সিঙ্গাপুরে জন্ম। দেশটির হয়ে খেলেছেন ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ। পরে খেলার টানে মাতৃভূমি ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন টিম ডেভিড। আর ডাক পেয়ে গেছেন অজিদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও।
অক্টোবর থেকে শুরু হওয়া ঘরের মাঠের বিশ্বকাপের জন্য যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, তাতে নতুন মুখ একজনই, সিঙ্গাপুর বংশোদ্ভূত মিডল অর্ডার ব্যাটসম্যান টিম ডেভিড। অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলির চোখে যিনি ‘জন্মগত হার্ড হিটার’!
১৯৯৬ সালে সিঙ্গাপুরে জন্ম নেওয়া দেশটির হয়ে খেলা শুরু করলেও এখন স্থায়ীভাবে অস্ট্রেলিয়ান। অবশ্য বাবা রদ্রিক ডেভিড অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। পরে জাতীয়তা পাল্টে খেলেছেন সিঙ্গাপুরের হয়ে। বাবার ঠিক উল্টো পথে সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন টিম। বাবা যা পারেননি, সেটাই করে দেখিয়েছেন টিম। পূরণ হতে চলেছে তাঁর অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলার স্বপ্নও।
বিশ্বকাপের আগে ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়েছে টিমকে। মূলত বিশ্বকাপের প্রস্তুতি করে দেওয়াই মূল লক্ষ্য। অবশ্য সুযোগটা পেতে পারতেন আগেই। শ্রীলঙ্কা সিরিজে প্রাথমিক দলে নাম থাকলেও পরে টিমকে পিএসএলে খেলার সুযোগ করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে মুলতান সুলতানের হয়ে ১৯৪.৪০ স্ট্রাইক রেটে ২৭৮ রান করে নজর কেড়েছেন নির্বাচকদের। প্রশস্ত হয়েছে অস্ট্রেলিয়ার হয়ে খেলার রাস্তাও।
‘সে ভীষণ প্রতিভাবান, জন্মগতভাবেই বল ভালো পেটাতে পারে। আমাদের ব্যাটিং লাইনআপে সে বাড়তি গভীরতা এনে দেবে। অতীতে সে যেভাবে খেলেছে, আশা থাকবে জাতীয় দলেও সে এভাবেই খেলবে।’ টিমকে নিয়ে এভাবেই আশা প্রকাশ করেছেন নির্বাচক জর্জ বেইলি।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, জশ ইংলিশ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, টিম ডেভিড, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, কেন রিচার্ডসন।
সিঙ্গাপুরে জন্ম। দেশটির হয়ে খেলেছেন ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ। পরে খেলার টানে মাতৃভূমি ছেড়ে অস্ট্রেলিয়ায় পাড়ি জমিয়েছিলেন টিম ডেভিড। আর ডাক পেয়ে গেছেন অজিদের টি-টোয়েন্টি বিশ্বকাপ দলেও।
অক্টোবর থেকে শুরু হওয়া ঘরের মাঠের বিশ্বকাপের জন্য যে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে অস্ট্রেলিয়া, তাতে নতুন মুখ একজনই, সিঙ্গাপুর বংশোদ্ভূত মিডল অর্ডার ব্যাটসম্যান টিম ডেভিড। অজিদের প্রধান নির্বাচক জর্জ বেইলির চোখে যিনি ‘জন্মগত হার্ড হিটার’!
১৯৯৬ সালে সিঙ্গাপুরে জন্ম নেওয়া দেশটির হয়ে খেলা শুরু করলেও এখন স্থায়ীভাবে অস্ট্রেলিয়ান। অবশ্য বাবা রদ্রিক ডেভিড অস্ট্রেলিয়ার ঘরোয়া ক্রিকেটে খেলেছেন। পরে জাতীয়তা পাল্টে খেলেছেন সিঙ্গাপুরের হয়ে। বাবার ঠিক উল্টো পথে সিঙ্গাপুর থেকে অস্ট্রেলিয়ায় থিতু হয়েছেন টিম। বাবা যা পারেননি, সেটাই করে দেখিয়েছেন টিম। পূরণ হতে চলেছে তাঁর অস্ট্রেলিয়া জাতীয় দলে খেলার স্বপ্নও।
বিশ্বকাপের আগে ভারত সফরে তিনটি টি-টোয়েন্টি সিরিজের দলেও রাখা হয়েছে টিমকে। মূলত বিশ্বকাপের প্রস্তুতি করে দেওয়াই মূল লক্ষ্য। অবশ্য সুযোগটা পেতে পারতেন আগেই। শ্রীলঙ্কা সিরিজে প্রাথমিক দলে নাম থাকলেও পরে টিমকে পিএসএলে খেলার সুযোগ করে দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া। টুর্নামেন্টে মুলতান সুলতানের হয়ে ১৯৪.৪০ স্ট্রাইক রেটে ২৭৮ রান করে নজর কেড়েছেন নির্বাচকদের। প্রশস্ত হয়েছে অস্ট্রেলিয়ার হয়ে খেলার রাস্তাও।
‘সে ভীষণ প্রতিভাবান, জন্মগতভাবেই বল ভালো পেটাতে পারে। আমাদের ব্যাটিং লাইনআপে সে বাড়তি গভীরতা এনে দেবে। অতীতে সে যেভাবে খেলেছে, আশা থাকবে জাতীয় দলেও সে এভাবেই খেলবে।’ টিমকে নিয়ে এভাবেই আশা প্রকাশ করেছেন নির্বাচক জর্জ বেইলি।
অস্ট্রেলিয়ার টি-টোয়েন্টি দল:
অ্যারন ফিঞ্চ (অধিনায়ক), ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, জশ ইংলিশ, স্টিভেন স্মিথ, গ্লেন ম্যাক্সওয়েল, মার্কাস স্টয়নিস, ম্যাথু ওয়েড, টিম ডেভিড, অ্যাস্টন অ্যাগার, অ্যাডাম জাম্পা, মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, জশ হ্যাজেলউড, কেন রিচার্ডসন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫