চ্যাম্পিয়নস ট্রফি শুরু আজ
অনলাইন ডেস্ক
এক-দুই বছর নয়, ২৯টা বছর পেরিয়ে গেছে। সেই যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৯৯৬ বিশ্বকাপের ফাইনাল হলো, এরপর পাকিস্তানিরা শুধুই দূর থেকে দেখেছে টেস্ট খেলুড়ে দেশগুলোর আইসিসির ইভেন্ট আয়োজন। প্রায় তিন দশক পর পাকিস্তানে ফিরতে যাচ্ছে ক্রিকেটের কোনো বৈশ্বিক আসর। পাকিস্তানিদের কাছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি শুধুই তো একটা টুর্নামেন্ট নয়, যেন ক্রিকেটের বড় উৎসব আয়োজনের অধিকার ফিরে পাওয়া।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টিম বাসে সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে বঞ্চিত হয়ে পড়ে পাকিস্তান। টানা ছয় বছর সেখানে ক্রিকেট খেলতে পা রাখেনি কোনো দল। কালো অধ্যায় পেছনে ফেলে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে শুরু করে পাকিস্তান। ভারত বাদে প্রায় সব টেস্ট খেলুড়ে দেশই গত ছয় বছরে ভ্রমণ করেছে সেখানে। তাতে উবে যেতে থাকে নিরাপত্তার ভয়। আর সেই পথ ধরে অবশেষে আইসিসির টুর্নামেন্ট আয়োজনের সুযোগ মিলেছে পাকিস্তানের।
এবার চ্যাম্পিয়নস ট্রফি তাই পাকিস্তানের কাছে ক্রিকেটের চেয়ে বড় কিছু। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের কণ্ঠে সে কথাই ফুটে উঠল। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘২৯ বছর পর বৈশ্বিক ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। এই ঐতিহাসিক উপলক্ষকে উপভোগ করা উচিত পুরো জাতির। সবাই জানে, আমাদের অনেক কঠিন সময়ে (নির্বাসনে) যেতে হয়েছে৷ তবে এই সময়ের ভেতর আল্লাহ আমাদের বেশ কিছু অর্জনও দিয়েছেন। আমরা চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি, টেস্ট ক্রিকেটে এক নম্বর দল হয়েছি, যা বুঝিয়ে দেয়, আমাদের দেশ সবকিছু করার সামর্থ্য রাখে।’
নিরাপত্তার শঙ্কা কাটিয়ে চ্যাম্পিয়নস ট্রফিকে উৎসবে রূপ দিতে চেষ্টার কমতি রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারই ফল হিসেবে ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে তারা। আনন্দের মাঝেও পুরো টুর্নামেন্ট নিজেদের মাঠে না করতে পারার আক্ষেপ আছে পাকিস্তানের। ভারতের আপত্তিতে গত এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হচ্ছে ‘হাইব্রিড মডেলে’। শুধু ভারতের ম্যাচগুলো হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। পিসিবি শুরুতে বাধা দিলেও পরে বাধ্য হয়ে সমঝোতায় আসতে হয়েছে তাদের।
সব বাধাবিপত্তি পেরিয়ে করাচিতে আজ মাঠে গড়াচ্ছে খেলা। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন তকমা নিয়েই টুর্নামেন্ট শুরু করবে পাকিস্তান। গত টুর্নামেন্টে (২০১৭) তাদের গোনায় ধরার লোক খুব কমই ছিল। ‘আনপ্রেডিক্টেবল’ তো আর এমনি এমনি বলা হয় না পাকিস্তানকে! ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে উড়িয়ে ঠিকই শিরোপা উল্লাস করে তারা।
শিরোপা ধরে রাখার পথটা যদিও সহজ হবে না রিজওয়ানদের জন্য। ঘরের মাঠে কিছুদিন আগেই নিউজিল্যান্ডের কাছে হেরেছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালসহ দুটি ম্যাচে। উপমহাদেশে বরাবরই ভালোভাবে ‘হোমওয়ার্ক’ করে আসে নিউজিল্যান্ড। তবে কদিন আগে অধিনায়কত্ব পাওয়া মিচেল স্যান্টনারের জন্য এটি বড় চ্যালেঞ্জিং অভিযান।
একই গ্রুপের আরেক ম্যাচে বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে আগামীকাল। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বড় স্বপ্ন দেখালেও বাস্তবতা ভিন্নই বলা যায়। পরশু প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের দ্বিতীয় সারির দলের বিপক্ষে পাত্তাই পাননি তাঁরা। গ্রুপের বাকি দলগুলোর শক্তির কথা বিচার করলে বাংলাদেশকে নিয়ে বড় আশা করা কঠিনই। তবু সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলার সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা তো নেওয়াই যায়।
অন্য গ্রুপে রয়েছে ইংল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সেমিফাইনাল খেলার স্মৃতি এখনো অমলিন। চ্যাম্পিয়নস ট্রফিতেও তারা দারুণ কিছু করে ফেললে অবাক হওয়ার কিছু থাকবে না। ইংল্যান্ড যেন নিজেকে হারিয়ে খুঁজছে। সম্প্রতি ধবলধোলাই হয়েছে ভারতের কাছে। অনভিজ্ঞ দল নিয়ে স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাও ফেবারিটদের বাইরে নয়।
বিশ্বকাপের মতো বিশাল ক্যানভাসে না হলেও চ্যাম্পিয়নস ট্রফি ৫০ ওভারের ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট বলতেই হবে। সেরা ৮টি দল খেলে এই টুর্নামেন্টে। ১৯ দিনব্যাপী টুর্নামেন্টে যে বিনোদনের রসদের কোনো খামতি থাকবে না, তা বলাই যায়!
এক-দুই বছর নয়, ২৯টা বছর পেরিয়ে গেছে। সেই যে লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ১৯৯৬ বিশ্বকাপের ফাইনাল হলো, এরপর পাকিস্তানিরা শুধুই দূর থেকে দেখেছে টেস্ট খেলুড়ে দেশগুলোর আইসিসির ইভেন্ট আয়োজন। প্রায় তিন দশক পর পাকিস্তানে ফিরতে যাচ্ছে ক্রিকেটের কোনো বৈশ্বিক আসর। পাকিস্তানিদের কাছে ২০২৫ চ্যাম্পিয়নস ট্রফি শুধুই তো একটা টুর্নামেন্ট নয়, যেন ক্রিকেটের বড় উৎসব আয়োজনের অধিকার ফিরে পাওয়া।
২০০৯ সালে লাহোরে শ্রীলঙ্কা টিম বাসে সন্ত্রাসী হামলার পর আন্তর্জাতিক ক্রিকেট আয়োজন থেকে বঞ্চিত হয়ে পড়ে পাকিস্তান। টানা ছয় বছর সেখানে ক্রিকেট খেলতে পা রাখেনি কোনো দল। কালো অধ্যায় পেছনে ফেলে ধীরে ধীরে আন্তর্জাতিক ক্রিকেট ফেরাতে শুরু করে পাকিস্তান। ভারত বাদে প্রায় সব টেস্ট খেলুড়ে দেশই গত ছয় বছরে ভ্রমণ করেছে সেখানে। তাতে উবে যেতে থাকে নিরাপত্তার ভয়। আর সেই পথ ধরে অবশেষে আইসিসির টুর্নামেন্ট আয়োজনের সুযোগ মিলেছে পাকিস্তানের।
এবার চ্যাম্পিয়নস ট্রফি তাই পাকিস্তানের কাছে ক্রিকেটের চেয়ে বড় কিছু। অধিনায়ক মোহাম্মদ রিজওয়ানের কণ্ঠে সে কথাই ফুটে উঠল। গতকাল সংবাদ সম্মেলনে তিনি বলেছেন, ‘২৯ বছর পর বৈশ্বিক ইভেন্ট আয়োজন করছে পাকিস্তান। এই ঐতিহাসিক উপলক্ষকে উপভোগ করা উচিত পুরো জাতির। সবাই জানে, আমাদের অনেক কঠিন সময়ে (নির্বাসনে) যেতে হয়েছে৷ তবে এই সময়ের ভেতর আল্লাহ আমাদের বেশ কিছু অর্জনও দিয়েছেন। আমরা চ্যাম্পিয়নস ট্রফি জিতেছি, টেস্ট ক্রিকেটে এক নম্বর দল হয়েছি, যা বুঝিয়ে দেয়, আমাদের দেশ সবকিছু করার সামর্থ্য রাখে।’
নিরাপত্তার শঙ্কা কাটিয়ে চ্যাম্পিয়নস ট্রফিকে উৎসবে রূপ দিতে চেষ্টার কমতি রাখছে না পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারই ফল হিসেবে ২৯ বছর পর আইসিসি টুর্নামেন্ট আয়োজনের সুযোগ পেয়েছে তারা। আনন্দের মাঝেও পুরো টুর্নামেন্ট নিজেদের মাঠে না করতে পারার আক্ষেপ আছে পাকিস্তানের। ভারতের আপত্তিতে গত এশিয়া কাপের মতো চ্যাম্পিয়নস ট্রফিও হচ্ছে ‘হাইব্রিড মডেলে’। শুধু ভারতের ম্যাচগুলো হবে দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে। পিসিবি শুরুতে বাধা দিলেও পরে বাধ্য হয়ে সমঝোতায় আসতে হয়েছে তাদের।
সব বাধাবিপত্তি পেরিয়ে করাচিতে আজ মাঠে গড়াচ্ছে খেলা। উদ্বোধনী ম্যাচে স্বাগতিকদের মুখোমুখি হচ্ছে নিউজিল্যান্ড। ঘরের মাঠে বর্তমান চ্যাম্পিয়ন তকমা নিয়েই টুর্নামেন্ট শুরু করবে পাকিস্তান। গত টুর্নামেন্টে (২০১৭) তাদের গোনায় ধরার লোক খুব কমই ছিল। ‘আনপ্রেডিক্টেবল’ তো আর এমনি এমনি বলা হয় না পাকিস্তানকে! ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতকে উড়িয়ে ঠিকই শিরোপা উল্লাস করে তারা।
শিরোপা ধরে রাখার পথটা যদিও সহজ হবে না রিজওয়ানদের জন্য। ঘরের মাঠে কিছুদিন আগেই নিউজিল্যান্ডের কাছে হেরেছে ত্রিদেশীয় সিরিজের ফাইনালসহ দুটি ম্যাচে। উপমহাদেশে বরাবরই ভালোভাবে ‘হোমওয়ার্ক’ করে আসে নিউজিল্যান্ড। তবে কদিন আগে অধিনায়কত্ব পাওয়া মিচেল স্যান্টনারের জন্য এটি বড় চ্যালেঞ্জিং অভিযান।
একই গ্রুপের আরেক ম্যাচে বাংলাদেশ ভারতের মুখোমুখি হবে আগামীকাল। বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত বড় স্বপ্ন দেখালেও বাস্তবতা ভিন্নই বলা যায়। পরশু প্রস্তুতি ম্যাচে পাকিস্তানের দ্বিতীয় সারির দলের বিপক্ষে পাত্তাই পাননি তাঁরা। গ্রুপের বাকি দলগুলোর শক্তির কথা বিচার করলে বাংলাদেশকে নিয়ে বড় আশা করা কঠিনই। তবু সবশেষ চ্যাম্পিয়নস ট্রফির সেমিফাইনাল খেলার সুখস্মৃতি থেকে অনুপ্রেরণা তো নেওয়াই যায়।
অন্য গ্রুপে রয়েছে ইংল্যান্ড, আফগানিস্তান, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। গত টি-টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তানের সেমিফাইনাল খেলার স্মৃতি এখনো অমলিন। চ্যাম্পিয়নস ট্রফিতেও তারা দারুণ কিছু করে ফেললে অবাক হওয়ার কিছু থাকবে না। ইংল্যান্ড যেন নিজেকে হারিয়ে খুঁজছে। সম্প্রতি ধবলধোলাই হয়েছে ভারতের কাছে। অনভিজ্ঞ দল নিয়ে স্বপ্ন দেখছে অস্ট্রেলিয়া। দক্ষিণ আফ্রিকাও ফেবারিটদের বাইরে নয়।
বিশ্বকাপের মতো বিশাল ক্যানভাসে না হলেও চ্যাম্পিয়নস ট্রফি ৫০ ওভারের ক্রিকেটের সবচেয়ে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ টুর্নামেন্ট বলতেই হবে। সেরা ৮টি দল খেলে এই টুর্নামেন্টে। ১৯ দিনব্যাপী টুর্নামেন্টে যে বিনোদনের রসদের কোনো খামতি থাকবে না, তা বলাই যায়!
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২৫ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২৫ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫