‘রান মেশিন’, ‘কিং কোহলি’-এই উপাধিগুলো বিরাট কোহলি পেয়ে গেছেন অনেক আগেই। আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলেও তাঁর ব্যাটে ছোটে রানের ফোয়ারা। একের পর এক রেকর্ড নিজের নামে করে নেন কোহলি। রাজার মতো পারফর্ম করা কোহলি হয়তো একটা ক্ষেত্রে বেশ আক্ষেপে পুড়বেন। ভারতীয় এই ব্যাটারের শোকেসে এখনও পর্যন্ত আসেনি কোনো আইপিএল শিরোপা।
২০২৩ আইপিএলের কথাই ধরা যাক। প্লে অফ খেলতে হলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে গতকাল ছিল ‘মাস্ট উইন গেইম’। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৬১ বলে ১০১ রানের অপরাজিত এক ইনিংস খেললেন। ক্রিস গেইলের ৬ সেঞ্চুরি ছাপিয়ে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড নিজের নামে লেখান কোহলি। ২৩৭ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে ৭ সেঞ্চুরি করলেন ভারতীয় এই ব্যাটার। তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে টানা দুই ম্যাচে করলেন সেঞ্চুরির রেকর্ড। ফাফ ডু প্লেসির সঙ্গে এই আইপিএলে জুটি বেঁধে করলেন ৯৩৯ রান। যা এক মৌসুমে জুটির রানে যৌথভাবে সর্বোচ্চ। তবে কোহলির এই রেকর্ড গড়া রাতে জল ঢেলে দেন শুভমান গিল। গিলের ১০৪ রানের ম্যাচজয়ী ইনিংসে গুজরাট পায় ৬ উইকেটের জয়। ১৬ তম আইপিএলে কোহলিদের দৌড় থেমে যায় লিগ পর্বেই।
কোহলির কাছে এমন ঘটনা অবশ্য নতুন কিছু নয়। ২০১৬ আইপিএলে ছিলেন ফর্মের তুঙ্গে। ৮১.০৮ গড় ও ১৫২.০৩ স্ট্রাইক করেন ৯৭৩ রান। যা আইপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। ৪টি সেঞ্চুরি করেন কোহলি। সেবার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে জুটি বেঁধে করেন ৯৩৯ রান। ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছেন কোহলি। তবে ফাইনালে উঠে আরও একবার স্বপ্নভঙ্গ হয় বেঙ্গালুরুর। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ রানে হেরে আইপিএলে তৃতীয়বারের মতো রানার্সআপ হয়েছেন কোহলিরা। এর আগে ২০০৯ ও ২০১১ আইপিএলে বেঙ্গালুরুকে কাঁদিয়েছিল ডেকান চার্জার্স ও চেন্নাই সুপার কিংস। ২০০৯ মৌসুমে কোহলি করেন ২৪৬ রান আর ২০১১ তে ভারতীয় এই ব্যাটারের ব্যাট থেকে এসেছিল ৫৫৭ রান।
এ ছাড়া এক মৌসুমে ৬০০-এর বেশি রান কোহলি করেছেন তিনবার। ২০১৬ আইপিএল তো রয়েছেই। এবার ভারতীয় এই ব্যাটার করেছেন ৬৩৯ রান। ২ ফিফটির সঙ্গে করেছেন ৬ ফিফটি। এখন পর্যন্ত এই আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আর ২০১৩ আইপিএলে ৬ ফিফটিতে করেন ৬৩৪ রান। ১০ বছর আগেও লিগ পর্ব থেকে ছিটকে যান কোহলিরা। রানের বন্যা বইয়েও শিরোপা না ছোঁয়ার আফসোসে হয়তো পুড়ছেন ভারতীয় এই ব্যাটার।
‘রান মেশিন’, ‘কিং কোহলি’-এই উপাধিগুলো বিরাট কোহলি পেয়ে গেছেন অনেক আগেই। আন্তর্জাতিক ক্রিকেটের মতো আইপিএলেও তাঁর ব্যাটে ছোটে রানের ফোয়ারা। একের পর এক রেকর্ড নিজের নামে করে নেন কোহলি। রাজার মতো পারফর্ম করা কোহলি হয়তো একটা ক্ষেত্রে বেশ আক্ষেপে পুড়বেন। ভারতীয় এই ব্যাটারের শোকেসে এখনও পর্যন্ত আসেনি কোনো আইপিএল শিরোপা।
২০২৩ আইপিএলের কথাই ধরা যাক। প্লে অফ খেলতে হলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর কাছে গতকাল ছিল ‘মাস্ট উইন গেইম’। গুজরাট টাইটান্সের বিপক্ষে ৬১ বলে ১০১ রানের অপরাজিত এক ইনিংস খেললেন। ক্রিস গেইলের ৬ সেঞ্চুরি ছাপিয়ে আইপিএল ইতিহাসে সর্বোচ্চ সেঞ্চুরির রেকর্ড নিজের নামে লেখান কোহলি। ২৩৭ ম্যাচের আইপিএল ক্যারিয়ারে ৭ সেঞ্চুরি করলেন ভারতীয় এই ব্যাটার। তৃতীয় ক্রিকেটার হিসেবে আইপিএলে টানা দুই ম্যাচে করলেন সেঞ্চুরির রেকর্ড। ফাফ ডু প্লেসির সঙ্গে এই আইপিএলে জুটি বেঁধে করলেন ৯৩৯ রান। যা এক মৌসুমে জুটির রানে যৌথভাবে সর্বোচ্চ। তবে কোহলির এই রেকর্ড গড়া রাতে জল ঢেলে দেন শুভমান গিল। গিলের ১০৪ রানের ম্যাচজয়ী ইনিংসে গুজরাট পায় ৬ উইকেটের জয়। ১৬ তম আইপিএলে কোহলিদের দৌড় থেমে যায় লিগ পর্বেই।
কোহলির কাছে এমন ঘটনা অবশ্য নতুন কিছু নয়। ২০১৬ আইপিএলে ছিলেন ফর্মের তুঙ্গে। ৮১.০৮ গড় ও ১৫২.০৩ স্ট্রাইক করেন ৯৭৩ রান। যা আইপিএল ইতিহাসে এক মৌসুমে সর্বোচ্চ। ৪টি সেঞ্চুরি করেন কোহলি। সেবার এবি ডি ভিলিয়ার্সের সঙ্গে জুটি বেঁধে করেন ৯৩৯ রান। ম্যান অব দ্য টুর্নামেন্টও হয়েছেন কোহলি। তবে ফাইনালে উঠে আরও একবার স্বপ্নভঙ্গ হয় বেঙ্গালুরুর। সানরাইজার্স হায়দরাবাদের কাছে ৮ রানে হেরে আইপিএলে তৃতীয়বারের মতো রানার্সআপ হয়েছেন কোহলিরা। এর আগে ২০০৯ ও ২০১১ আইপিএলে বেঙ্গালুরুকে কাঁদিয়েছিল ডেকান চার্জার্স ও চেন্নাই সুপার কিংস। ২০০৯ মৌসুমে কোহলি করেন ২৪৬ রান আর ২০১১ তে ভারতীয় এই ব্যাটারের ব্যাট থেকে এসেছিল ৫৫৭ রান।
এ ছাড়া এক মৌসুমে ৬০০-এর বেশি রান কোহলি করেছেন তিনবার। ২০১৬ আইপিএল তো রয়েছেই। এবার ভারতীয় এই ব্যাটার করেছেন ৬৩৯ রান। ২ ফিফটির সঙ্গে করেছেন ৬ ফিফটি। এখন পর্যন্ত এই আইপিএলের তৃতীয় সর্বোচ্চ রান সংগ্রাহক। আর ২০১৩ আইপিএলে ৬ ফিফটিতে করেন ৬৩৪ রান। ১০ বছর আগেও লিগ পর্ব থেকে ছিটকে যান কোহলিরা। রানের বন্যা বইয়েও শিরোপা না ছোঁয়ার আফসোসে হয়তো পুড়ছেন ভারতীয় এই ব্যাটার।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫