চোটে পড়ে জোফরা আর্চার আগেই ছিটকে গেছেন। মানসিক অবসাদের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি নেওয়ায় দলে নেই বেন স্টোকসও। এই দুই বড় তারকাকে বাদ দিয়েই অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
১৫ সদস্যের চূড়ান্ত দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে সংযুক্ত আরব আমিরাত যাবেন আরও তিনজন। দলে চমক বলতে একটাই। চার বছরের বেশি সময় পর বিশ্বকাপ স্কোয়াড দিয়ে দলে ঢুকেছেন বাঁহাতি পেসার টাইমাল মিলস। ২৯ বছর বয়সী এই পেসার ইংল্যান্ডের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। মূলত আর্চারের না থাকাতে দলে ঢুকেছেন মিলস। এ ছাড়া গত এক বছর নিয়মিত খেলা খেলোয়াড়দেরই জায়গা হয়েছে স্কোয়াডে।
২০১০ সালে পল কলিংউডের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড। সেটিই ছিল ক্রিকেটের জনকদের প্রথম বৈশ্বিক শিরোপা।
এবার এউইন মরগানের নেতৃত্বাধীন দল নিয়ে বিশ্বকাপ জয়ের ব্যাপারে আশাবাদী ইংলিশ কোচ ক্রিস সিলভারউড। দল ঘোষণার পর ৪৬ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘সব চ্যালেঞ্জ উতরে বিশ্বকাপ জয়ের ব্যাপারে আমরা খুবই আশাবাদী। আমার বিশ্বাস, আমরা এমন একটা দল দিয়েছে যেটা সব বিভাগেই স্বয়ংসম্পূর্ণ।’
ইংল্যান্ডের টি–টোয়েন্টি বিশ্বকাপ দল:
এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারেস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, জেসন রয়, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
রিজার্ভ:
টম কারান, লিয়াম ডসন, জেমস ভিন্স
চোটে পড়ে জোফরা আর্চার আগেই ছিটকে গেছেন। মানসিক অবসাদের কারণে অনির্দিষ্ট সময়ের জন্য ক্রিকেট থেকে বিরতি নেওয়ায় দলে নেই বেন স্টোকসও। এই দুই বড় তারকাকে বাদ দিয়েই অক্টোবর-নভেম্বরে টি-টোয়েন্টি বিশ্বকাপের দল ঘোষণা করেছে ইংল্যান্ড।
১৫ সদস্যের চূড়ান্ত দলের সঙ্গে রিজার্ভ খেলোয়াড় হিসেবে সংযুক্ত আরব আমিরাত যাবেন আরও তিনজন। দলে চমক বলতে একটাই। চার বছরের বেশি সময় পর বিশ্বকাপ স্কোয়াড দিয়ে দলে ঢুকেছেন বাঁহাতি পেসার টাইমাল মিলস। ২৯ বছর বয়সী এই পেসার ইংল্যান্ডের হয়ে সর্বশেষ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছিলেন ২০১৭ সালের ফেব্রুয়ারিতে। মূলত আর্চারের না থাকাতে দলে ঢুকেছেন মিলস। এ ছাড়া গত এক বছর নিয়মিত খেলা খেলোয়াড়দেরই জায়গা হয়েছে স্কোয়াডে।
২০১০ সালে পল কলিংউডের নেতৃত্বে টি-টোয়েন্টি বিশ্বকাপের শিরোপা ঘরে তুলেছিল ইংল্যান্ড। সেটিই ছিল ক্রিকেটের জনকদের প্রথম বৈশ্বিক শিরোপা।
এবার এউইন মরগানের নেতৃত্বাধীন দল নিয়ে বিশ্বকাপ জয়ের ব্যাপারে আশাবাদী ইংলিশ কোচ ক্রিস সিলভারউড। দল ঘোষণার পর ৪৬ বছর বয়সী এই কোচ বলেছেন, ‘সব চ্যালেঞ্জ উতরে বিশ্বকাপ জয়ের ব্যাপারে আমরা খুবই আশাবাদী। আমার বিশ্বাস, আমরা এমন একটা দল দিয়েছে যেটা সব বিভাগেই স্বয়ংসম্পূর্ণ।’
ইংল্যান্ডের টি–টোয়েন্টি বিশ্বকাপ দল:
এউইন মরগান (অধিনায়ক), মঈন আলী, জনি বেয়ারেস্টো, স্যাম বিলিংস, জস বাটলার, স্যাম কারান, ক্রিস জর্ডান, লিয়াম লিভিংস্টোন, ডেভিড মালান, টাইমাল মিলস, জেসন রয়, আদিল রশিদ, ডেভিড উইলি, ক্রিস ওকস, মার্ক উড।
রিজার্ভ:
টম কারান, লিয়াম ডসন, জেমস ভিন্স
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৯ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে