ক্রিকেট খেলাটা দক্ষতা ও কৌশলের, কিন্তু ভাগ্যের ছোঁয়াও অনেক লাগে। ভাগ্যের ছোঁয়া এবারের এশিয়া কাপে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জেতা মানে জয়ের অর্ধেক কাজ সেরে রাখা। টুর্নামেন্টের পরিসংখ্যানও তা-ই বলছে। তাই এশিয়া কাপের ফাইনালে আজ দুই দলের অধিনায়ক বাবর আজম ও দাসুন শানাকার বিশেষ মনোযোগ থাকবে টস জয়ের ব্যাপারে।
এবারের এশিয়া কাপে প্রতিটি দলের বিশেষ মনোযোগও ছিল টসে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে দেখা গেছে, টস জিতে ফিল্ডিং নেওয়া দলগুলোই অধিকাংশ ম্যাচ জিতেছে। তাই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই দলের অধিনায়কের কাছে ‘টস’ ভাগ্য জেতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যে দল টস জিতবে, সেই দল এশিয়া কাপ জেতার অর্ধেক কাজ সেরে ফেলবে।
মরুর দেশে হওয়া এবারের এশিয়া কাপের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ১২টি, একটি ম্যাচ বাদে যার প্রতিটিতে টস জিতে দলের অধিনায়কেরা ফিল্ডিং নিয়েছেন। অধিনায়কদের সিদ্ধান্ত যে সঠিক ছিল, তার প্রমাণ পাওয়া গেছে পরে ব্যাট করে দলগুলোর ম্যাচ জেতায়। মাত্র দুটি দল হেরেছে তিনটি ম্যাচ পরে ব্যাট করে। দল দুটি হচ্ছে দুই ম্যাচ হারা হংকংয়ের সঙ্গে একটি ম্যাচ হারা আফগানিস্তান। আর স্রোতের বিপরীতে গাঁ ভাসিয়ে দেওয়া বাংলাদেশ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ম্যাচ হেরেছিল আফগানিস্তানের বিপক্ষে। সব মিলিয়ে পরে ব্যাট করা দলগুলো জিতেছে ৯টি ম্যাচ। ফাইনালে বাবর আজম-দাসুন শানাকার মধ্যে যে টস জিতবে, সে-ই পরে ব্যাট করার সিদ্ধান্ত নেবে।
এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে মোট খেলা হয়েছে আটটি, যার ছয়টিতে পরে ব্যাট করা দলগুলো জিতেছে। টস জিতে ম্যাচ জেতার হার ৭৫ শতাংশ। আর এবার দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করে ম্যাচ জেতার ঘটনা দুটি। দুটিই জিতেছে ভারত। প্রথমটা হংকং আর দ্বিতীয়টি আফগানিস্তানের বিপক্ষে। তবে ম্যাচ দুটির গুরুত্ব ছিল না টুর্নামেন্টে। টস জিতলেই ম্যাচ জেতা বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের আশা, টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনটা হবে না।
টুর্নামেন্টের ফাইনালে ওঠা পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দলেই এশিয়া কাপ শুরু করেছিল হার দিয়ে। পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১৫তম সংস্করণের ফাইনালে উঠেছে। আর বেশ কয়েক জায়গায় তারা একই মেরুতে। দুই দেশের জনগণই আছে সংকট ও দুর্ভোগের মধ্যে। শ্রীলঙ্কায় চলছে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার সংকট ও দুর্ভোগ আর বন্যার কারণে পাকিস্তানে চলছে মানবিক সংকট ও দুর্ভোগ।
এমন সংকটের সময় দুই দলের লক্ষ্যে থাকবে শিরোপা জিতিয়ে তাদের মুখে হাসি ফোটানো। এর জন্য অবশ্য মাঠের খেলার পারফরম্যান্সের আগে ‘টস’ ভাগ্যে জিতে অর্ধেক কাজ সেরে রাখতে হবে দুই দলের অধিনায়ককে। দুবাইয়ের মাঠে শানাকার টস ভাগ্য আবার বাবরের চেয়ে ভালো। তিন ম্যাচের সব কটিতে জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক। আর পাকিস্তানের অধিনায়ক বাবর তিন ম্যাচে এক জয়ের বিপরীতে দুই ম্যাচ হেরেছেন।
ক্রিকেট খেলাটা দক্ষতা ও কৌশলের, কিন্তু ভাগ্যের ছোঁয়াও অনেক লাগে। ভাগ্যের ছোঁয়া এবারের এশিয়া কাপে খুবই গুরুত্বপূর্ণ বিষয় হয়ে দাঁড়িয়েছে। দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে টস জেতা মানে জয়ের অর্ধেক কাজ সেরে রাখা। টুর্নামেন্টের পরিসংখ্যানও তা-ই বলছে। তাই এশিয়া কাপের ফাইনালে আজ দুই দলের অধিনায়ক বাবর আজম ও দাসুন শানাকার বিশেষ মনোযোগ থাকবে টস জয়ের ব্যাপারে।
এবারের এশিয়া কাপে প্রতিটি দলের বিশেষ মনোযোগও ছিল টসে। সংযুক্ত আরব আমিরাতে অনুষ্ঠিত এবারের টুর্নামেন্টে দেখা গেছে, টস জিতে ফিল্ডিং নেওয়া দলগুলোই অধিকাংশ ম্যাচ জিতেছে। তাই মহাদেশীয় শ্রেষ্ঠত্বের লড়াইয়ে দুই দলের অধিনায়কের কাছে ‘টস’ ভাগ্য জেতা খুবই গুরুত্বপূর্ণ হয়ে দাঁড়িয়েছে। যে দল টস জিতবে, সেই দল এশিয়া কাপ জেতার অর্ধেক কাজ সেরে ফেলবে।
মরুর দেশে হওয়া এবারের এশিয়া কাপের পরিসংখ্যান অনুযায়ী এখন পর্যন্ত ম্যাচ হয়েছে ১২টি, একটি ম্যাচ বাদে যার প্রতিটিতে টস জিতে দলের অধিনায়কেরা ফিল্ডিং নিয়েছেন। অধিনায়কদের সিদ্ধান্ত যে সঠিক ছিল, তার প্রমাণ পাওয়া গেছে পরে ব্যাট করে দলগুলোর ম্যাচ জেতায়। মাত্র দুটি দল হেরেছে তিনটি ম্যাচ পরে ব্যাট করে। দল দুটি হচ্ছে দুই ম্যাচ হারা হংকংয়ের সঙ্গে একটি ম্যাচ হারা আফগানিস্তান। আর স্রোতের বিপরীতে গাঁ ভাসিয়ে দেওয়া বাংলাদেশ টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নিয়ে ম্যাচ হেরেছিল আফগানিস্তানের বিপক্ষে। সব মিলিয়ে পরে ব্যাট করা দলগুলো জিতেছে ৯টি ম্যাচ। ফাইনালে বাবর আজম-দাসুন শানাকার মধ্যে যে টস জিতবে, সে-ই পরে ব্যাট করার সিদ্ধান্ত নেবে।
এশিয়া কাপের ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে দুবাই আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে। এই মাঠে মোট খেলা হয়েছে আটটি, যার ছয়টিতে পরে ব্যাট করা দলগুলো জিতেছে। টস জিতে ম্যাচ জেতার হার ৭৫ শতাংশ। আর এবার দুবাইয়ে টস হেরে আগে ব্যাট করে ম্যাচ জেতার ঘটনা দুটি। দুটিই জিতেছে ভারত। প্রথমটা হংকং আর দ্বিতীয়টি আফগানিস্তানের বিপক্ষে। তবে ম্যাচ দুটির গুরুত্ব ছিল না টুর্নামেন্টে। টস জিতলেই ম্যাচ জেতা বিষয়টি নিয়ে বিরক্তি প্রকাশ করেছেন রোহিত শর্মা। ভারতীয় অধিনায়কের আশা, টি-টোয়েন্টি বিশ্বকাপে এমনটা হবে না।
টুর্নামেন্টের ফাইনালে ওঠা পাকিস্তান-শ্রীলঙ্কা দুই দলেই এশিয়া কাপ শুরু করেছিল হার দিয়ে। পরে দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ১৫তম সংস্করণের ফাইনালে উঠেছে। আর বেশ কয়েক জায়গায় তারা একই মেরুতে। দুই দেশের জনগণই আছে সংকট ও দুর্ভোগের মধ্যে। শ্রীলঙ্কায় চলছে রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিতিশীলতার সংকট ও দুর্ভোগ আর বন্যার কারণে পাকিস্তানে চলছে মানবিক সংকট ও দুর্ভোগ।
এমন সংকটের সময় দুই দলের লক্ষ্যে থাকবে শিরোপা জিতিয়ে তাদের মুখে হাসি ফোটানো। এর জন্য অবশ্য মাঠের খেলার পারফরম্যান্সের আগে ‘টস’ ভাগ্যে জিতে অর্ধেক কাজ সেরে রাখতে হবে দুই দলের অধিনায়ককে। দুবাইয়ের মাঠে শানাকার টস ভাগ্য আবার বাবরের চেয়ে ভালো। তিন ম্যাচের সব কটিতে জিতেছেন শ্রীলঙ্কার অধিনায়ক। আর পাকিস্তানের অধিনায়ক বাবর তিন ম্যাচে এক জয়ের বিপরীতে দুই ম্যাচ হেরেছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫