প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১০ উইকেটের সব কটিই নিয়েছিলেন পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলী। সাফল্যের সেই ধারা যদি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও ধরে রাখতে পারেন স্বাগতিক স্পিনাররা, তাহলে ভোগান্তি আছে ইংলিশদের কপালে।
জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড তৃতীয় দিনের খেলা শেষে ২ উইকেট খুইয়ে তুলেছে ৩৬ রান। ফাটল ধরা উইকেটে যেভাবে টার্ন পেতে শুরু করেছেন স্পিনাররা, তাতে জয়ের পাল্লাটা এখন পাকিস্তানের দিকেই হেলে। আর জয়ের জন্য ইংল্যান্ডের দরকার আরও ২৬১ রান। আর সিরিজে সমতায় ফিরতে পাকিস্তানের প্রয়োজন ৮ উইকেট।
এর আগে জ্যাক লিচ (৩/৬৭) ও শোয়েব বশিরের (৪/৬৬) স্পিন ঘূর্ণির মুখে পাকিস্তান ২২১ রানে অলআউট হয়ে যায়। সালমান আগা ছাড়া বলতে গেলে স্বাগতিক কোনো ব্যাটারই মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি। ৮৯ বলে ইনিংস সর্বোচ্চ ৬৩ করেন আগা।
২৯৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে আসা ইংলিশদের স্পিনার লেলিয়ে দিয়েছে পাকিস্তান। দিনের খেলা শেষের আগে দুই প্রান্ত থেকে বল করেছেন সাজিদ ও নোমান। সাফল্যেও পেয়েছেন তাঁরা। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বেন ডাকেটকে ফিরিয়ে দেন সাজিদ। দলীয় ১১ রানে জ্যাক ক্রলিকে (৩) ফেরান নোমান। শুরুর এই জোড়া ধাক্কা সামলে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে উইকেটে আছেন ইংল্যান্ডে দুই ব্যাটিং ভরসা জো রুট (১২) ও ওলি পোপ (২১)।
মুলতান টেস্ট
পাকিস্তান: ৩৬৬ ও ২২১
ইংল্যান্ড: ২৯১ ও ৩৬/২
প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১০ উইকেটের সব কটিই নিয়েছিলেন পাকিস্তানের দুই স্পিনার সাজিদ খান ও নোমান আলী। সাফল্যের সেই ধারা যদি ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংসেও ধরে রাখতে পারেন স্বাগতিক স্পিনাররা, তাহলে ভোগান্তি আছে ইংলিশদের কপালে।
জয়ের জন্য ২৯৭ রানের লক্ষ্য নিয়ে দ্বিতীয় ইনিংস শুরু করা ইংল্যান্ড তৃতীয় দিনের খেলা শেষে ২ উইকেট খুইয়ে তুলেছে ৩৬ রান। ফাটল ধরা উইকেটে যেভাবে টার্ন পেতে শুরু করেছেন স্পিনাররা, তাতে জয়ের পাল্লাটা এখন পাকিস্তানের দিকেই হেলে। আর জয়ের জন্য ইংল্যান্ডের দরকার আরও ২৬১ রান। আর সিরিজে সমতায় ফিরতে পাকিস্তানের প্রয়োজন ৮ উইকেট।
এর আগে জ্যাক লিচ (৩/৬৭) ও শোয়েব বশিরের (৪/৬৬) স্পিন ঘূর্ণির মুখে পাকিস্তান ২২১ রানে অলআউট হয়ে যায়। সালমান আগা ছাড়া বলতে গেলে স্বাগতিক কোনো ব্যাটারই মাথা উঁচু করে দাঁড়াতে পারেননি। ৮৯ বলে ইনিংস সর্বোচ্চ ৬৩ করেন আগা।
২৯৭ রানের লক্ষ্য নিয়ে ব্যাটিংয়ে আসা ইংলিশদের স্পিনার লেলিয়ে দিয়েছে পাকিস্তান। দিনের খেলা শেষের আগে দুই প্রান্ত থেকে বল করেছেন সাজিদ ও নোমান। সাফল্যেও পেয়েছেন তাঁরা। ব্যক্তিগত রানের খাতা খোলার আগেই প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বেন ডাকেটকে ফিরিয়ে দেন সাজিদ। দলীয় ১১ রানে জ্যাক ক্রলিকে (৩) ফেরান নোমান। শুরুর এই জোড়া ধাক্কা সামলে ২৫ রানের অবিচ্ছিন্ন জুটি গড়ে উইকেটে আছেন ইংল্যান্ডে দুই ব্যাটিং ভরসা জো রুট (১২) ও ওলি পোপ (২১)।
মুলতান টেস্ট
পাকিস্তান: ৩৬৬ ও ২২১
ইংল্যান্ড: ২৯১ ও ৩৬/২
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫