ক্রীড়া ডেস্ক
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাজিদ খান। পাকিস্তান ফেরে সিরিজ সমতায়। সিরিজ নির্ধারণী টেস্টে সাজিদ যেন নিজের নিবেদনকে আরও উচ্চতায় নিয়ে গেলেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ২৭৬ রানে অলআউট করতে রেখেছেন অবদান।
আজ দ্বিতীয় দিন দলের প্রয়োজনের সময় ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে সাজিদ খেলেছেন ৪৮ বলে ৪৮ রানের অপরাজিত এক ইনিংস। মেরেছেন ৪টি ছক্কা ও ২টি চার। এর মধ্যে সাজিদের ‘রক্তাক্ত’ লড়াই মুগ্ধ করেছে সমর্থকদের। ব্যাটিংয়ের সময় চিবুকে বলের আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে ঝর ঝর করে রক্ত পড়া শুরু হয়।
রক্তে রঞ্জিত হয় নিজের সাদা জার্সি। ইনিংসের ৯২ তম ওভারের ঘটনা। ইংলিশ স্পিনার রেহান আহমেদের বল স্কুপ করতে গিয়ে ব্যাট ছুঁয়ে সাজিদের চিবুকে এসে লাগে বল। তখন ব্যাট করছিলেন ৩২ বলে ৩৭ রানে। তবে চোট পাওয়ার পরও সাজিদ চালিয়ে গেছেন ব্যাট। জার্সি পরিবর্তন এবং নিয়েছেন প্রাথমিক চিকিৎসা। সেই দৃশ্য পরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এক এক করে সবাই আউট হলেও ৪৮ রানে অপরাজিত থাকেন সাজিদ। নবম উইকেটে সেঞ্চুরিয়ান সৌদ শাকিলের সঙ্গে গড়েছেন ৭২ রানের দুর্দান্ত এক জুটি। পাকিস্তানের বিপর্যয় সামলে শাকিল খেলেছেন ১৩৪ রানের অসাধারণ এক ইনিংস। টেস্টের নিজের চতুর্থ শতকে মেরেছেন ৫টি চার। এ ছাড়া নোমান আলীর ব্যাট থেকে আসে ৪৫ রান।
অষ্টম উইকেটে নোমান-শাকিল গড়েন ৮৮ রানের আরেকটু গুরুত্বপূর্ণ জুটি। যার সৌজন্যে পাকিস্তান প্রথম ইনিংসে তোলে ৩৪৪ রান। লিড পায় ৭৭ রানের। ইংল্যান্ডের রেহান ৪টি ও শোয়েব বশির নিয়েছেন ৩টি উইকেট। তবে দিন শেষে ৭৭ রানে পিছিয়ে থেকে দিন শেষে ব্যাটিংয়ে নেমে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। নোমান দুটি ও সাজিদ একটি উইকেট নিয়েছেন।
মুলতানে সিরিজের দ্বিতীয় টেস্টে পাকিস্তানের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন সাজিদ খান। পাকিস্তান ফেরে সিরিজ সমতায়। সিরিজ নির্ধারণী টেস্টে সাজিদ যেন নিজের নিবেদনকে আরও উচ্চতায় নিয়ে গেলেন। প্রথম ইনিংসে ৬ উইকেট নিয়ে ইংল্যান্ডকে ২৭৬ রানে অলআউট করতে রেখেছেন অবদান।
আজ দ্বিতীয় দিন দলের প্রয়োজনের সময় ১০ নম্বরে ব্যাটিংয়ে নেমে সাজিদ খেলেছেন ৪৮ বলে ৪৮ রানের অপরাজিত এক ইনিংস। মেরেছেন ৪টি ছক্কা ও ২টি চার। এর মধ্যে সাজিদের ‘রক্তাক্ত’ লড়াই মুগ্ধ করেছে সমর্থকদের। ব্যাটিংয়ের সময় চিবুকে বলের আঘাত পান তিনি। সঙ্গে সঙ্গে ঝর ঝর করে রক্ত পড়া শুরু হয়।
রক্তে রঞ্জিত হয় নিজের সাদা জার্সি। ইনিংসের ৯২ তম ওভারের ঘটনা। ইংলিশ স্পিনার রেহান আহমেদের বল স্কুপ করতে গিয়ে ব্যাট ছুঁয়ে সাজিদের চিবুকে এসে লাগে বল। তখন ব্যাট করছিলেন ৩২ বলে ৩৭ রানে। তবে চোট পাওয়ার পরও সাজিদ চালিয়ে গেছেন ব্যাট। জার্সি পরিবর্তন এবং নিয়েছেন প্রাথমিক চিকিৎসা। সেই দৃশ্য পরে ছড়িয়ে পড়ে সামাজিক যোগাযোগমাধ্যমে।
এক এক করে সবাই আউট হলেও ৪৮ রানে অপরাজিত থাকেন সাজিদ। নবম উইকেটে সেঞ্চুরিয়ান সৌদ শাকিলের সঙ্গে গড়েছেন ৭২ রানের দুর্দান্ত এক জুটি। পাকিস্তানের বিপর্যয় সামলে শাকিল খেলেছেন ১৩৪ রানের অসাধারণ এক ইনিংস। টেস্টের নিজের চতুর্থ শতকে মেরেছেন ৫টি চার। এ ছাড়া নোমান আলীর ব্যাট থেকে আসে ৪৫ রান।
অষ্টম উইকেটে নোমান-শাকিল গড়েন ৮৮ রানের আরেকটু গুরুত্বপূর্ণ জুটি। যার সৌজন্যে পাকিস্তান প্রথম ইনিংসে তোলে ৩৪৪ রান। লিড পায় ৭৭ রানের। ইংল্যান্ডের রেহান ৪টি ও শোয়েব বশির নিয়েছেন ৩টি উইকেট। তবে দিন শেষে ৭৭ রানে পিছিয়ে থেকে দিন শেষে ব্যাটিংয়ে নেমে ২৪ রানে ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছে ইংল্যান্ড। নোমান দুটি ও সাজিদ একটি উইকেট নিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫