ঢাকা: বৃষ্টির শঙ্কা নিয়েই আজ মিরপুরে শুরু হয়েছিল দ্বিতীয় ওয়ানডে। সেই বৃষ্টিতেই বাংলাদেশ ইনিংস থেমেছে দুইবার। একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও টিকে আছেন মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডের মতো আজও দলকে টেনে নিচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। অপরাজিত আছেন ৯৬ রানে, মুশফিকের অপেক্ষায় রেখেছে বৃষ্টি। খেলা থামার আগে বাংলাদেশের স্কোর ৪৩.৩ ওভারে ৭ উইকেট ২১৩।
আজ দ্রুতই ফিরে গেছেন তামিম ইকবাল (১৩)। যদিও ইঙ্গিত দিয়েছিলেন দারুণ কিছুরই। তামিম যেন ইনিংসের শুরুতে ধীরলয়ে খেলার ভাবনা থেকে সরে এসেছিলেন। স্ট্রোক প্লের ঝলকানি দেখা গিয়েছিল তাঁর ব্যাটে। ইসুরু উদানার প্রথম বলে কাভার পয়েন্ট দিয়ে দুর্দান্ত চার দিয়ে শুরু। ৬ বলে তিনটা বাউন্ডারি মেরেছিলেন এই বাঁহাতি ওপেনার।
কিন্তু ইনিংসটা খুব বেশি এগিয়ে নিতে পারেননি তামিম। পয়েন্টে আশেন বারান্দার ক্যাচ মিসে আউট হতে হতে বেঁচে যান। দুশমন্থ চামিরা আর সে সুযোগ দেননি। চামিরার এলবিডব্লিউর আবেদন আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় শ্রীলঙ্কা। দলীয় ১৫ রানে তামিম ফেরেন ১৩ রানে। একই ওভারে তামিমের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব আল হাসানও (০)।
দুই বছর দলে ফেরাটা সুখকর হয়নি মোসাদ্দেক হোসেনের। লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরের বল মারতে গিয়ে উইকেটকিপার পেরেরার হাতে ক্যাচ দিয়ে দলের ওপর আরও চাপ বাড়িয়ে যান এই অলরাউন্ডার (১০)। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে সেই চাপেই পড়ে বাংলাদেশ।
প্রথম ওয়ানডের মতো আবারও ব্যাটিংয়ের হাল ধরেছিলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেটে দুজন গড়েন ১০৮ বলের ৮৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পেলেও আজ মাহমুদউল্লাহ ফিরেছেন ৪১ রানে। লাক্সমান সান্দাকানের বলে প্যাডেল সুইপ করতে গিয়ে তিনি ধরা পড়েন উইকেটকিপার পেরেরার হাতে। এরপর আরেকটা বিপর্যয়। ৪ উইকেটে ১৬১ থেকে হুট করে ৭ উইকেটে ১৮৪—২৩ রানের মধ্যে ৩ উইকেট নেই।
এই বিপর্যয়টাও সামলানোর দায়িত্ব নেন মুশফিক। কঠিন পরিস্থিতি সামলেই তিনি এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। বৃষ্টি প্রথমবার থামানোর আগে অপরাজিত ছিলেন ৮৫ রানে। ১৫ মিনিট পর আবার ব্যাটিংয়ে নেমে ধুমধাম চালিয়ে ৫ বলে যোগ করেন আরও ১১ রান। বৃষ্টিতে দ্বিতীয়বার খেলা থেমে যাওয়ার আগে মুশফিক অপরাজিত ৯৬ রানে।
বৃষ্টির কাছে মুশফিকের চাওয়া এখন দুটি—সেঞ্চুরি আর দলের বড় স্কোর যেন এনে দিতে পারেন। বৃষ্টি কি শুনবে মুশির আরজি?
ঢাকা: বৃষ্টির শঙ্কা নিয়েই আজ মিরপুরে শুরু হয়েছিল দ্বিতীয় ওয়ানডে। সেই বৃষ্টিতেই বাংলাদেশ ইনিংস থেমেছে দুইবার। একপ্রান্তে নিয়মিত বিরতিতে উইকেট পড়লেও টিকে আছেন মুশফিকুর রহিম। প্রথম ওয়ানডের মতো আজও দলকে টেনে নিচ্ছেন এই অভিজ্ঞ ব্যাটসম্যান। অপরাজিত আছেন ৯৬ রানে, মুশফিকের অপেক্ষায় রেখেছে বৃষ্টি। খেলা থামার আগে বাংলাদেশের স্কোর ৪৩.৩ ওভারে ৭ উইকেট ২১৩।
আজ দ্রুতই ফিরে গেছেন তামিম ইকবাল (১৩)। যদিও ইঙ্গিত দিয়েছিলেন দারুণ কিছুরই। তামিম যেন ইনিংসের শুরুতে ধীরলয়ে খেলার ভাবনা থেকে সরে এসেছিলেন। স্ট্রোক প্লের ঝলকানি দেখা গিয়েছিল তাঁর ব্যাটে। ইসুরু উদানার প্রথম বলে কাভার পয়েন্ট দিয়ে দুর্দান্ত চার দিয়ে শুরু। ৬ বলে তিনটা বাউন্ডারি মেরেছিলেন এই বাঁহাতি ওপেনার।
কিন্তু ইনিংসটা খুব বেশি এগিয়ে নিতে পারেননি তামিম। পয়েন্টে আশেন বারান্দার ক্যাচ মিসে আউট হতে হতে বেঁচে যান। দুশমন্থ চামিরা আর সে সুযোগ দেননি। চামিরার এলবিডব্লিউর আবেদন আম্পায়ার আউট না দিলেও রিভিউ নিয়ে সফল হয় শ্রীলঙ্কা। দলীয় ১৫ রানে তামিম ফেরেন ১৩ রানে। একই ওভারে তামিমের আউটের পর বেশিক্ষণ টিকতে পারেননি সাকিব আল হাসানও (০)।
দুই বছর দলে ফেরাটা সুখকর হয়নি মোসাদ্দেক হোসেনের। লেগ স্ট্যাম্পের অনেকটা বাইরের বল মারতে গিয়ে উইকেটকিপার পেরেরার হাতে ক্যাচ দিয়ে দলের ওপর আরও চাপ বাড়িয়ে যান এই অলরাউন্ডার (১০)। ৭৪ রানে ৪ উইকেট হারিয়ে সেই চাপেই পড়ে বাংলাদেশ।
প্রথম ওয়ানডের মতো আবারও ব্যাটিংয়ের হাল ধরেছিলেন দুই অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম আর মাহমুদউল্লাহ রিয়াদ। পঞ্চম উইকেটে দুজন গড়েন ১০৮ বলের ৮৭ রানের গুরুত্বপূর্ণ জুটি। আগের ম্যাচে হাফ সেঞ্চুরি পেলেও আজ মাহমুদউল্লাহ ফিরেছেন ৪১ রানে। লাক্সমান সান্দাকানের বলে প্যাডেল সুইপ করতে গিয়ে তিনি ধরা পড়েন উইকেটকিপার পেরেরার হাতে। এরপর আরেকটা বিপর্যয়। ৪ উইকেটে ১৬১ থেকে হুট করে ৭ উইকেটে ১৮৪—২৩ রানের মধ্যে ৩ উইকেট নেই।
এই বিপর্যয়টাও সামলানোর দায়িত্ব নেন মুশফিক। কঠিন পরিস্থিতি সামলেই তিনি এগিয়ে যাচ্ছিলেন সেঞ্চুরির দিকে। বৃষ্টি প্রথমবার থামানোর আগে অপরাজিত ছিলেন ৮৫ রানে। ১৫ মিনিট পর আবার ব্যাটিংয়ে নেমে ধুমধাম চালিয়ে ৫ বলে যোগ করেন আরও ১১ রান। বৃষ্টিতে দ্বিতীয়বার খেলা থেমে যাওয়ার আগে মুশফিক অপরাজিত ৯৬ রানে।
বৃষ্টির কাছে মুশফিকের চাওয়া এখন দুটি—সেঞ্চুরি আর দলের বড় স্কোর যেন এনে দিতে পারেন। বৃষ্টি কি শুনবে মুশির আরজি?
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫