আইপিএলে গত আসরে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরের পর্দা উঠছে তাই তাদের ম্যাচ দিয়ে। ঘরের মাঠ ইডেন গার্ডেনসে আগামী ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা। শুরুর মতো আইপিএলের ফাইনাল ম্যাচটিও (২৫ মে) পড়েছে ইডেন গার্ডেনসে। এর আগে দুবারই (২০১৩ ও ২০১৫) আইপিএলের ফাইনাল আয়োজন করেছে কলকাতার ঐতিহাসিক ভেন্যুটি।
আইপিএলে এবার সবমিলিয়ে ৭৫টি ম্যাচ মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচের পরের দিন গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ আতিথ্য দেবে রাজস্থান রয়্যালসকে। একই দিন রাতে চেন্নাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। ৬৫ দিনের টুর্নামেন্টে ডাবল হেডার থাকছে ১২ দিন। প্রতিটি দল প্রথম পর্বে ম্যাচ খেলবে ১৪টি করে। গতবারের মতো ১০ দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে।
একটি গ্রুপে রয়েছে কলকাতা, বেঙ্গালুরু, রাজস্থান, চেন্নাই এবং পাঞ্জাব কিংস। অন্য গ্রুপে রয়েছে মুম্বাই, লখনৌ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটানস এবং হায়দরাবাদ। প্রতিটি দল নিজের গ্রুপের সব দলের সঙ্গে দু’টি এবং অন্য গ্রুপের একটি দলের সঙ্গে দু’টি করে ম্যাচ খেলবে। বাকি চার দলের সঙ্গে খেলবে একটি করে ম্যাচ।
প্লে অফে পর্বে প্রথম কোয়ালিফায়ার (২০ মে) ও এলিমিনেটর (২১ মে) হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। ফাইনালের আগে দ্বিতীয় কোয়ালিফায়ারও আয়োজন করবে কলকাতা।
আইপিএলে গত আসরে চ্যাম্পিয়ন হয়েছে কলকাতা নাইট রাইডার্স। এবারের আসরের পর্দা উঠছে তাই তাদের ম্যাচ দিয়ে। ঘরের মাঠ ইডেন গার্ডেনসে আগামী ২২ মার্চ রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর মুখোমুখি হবে তারা। শুরুর মতো আইপিএলের ফাইনাল ম্যাচটিও (২৫ মে) পড়েছে ইডেন গার্ডেনসে। এর আগে দুবারই (২০১৩ ও ২০১৫) আইপিএলের ফাইনাল আয়োজন করেছে কলকাতার ঐতিহাসিক ভেন্যুটি।
আইপিএলে এবার সবমিলিয়ে ৭৫টি ম্যাচ মাঠে গড়াবে। উদ্বোধনী ম্যাচের পরের দিন গতবারের ফাইনালিস্ট সানরাইজার্স হায়দরাবাদ আতিথ্য দেবে রাজস্থান রয়্যালসকে। একই দিন রাতে চেন্নাইয়ে মুখোমুখি হবে দুই চিরপ্রতিদ্বন্দ্বী মুম্বাই ইন্ডিয়ানস ও চেন্নাই সুপার কিংস। ৬৫ দিনের টুর্নামেন্টে ডাবল হেডার থাকছে ১২ দিন। প্রতিটি দল প্রথম পর্বে ম্যাচ খেলবে ১৪টি করে। গতবারের মতো ১০ দলকে ভাগ করা হয়েছে দুটি গ্রুপে।
একটি গ্রুপে রয়েছে কলকাতা, বেঙ্গালুরু, রাজস্থান, চেন্নাই এবং পাঞ্জাব কিংস। অন্য গ্রুপে রয়েছে মুম্বাই, লখনৌ সুপার জায়ান্টস, দিল্লি ক্যাপিটালস, গুজরাট টাইটানস এবং হায়দরাবাদ। প্রতিটি দল নিজের গ্রুপের সব দলের সঙ্গে দু’টি এবং অন্য গ্রুপের একটি দলের সঙ্গে দু’টি করে ম্যাচ খেলবে। বাকি চার দলের সঙ্গে খেলবে একটি করে ম্যাচ।
প্লে অফে পর্বে প্রথম কোয়ালিফায়ার (২০ মে) ও এলিমিনেটর (২১ মে) হবে হায়দরাবাদের রাজীব গান্ধী স্টেডিয়ামে। ফাইনালের আগে দ্বিতীয় কোয়ালিফায়ারও আয়োজন করবে কলকাতা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫