ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন শচীন টেন্ডুলকার। তবে একটা জায়গায় ভারতীয় কিংবদন্তির অপূর্ণতা রয়ে গেছে। তা হলো—আইপিএলে ৭৮ ম্যাচ খেলেও কোনো উইকেট না পাওয়া।
তবে শচীনের সেই অপূর্ণতা এখন আর নেই। অনেকেই ভাবতে পারেন, সেটা কীভাবে সম্ভব? আসলে গতকাল পুত্র অর্জুন টেন্ডুলকারের উইকেট পাওয়ায় সেই অপূর্ণতা ঘুচে গেছে। সামাজিক মাধ্যমে ভারতের সাবেক ব্যাটারের পোস্ট দেখে তা-ই মনে হচ্ছে।
এবারের আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে অভিষেক হয় অর্জুনের। তাঁর অভিষেকের মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে বিরল এক রেকর্ডও হয়। পিতার পর পুত্রের আইপিএলে খেলা। সেটিও আবার বাবার খেলা ক্লাব মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। অভিষেকে ২ ওভারে ১৭ রান দিয়ে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ম্যাচে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেয়েছেন বাঁ হাতি অলরাউন্ডার। সঙ্গে দলকে ১৪ রানের জয়ও এনে দিয়েছেন তিনি।
পুত্রের উইকেট পাওয়া নিয়েই পরে সামাজিক মাধ্যমে মজা করলেন শচীন। শুরুতে মুম্বাই এবং কয়েকজন ক্রিকেটারকে অভিনন্দন জানিয়ে দলটির পরামর্শক লিখেছেন, ‘আবারও মুম্বাই ইন্ডিয়ানসের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাট-বলে মুগ্ধ করেছে ক্যামেরুন গ্রিন। ঈশান ও তিলকও দারুণ ব্যাটিং করেছে। আইপিএল দিনে দিনে আরও আকর্ষণীয় হচ্ছে। ছেলেরা দুর্দান্ত খেলছে। এবং অবশেষে ১টি উইকেট পেল একজন টেন্ডুলকার।’
ওয়ানডে ও টেস্টে মিলিয়ে ২০০ উইকেটের মালিক শচীন। এমনকি একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও ১ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু মুম্বাইয়ের হয়ে ৭৮ ম্যাচে উইকেটশূন্য তিনি। এ কারণে পুত্রের দ্বিতীয় ম্যাচে অভিষেক উইকেট পাওয়াতে সামাজিক মাধ্যমে মজা করে টুইটটি দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক।
ক্যারিয়ারে প্রায় সবকিছুই জিতেছেন শচীন টেন্ডুলকার। তবে একটা জায়গায় ভারতীয় কিংবদন্তির অপূর্ণতা রয়ে গেছে। তা হলো—আইপিএলে ৭৮ ম্যাচ খেলেও কোনো উইকেট না পাওয়া।
তবে শচীনের সেই অপূর্ণতা এখন আর নেই। অনেকেই ভাবতে পারেন, সেটা কীভাবে সম্ভব? আসলে গতকাল পুত্র অর্জুন টেন্ডুলকারের উইকেট পাওয়ায় সেই অপূর্ণতা ঘুচে গেছে। সামাজিক মাধ্যমে ভারতের সাবেক ব্যাটারের পোস্ট দেখে তা-ই মনে হচ্ছে।
এবারের আইপিএলে কলকাতার নাইট রাইডার্সের বিপক্ষে অভিষেক হয় অর্জুনের। তাঁর অভিষেকের মধ্য দিয়ে টুর্নামেন্টের ইতিহাসে বিরল এক রেকর্ডও হয়। পিতার পর পুত্রের আইপিএলে খেলা। সেটিও আবার বাবার খেলা ক্লাব মুম্বাই ইন্ডিয়ানসের হয়ে। অভিষেকে ২ ওভারে ১৭ রান দিয়ে কোনো উইকেট না পেলেও দ্বিতীয় ম্যাচে কাঙ্ক্ষিত সাফল্যের দেখা পেয়েছেন বাঁ হাতি অলরাউন্ডার। সঙ্গে দলকে ১৪ রানের জয়ও এনে দিয়েছেন তিনি।
পুত্রের উইকেট পাওয়া নিয়েই পরে সামাজিক মাধ্যমে মজা করলেন শচীন। শুরুতে মুম্বাই এবং কয়েকজন ক্রিকেটারকে অভিনন্দন জানিয়ে দলটির পরামর্শক লিখেছেন, ‘আবারও মুম্বাই ইন্ডিয়ানসের দুর্দান্ত অলরাউন্ড পারফরম্যান্স। ব্যাট-বলে মুগ্ধ করেছে ক্যামেরুন গ্রিন। ঈশান ও তিলকও দারুণ ব্যাটিং করেছে। আইপিএল দিনে দিনে আরও আকর্ষণীয় হচ্ছে। ছেলেরা দুর্দান্ত খেলছে। এবং অবশেষে ১টি উইকেট পেল একজন টেন্ডুলকার।’
ওয়ানডে ও টেস্টে মিলিয়ে ২০০ উইকেটের মালিক শচীন। এমনকি একমাত্র টি-টোয়েন্টি ম্যাচেও ১ উইকেট নিয়েছেন তিনি। কিন্তু মুম্বাইয়ের হয়ে ৭৮ ম্যাচে উইকেটশূন্য তিনি। এ কারণে পুত্রের দ্বিতীয় ম্যাচে অভিষেক উইকেট পাওয়াতে সামাজিক মাধ্যমে মজা করে টুইটটি দিয়েছেন আন্তর্জাতিক ক্রিকেটে সর্বোচ্চ রানের মালিক।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৯ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে