙ্কিংয়ে দুই নম্বরে পাকিস্তান। চারে অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিতে জিতেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া একটিতে। র্যাঙ্কিং আর ফর্মের এই হিসাবে অন্তত এগিয়ে পাকিস্তান। কিন্তু ‘এগিয়ে থাকা’র দাবি করতে পারে অস্ট্রেলিয়াও। ওয়ানডে ক্রিকেটে দুই দলের শেষ ২০ ম্যাচের ১৬টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। তবে গত বছর পাকিস্তানের মাটিতে তারা ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল।
অবশ্য র্যাঙ্কিং কিংবা ফর্মে এগিয়ে থাকা-পিছিয়ে থাকা নিয়ে ভাববার ফুরসত নেই প্যাট কামিন্সের। প্রথম দুটি ম্যাচ হারায় অস্ট্রেলীয় অধিনায়কের কাছে লিগ পর্বের প্রতিটি ম্যাচই এখন ‘ফাইনাল’। টানা দুই হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি ফিরলেও অস্বস্তির অনেক কিছুই রয়ে গেছে।
নতুন বলে বরাবরই অস্ট্রেলিয়ার বোলার ভয়ংকর হলেও এই বিশ্বকাপে যেন সেই রূপ হারিয়ে ফেলেছেন মিচেল স্টার্ক-জস হ্যাজলউডরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে উদ্বোধনী জুটিতে প্রোটিয়ারা তুলেছিল ১০৮ রান, শ্রীলঙ্কার ব্যাটাররা ১২৫। তবে এ নিয়ে চিন্তিত নন কামিন্স, ‘এই মুহূর্তে যদি শেষ কয়েকটি ম্যাচের দিকে ফিরে তাকাই, তবে আমাদের উইকেট না পাওয়াটাই চোখে পড়বে। কিন্তু ওই ম্যাচগুলোয় প্রথম ১০ ওভারে অন্তত ৩টি করে উইকেটের সুযোগ মিস করেছি। পাওয়া সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারিনি।’
আজ পাকিস্তানের বিপক্ষে সুযোগ হাতছাড়া করতে চান না কামিন্স। আর মাঠে নামার আগে প্রতিপক্ষকে সমীহও করছেন অস্ট্রেলীয় অধিনায়ক, ‘তারা এমন একটা দল, যাদের দেখলে মনে হবে সবকিছুই ঠিক আছে। তারা এখন একটা গোছালো দল। সত্যিই দুর্দান্ত কয়েকজন পেসার আছেন তাদের, যারা প্রতিপক্ষকে ধাক্কা দিতে সিদ্ধহস্ত।’
প্রতিপক্ষকে নিয়ে কামিন্স এত ভাবলেও নিজেদের নিয়েই দুশ্চিন্তায় পাকিস্তান। দলটিতে চোট আর জ্বরের প্রকোপ। সেটা এতটাই যে, বুধবারের দলীয় অনুশীলনে ছয়জন হাজিরই ছিলেন না। হাঁটুতে চোট পাওয়া ওপেনার ফখর জামান আজও খেলছেন না।
আইসিসি র্যাঙ্কিংয়ে দুই নম্বরে পাকিস্তান। চারে অস্ট্রেলিয়া। চলতি বিশ্বকাপে নিজেদের প্রথম তিন ম্যাচের দুটিতে জিতেছে পাকিস্তান, অস্ট্রেলিয়া একটিতে। র্যাঙ্কিং আর ফর্মের এই হিসাবে অন্তত এগিয়ে পাকিস্তান। কিন্তু ‘এগিয়ে থাকা’র দাবি করতে পারে অস্ট্রেলিয়াও। ওয়ানডে ক্রিকেটে দুই দলের শেষ ২০ ম্যাচের ১৬টিতেই জিতেছে অস্ট্রেলিয়া। তবে গত বছর পাকিস্তানের মাটিতে তারা ২-১ ব্যবধানে সিরিজ হেরেছিল।
অবশ্য র্যাঙ্কিং কিংবা ফর্মে এগিয়ে থাকা-পিছিয়ে থাকা নিয়ে ভাববার ফুরসত নেই প্যাট কামিন্সের। প্রথম দুটি ম্যাচ হারায় অস্ট্রেলীয় অধিনায়কের কাছে লিগ পর্বের প্রতিটি ম্যাচই এখন ‘ফাইনাল’। টানা দুই হারের পর শ্রীলঙ্কার বিপক্ষে জয়ে অস্ট্রেলিয়া শিবিরে স্বস্তি ফিরলেও অস্বস্তির অনেক কিছুই রয়ে গেছে।
নতুন বলে বরাবরই অস্ট্রেলিয়ার বোলার ভয়ংকর হলেও এই বিশ্বকাপে যেন সেই রূপ হারিয়ে ফেলেছেন মিচেল স্টার্ক-জস হ্যাজলউডরা। অস্ট্রেলিয়ার বিপক্ষে উদ্বোধনী জুটিতে প্রোটিয়ারা তুলেছিল ১০৮ রান, শ্রীলঙ্কার ব্যাটাররা ১২৫। তবে এ নিয়ে চিন্তিত নন কামিন্স, ‘এই মুহূর্তে যদি শেষ কয়েকটি ম্যাচের দিকে ফিরে তাকাই, তবে আমাদের উইকেট না পাওয়াটাই চোখে পড়বে। কিন্তু ওই ম্যাচগুলোয় প্রথম ১০ ওভারে অন্তত ৩টি করে উইকেটের সুযোগ মিস করেছি। পাওয়া সুযোগগুলো আমরা কাজে লাগাতে পারিনি।’
আজ পাকিস্তানের বিপক্ষে সুযোগ হাতছাড়া করতে চান না কামিন্স। আর মাঠে নামার আগে প্রতিপক্ষকে সমীহও করছেন অস্ট্রেলীয় অধিনায়ক, ‘তারা এমন একটা দল, যাদের দেখলে মনে হবে সবকিছুই ঠিক আছে। তারা এখন একটা গোছালো দল। সত্যিই দুর্দান্ত কয়েকজন পেসার আছেন তাদের, যারা প্রতিপক্ষকে ধাক্কা দিতে সিদ্ধহস্ত।’
প্রতিপক্ষকে নিয়ে কামিন্স এত ভাবলেও নিজেদের নিয়েই দুশ্চিন্তায় পাকিস্তান। দলটিতে চোট আর জ্বরের প্রকোপ। সেটা এতটাই যে, বুধবারের দলীয় অনুশীলনে ছয়জন হাজিরই ছিলেন না। হাঁটুতে চোট পাওয়া ওপেনার ফখর জামান আজও খেলছেন না।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫