মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আগামীকাল শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। টেস্ট শুরুর আগে আজ খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। যা পরিচিত ক্রিস্টমাস নামে।
বড়দিনের উৎসবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উপহার দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও ছেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা উপহার নিয়ে একে একে ঢুকছেন এমসিজির অনুশীলন নেটে। উপহার হিসেবে ছিল ঝুলিভরা ললিপপ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স করমর্দন করছেন। পাকিস্তান দলের থেকে পাওয়া উপহার গ্রহণ করেছেন। শুধু কামিন্সই নন, অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেটার ও তাঁদের পরিবারের জন্য উপহার নিয়ে এসেছে। ট্রাভিস হেডের কোলে থাকা শিশুকন্যা বেছে ললিপপ নিচ্ছে।
শুধু উপহার দেওয়াতেই নয়, কামিন্সের সঙ্গে কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সঙ্গে অস্ট্রেলিয়ার উসমান খাজা ও পাকিস্তানের বাবর আজমও খোশগল্প করতে দেখা গেছে। ডেভিড ওয়ার্নার, বাবর, উমর গুল—এই তিনজনও একে অপরের সঙ্গে খুনসুটি করতে দেখা গেছে। উপহার নিয়ে পাকিস্তান দলকে প্রশংসায় ভাসিয়ে কামিন্স বলেন, ‘এটা সত্যিই অসাধারণ। বাচ্চাদের জন্য মেরি ক্রিস্টমাসের উপহার হিসেবে ললিপপ দেওয়া হয়েছে। পাকিস্তান দলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো।’
তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ১-০ ব্যবধানে। পার্থে প্রথম টেস্টে পাকিস্তানকে ৩৬০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। যা রানের হিসেবে টেস্টে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়। আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এরপর ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) আগামীকাল শুরু হচ্ছে বক্সিং ডে টেস্ট। সিরিজের দ্বিতীয় টেস্টে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া-পাকিস্তান। টেস্ট শুরুর আগে আজ খ্রিষ্টধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন। যা পরিচিত ক্রিস্টমাস নামে।
বড়দিনের উৎসবে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের উপহার দিয়েছে পাকিস্তান ক্রিকেট দল। পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি) তাদের অফিশিয়াল টুইটার অ্যাকাউন্টে একটি ভিডিও ছেড়েছে। ভিডিওতে দেখা যাচ্ছে, পাকিস্তানের ক্রিকেটার ও সাপোর্টিং স্টাফরা উপহার নিয়ে একে একে ঢুকছেন এমসিজির অনুশীলন নেটে। উপহার হিসেবে ছিল ঝুলিভরা ললিপপ। অস্ট্রেলিয়ার অধিনায়ক প্যাট কামিন্স করমর্দন করছেন। পাকিস্তান দলের থেকে পাওয়া উপহার গ্রহণ করেছেন। শুধু কামিন্সই নন, অস্ট্রেলিয়ার অন্যান্য ক্রিকেটার ও তাঁদের পরিবারের জন্য উপহার নিয়ে এসেছে। ট্রাভিস হেডের কোলে থাকা শিশুকন্যা বেছে ললিপপ নিচ্ছে।
শুধু উপহার দেওয়াতেই নয়, কামিন্সের সঙ্গে কথা বলেছেন পাকিস্তান অধিনায়ক শান মাসুদ। সঙ্গে অস্ট্রেলিয়ার উসমান খাজা ও পাকিস্তানের বাবর আজমও খোশগল্প করতে দেখা গেছে। ডেভিড ওয়ার্নার, বাবর, উমর গুল—এই তিনজনও একে অপরের সঙ্গে খুনসুটি করতে দেখা গেছে। উপহার নিয়ে পাকিস্তান দলকে প্রশংসায় ভাসিয়ে কামিন্স বলেন, ‘এটা সত্যিই অসাধারণ। বাচ্চাদের জন্য মেরি ক্রিস্টমাসের উপহার হিসেবে ললিপপ দেওয়া হয়েছে। পাকিস্তান দলের সঙ্গে আমাদের সম্পর্ক ভালো।’
তিন ম্যাচের টেস্ট সিরিজে অস্ট্রেলিয়া এগিয়ে ১-০ ব্যবধানে। পার্থে প্রথম টেস্টে পাকিস্তানকে ৩৬০ রানে হারিয়েছে অস্ট্রেলিয়া। যা রানের হিসেবে টেস্টে পাকিস্তানের দ্বিতীয় সর্বোচ্চ রানে জয়। আগামীকাল শুরু হচ্ছে দ্বিতীয় টেস্ট। এরপর ৩ জানুয়ারি সিডনিতে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫