পাকিস্তান ক্রিকেটে পড়েছে অবসরের হিড়িক। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে দেশটির ক্রিকেটাররা অবসরের ঘোষণা দিচ্ছেন। গত দুই দিনে তিন পাকিস্তানি ক্রিকেটার গেছেন অবসরে। সেই তালিকায় এবার যোগ দিলেন মোহাম্মদ ইরফান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইরফান দিয়েছেন গত রাতে। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পাকিস্তানি এই বাঁহাতি পেসার লিখেছেন,‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। যে ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন এবং মনে রাখার মতো স্মৃতি তৈরি করেছেন, সে জন্য সবাইকে ধন্যবাদ। যে খেলা আমাকে সবকিছু দিয়েছে, আমি সেটাকে সমর্থন দিয়ে যাব।’
পাকিস্তানের জার্সিতে সবশেষ ম্যাচ ইরফান খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্যানবেরার ম্যানুকা ওভালে অজিদের বিপক্ষে সেই টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৭ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ইরফানের পথচলা শুরু ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে। ৯ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৮৬ ম্যাচ খেলেছেন ইরফান। পাকিস্তানি এই বাঁহাতি পেসার খেলেছেন ৪ টেস্ট, ২২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৬০ ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ১০৯ উইকেট।
অবসরের ঘোষণার কাজটা এবার শুরু করেন ইমাদ ওয়াসিম। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পরশু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি এই বাঁহাতি স্পিনার। ২৪ ঘণ্টা না পেরোতেই গতকাল সকালে পাকিস্তানের ক্রিকেটকে বিদায় বলেছেন মোহাম্মদ আমির। তিনিও এক্স হ্যান্ডলে অবসরের কথা জানিয়েছেন।
ইমাদ, আমির এই নিয়ে দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২১ সালে মানসিক নির্যাতনের অভিযোগ এনে পাকিস্তানের ক্রিকেটকে বিদায় বলেছিলেন আমির।
ইমাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত বছরের নভেম্বরে। এ বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙেছিলেন। দুজনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন। কিন্তু এই বিশ্বকাপে পাকিস্তান বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।
পাকিস্তান ক্রিকেটে পড়েছে অবসরের হিড়িক। সামাজিক মাধ্যমে চোখ পড়তেই দেখা যাচ্ছে দেশটির ক্রিকেটাররা অবসরের ঘোষণা দিচ্ছেন। গত দুই দিনে তিন পাকিস্তানি ক্রিকেটার গেছেন অবসরে। সেই তালিকায় এবার যোগ দিলেন মোহাম্মদ ইরফান।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা ইরফান দিয়েছেন গত রাতে। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পাকিস্তানি এই বাঁহাতি পেসার লিখেছেন,‘আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সিদ্ধান্ত নিয়েছি। সতীর্থ ও কোচদের প্রতি গভীর কৃতজ্ঞতা জানাচ্ছি। যে ভালোবাসা দেখিয়েছেন, উৎসাহ জুগিয়েছেন এবং মনে রাখার মতো স্মৃতি তৈরি করেছেন, সে জন্য সবাইকে ধন্যবাদ। যে খেলা আমাকে সবকিছু দিয়েছে, আমি সেটাকে সমর্থন দিয়ে যাব।’
পাকিস্তানের জার্সিতে সবশেষ ম্যাচ ইরফান খেলেছেন ২০১৯ সালের নভেম্বরে অস্ট্রেলিয়ার বিপক্ষে। ক্যানবেরার ম্যানুকা ওভালে অজিদের বিপক্ষে সেই টি-টোয়েন্টিতে ৪ ওভারে ২৭ রানে ১ উইকেট নিয়েছেন তিনি। আন্তর্জাতিক ক্রিকেটে ইরফানের পথচলা শুরু ২০১০ সালে ইংল্যান্ডের বিপক্ষে ওয়ানডে দিয়ে। ৯ বছরের ক্যারিয়ারে পাকিস্তানের জার্সিতে ৮৬ ম্যাচ খেলেছেন ইরফান। পাকিস্তানি এই বাঁহাতি পেসার খেলেছেন ৪ টেস্ট, ২২ আন্তর্জাতিক টি-টোয়েন্টি ও ৬০ ওয়ানডে। আন্তর্জাতিক ক্রিকেটে নিয়েছেন ১০৯ উইকেট।
অবসরের ঘোষণার কাজটা এবার শুরু করেন ইমাদ ওয়াসিম। নিজের অফিশিয়াল এক্স হ্যান্ডলে পরশু আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন পাকিস্তানি এই বাঁহাতি স্পিনার। ২৪ ঘণ্টা না পেরোতেই গতকাল সকালে পাকিস্তানের ক্রিকেটকে বিদায় বলেছেন মোহাম্মদ আমির। তিনিও এক্স হ্যান্ডলে অবসরের কথা জানিয়েছেন।
ইমাদ, আমির এই নিয়ে দ্বিতীয়বার আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছেন। ২০২১ সালে মানসিক নির্যাতনের অভিযোগ এনে পাকিস্তানের ক্রিকেটকে বিদায় বলেছিলেন আমির।
ইমাদ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন গত বছরের নভেম্বরে। এ বছরের জুনে ওয়েস্ট ইন্ডিজে হওয়া টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে অবসর ভেঙেছিলেন। দুজনেই টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলেছিলেন। কিন্তু এই বিশ্বকাপে পাকিস্তান বিদায় নিয়েছিল গ্রুপ পর্ব থেকে।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫