ক্রীড়া ডেস্ক
পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) পালাবদলের খেলা খুব পরিচিত ঘটনা। বোর্ড সভাপতির পদের মেয়াদ কত দিন হবে, সেটা নিয়েই থাকে অনিশ্চয়তা। সেখানে ঘনঘন কোচ পরিবর্তন মামুলি ব্যাপার। এভাবে হঠাৎ করে কোচের পদত্যাগ পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো কিছু মনে করছেন না রমিজ রাজা।
৪ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে সিরিজ। এমন মুহূর্তে হঠাৎ করে পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে পদত্যাগ করেন গ্যারি কারস্টেন। ভারতকে বিশ্বকাপ জেতানো কোচের হঠাৎই চাকরি ছেড়ে দেওয়া পাকিস্তানকে অনেক ঝামেলায় ফেলবে বলে মনে করেন রমিজ। অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিকদের পাকিস্তানি এই ধারাভাষ্যকার বলেন, ‘কারস্টেনের পদত্যাগের পর যে ধরনের প্রতিক্রিয়া থাকবেন, তাতে আন্তর্জাতিক কোচ খুঁজতে গেলে অনেক ঝামেলা হবে। আন্তর্জাতিক পর্যায়ের এমন প্রতিভা পাওয়া সহজ হবে না পাকিস্তানের জন্য।’
কোনো সফরের আগে হঠাৎ কোচের পদত্যাগ ভালোভাবে দেখছেন না রমিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক এই সভাপতি বলেন,‘এটা ভালো খবর না (কারস্টেনের পদত্যাগ)। কারণ পাকিস্তানের অভিজ্ঞ কাউকে একজন দরকার। কোনো একটা সফরের আগে এমনটা ভালো দেখায় না।’
এ বছরের এপ্রিলে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন কারস্টেন। যে ছয় মাস ছিলেন, সেই সময় তাঁর অধীনে শুধু টি-টোয়েন্টিই খেলেছিল পাকিস্তান। ৮ টি-টোয়েন্টির মধ্যে দুটি আবার ছিল পরিত্যক্ত। জিতেছে কেবল দুটি। অথচ কারস্টেনের সঙ্গে পিসিবির চুক্তি ছিল ২ বছরের।
ওয়ানডে দল নিয়ে কারস্টেনের কী পরিকল্পনা ছিল, সেটা জানা দরকার ছিল বলে মনে করেন রমিজ। পাকিস্তানি এই ধারাভাষ্যকার বলেন, ‘আমি জানি না গ্যারি কারস্টেনকে স্পষ্ট কিছু জানানো হয়েছিল কি না। অথবা তিনি কীভাবে পাকিস্তানের ওয়ানডে দলটা পরিচালনা করতে চেয়েছিলেন, তিনি কী অর্জন করতে চেয়েছিলেন। এই ব্যাপারটা তো আমি গোপন করছি না।’
পিসিবির কিছু কাজে কারস্টেন অসন্তুষ্ট ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ক্রিকইনফোর গতকালের প্রতিবেদনে জানা গেছে, দল ঘোষণা (অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সিরিজের) ও সীমিত ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক ঘোষণার সময় বোর্ডের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। বোর্ডের এই কাজের সময় থাকতে চেয়েছিলেন কারস্টেন। তবে সে সময় তিনি পাকিস্তানে ছিলেন না। এমন পরিস্থিতিতে পরশু এক সংবাদ সম্মেলনে পিসিবি প্রধান মহসিন নাকভি সীমিত ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করে। সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় আগা সালমানের নাম।
কারস্টেন চলে যাওয়ায় পাকিস্তানের সাদা বলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় জেসন গিলেস্পির কাঁধে। গিলেস্পি প্রথমে ছিলেন পাকিস্তানের লাল বলের কোচের দায়িত্বে। কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে পাকিস্তান। তাতে ৯ বছর পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে সিরিজ জয়ের কীর্তি গড়ে পাকিস্তানিরা।
পাকিস্তান ক্রিকেট বোর্ডে (পিসিবি) পালাবদলের খেলা খুব পরিচিত ঘটনা। বোর্ড সভাপতির পদের মেয়াদ কত দিন হবে, সেটা নিয়েই থাকে অনিশ্চয়তা। সেখানে ঘনঘন কোচ পরিবর্তন মামুলি ব্যাপার। এভাবে হঠাৎ করে কোচের পদত্যাগ পাকিস্তান ক্রিকেটের জন্য ভালো কিছু মনে করছেন না রমিজ রাজা।
৪ নভেম্বর মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে (এমসিজি) শুরু হচ্ছে অস্ট্রেলিয়া-পাকিস্তান ওয়ানডে সিরিজ। এমন মুহূর্তে হঠাৎ করে পাকিস্তানের সাদা বলের কোচের পদ থেকে পদত্যাগ করেন গ্যারি কারস্টেন। ভারতকে বিশ্বকাপ জেতানো কোচের হঠাৎই চাকরি ছেড়ে দেওয়া পাকিস্তানকে অনেক ঝামেলায় ফেলবে বলে মনে করেন রমিজ। অস্ট্রেলিয়া সফরের আগে সাংবাদিকদের পাকিস্তানি এই ধারাভাষ্যকার বলেন, ‘কারস্টেনের পদত্যাগের পর যে ধরনের প্রতিক্রিয়া থাকবেন, তাতে আন্তর্জাতিক কোচ খুঁজতে গেলে অনেক ঝামেলা হবে। আন্তর্জাতিক পর্যায়ের এমন প্রতিভা পাওয়া সহজ হবে না পাকিস্তানের জন্য।’
কোনো সফরের আগে হঠাৎ কোচের পদত্যাগ ভালোভাবে দেখছেন না রমিজ। পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক এই সভাপতি বলেন,‘এটা ভালো খবর না (কারস্টেনের পদত্যাগ)। কারণ পাকিস্তানের অভিজ্ঞ কাউকে একজন দরকার। কোনো একটা সফরের আগে এমনটা ভালো দেখায় না।’
এ বছরের এপ্রিলে পাকিস্তানের সীমিত ওভারের ক্রিকেটের কোচ হিসেবে নিযুক্ত হয়েছিলেন কারস্টেন। যে ছয় মাস ছিলেন, সেই সময় তাঁর অধীনে শুধু টি-টোয়েন্টিই খেলেছিল পাকিস্তান। ৮ টি-টোয়েন্টির মধ্যে দুটি আবার ছিল পরিত্যক্ত। জিতেছে কেবল দুটি। অথচ কারস্টেনের সঙ্গে পিসিবির চুক্তি ছিল ২ বছরের।
ওয়ানডে দল নিয়ে কারস্টেনের কী পরিকল্পনা ছিল, সেটা জানা দরকার ছিল বলে মনে করেন রমিজ। পাকিস্তানি এই ধারাভাষ্যকার বলেন, ‘আমি জানি না গ্যারি কারস্টেনকে স্পষ্ট কিছু জানানো হয়েছিল কি না। অথবা তিনি কীভাবে পাকিস্তানের ওয়ানডে দলটা পরিচালনা করতে চেয়েছিলেন, তিনি কী অর্জন করতে চেয়েছিলেন। এই ব্যাপারটা তো আমি গোপন করছি না।’
পিসিবির কিছু কাজে কারস্টেন অসন্তুষ্ট ছিলেন বলে ধারণা করা হচ্ছে। ক্রিকইনফোর গতকালের প্রতিবেদনে জানা গেছে, দল ঘোষণা (অস্ট্রেলিয়া এবং জিম্বাবুয়ে সিরিজের) ও সীমিত ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক ঘোষণার সময় বোর্ডের মধ্যে চরম অসন্তোষ দেখা দেয়। বোর্ডের এই কাজের সময় থাকতে চেয়েছিলেন কারস্টেন। তবে সে সময় তিনি পাকিস্তানে ছিলেন না। এমন পরিস্থিতিতে পরশু এক সংবাদ সম্মেলনে পিসিবি প্রধান মহসিন নাকভি সীমিত ওভারের ক্রিকেটের নতুন অধিনায়ক হিসেবে মোহাম্মদ রিজওয়ানের নাম ঘোষণা করে। সহ-অধিনায়ক হিসেবে ঘোষণা করা হয় আগা সালমানের নাম।
কারস্টেন চলে যাওয়ায় পাকিস্তানের সাদা বলের কোচের দায়িত্ব তুলে দেওয়া হয় জেসন গিলেস্পির কাঁধে। গিলেস্পি প্রথমে ছিলেন পাকিস্তানের লাল বলের কোচের দায়িত্বে। কদিন আগে ইংল্যান্ডের বিপক্ষে ২-১ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে পাকিস্তান। তাতে ৯ বছর পর ক্রিকেটের রাজকীয় সংস্করণে সিরিজ জয়ের কীর্তি গড়ে পাকিস্তানিরা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫