নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়কত্ব ও ব্যাটিং—দুই বিভাগেই যেন অচেনা ছিলেন রোহিত শর্মা। দলও হয়েছে ধবলধোলাই। রোহিতের অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সপ্তাহ দুয়েকের বিরতি শেষে ভারত যাবে অস্ট্রেলিয়া সফরে।
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারিতে অজিদের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত। তবে অস্ট্রেলিয়া ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিরিজে প্রথম না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক। রোহিত জানিয়েছেন, ব্যক্তিগত কারণে হয়তো প্রথম টেস্টে খেলতে পারবেন না।
স্পষ্টই দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে না রোহিতের। সংবাদমাধ্যমকে খবর, রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহ সন্তানসম্ভবা। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। তাই পার্থে প্রথম টেস্টে থাকতে পারবেন না। নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের পরও রোহিতও বলেছেন, ‘এখনো পর্যন্ত আমি নিশ্চিত নই যেতে পারব কি না। দেখা যাক কী হয়।’
অস্ট্রেলিয়া-ভারতের পার্থ টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। রোহিত খেলতে না থাকলে ভারতকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা। শেষ পাঁচ টেস্টে রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র এক ফিফটি। এর মধ্যে ৬ ইনিংসে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।
ওয়াংখেড়েতে আজ হারের দায় তুলে নিলেন রোহিত নিজের কাঁধে, ‘অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমি আমার সেরা জায়গায় ছিলাম না। ব্যাট হাতেও নিজের সেরা জায়গায় ছিলাম না। আমি হতাশ।’
নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজে অধিনায়কত্ব ও ব্যাটিং—দুই বিভাগেই যেন অচেনা ছিলেন রোহিত শর্মা। দলও হয়েছে ধবলধোলাই। রোহিতের অধিনায়কত্ব চালিয়ে যাওয়া নিয়ে এরই মধ্যে শুরু হয়েছে ব্যাপক আলোচনা। সপ্তাহ দুয়েকের বিরতি শেষে ভারত যাবে অস্ট্রেলিয়া সফরে।
নভেম্বর-ডিসেম্বর-জানুয়ারিতে অজিদের বিপক্ষে ৫ টেস্টের সিরিজ খেলবে ভারত। তবে অস্ট্রেলিয়া ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, এই সিরিজে প্রথম না খেলার সিদ্ধান্ত নিয়েছেন ভারতের অধিনায়ক। রোহিত জানিয়েছেন, ব্যক্তিগত কারণে হয়তো প্রথম টেস্টে খেলতে পারবেন না।
স্পষ্টই দলের সঙ্গে অস্ট্রেলিয়া সফরে যাওয়া হচ্ছে না রোহিতের। সংবাদমাধ্যমকে খবর, রোহিতের স্ত্রী রিতিকা সাজদেহ সন্তানসম্ভবা। দ্বিতীয়বার বাবা হতে চলেছেন রোহিত। তাই পার্থে প্রথম টেস্টে থাকতে পারবেন না। নিউজিল্যান্ডের কাছে ধবলধোলাইয়ের পরও রোহিতও বলেছেন, ‘এখনো পর্যন্ত আমি নিশ্চিত নই যেতে পারব কি না। দেখা যাক কী হয়।’
অস্ট্রেলিয়া-ভারতের পার্থ টেস্ট শুরু হবে ২২ নভেম্বর। রোহিত খেলতে না থাকলে ভারতকে নেতৃত্ব দেবেন সহ-অধিনায়ক যশপ্রীত বুমরা। শেষ পাঁচ টেস্টে রোহিতের ব্যাট থেকে এসেছে মাত্র এক ফিফটি। এর মধ্যে ৬ ইনিংসে আউট হয়েছেন এক অঙ্কের ঘরে।
ওয়াংখেড়েতে আজ হারের দায় তুলে নিলেন রোহিত নিজের কাঁধে, ‘অধিনায়ক হিসেবে দলকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে আমি আমার সেরা জায়গায় ছিলাম না। ব্যাট হাতেও নিজের সেরা জায়গায় ছিলাম না। আমি হতাশ।’
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
২১ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
২১ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
২১ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
২২ দিন আগে