২০২৩ বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচ একপেশে হয়েছে ঠিকই। তবে রেকর্ডের বন্যা বয়ে গেছে। ব্যক্তিগত রেকর্ড, দলীয় রেকর্ডে সয়লাব হয়ে গেছে ভারতে আয়োজিত এবারের বিশ্বকাপ। রেকর্ডের পাশাপাশি অনেক আলোচিত ঘটনাও ঘটেছে ১৩ তম ওয়ানডে বিশ্বকাপে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ২০২৩ বিশ্বকাপ। একই মাঠে গত পরশু শেষ হয়েছে ৪৫ দিন ব্যাপী টুর্নামেন্ট। সব মিলিয়ে ম্যাচ হয়েছে ৪৮ টি। যার মধ্যে রাউন্ড রবিন পদ্ধতিতে চলা ১০ দলের প্রথম পর্বে হয়েছে ৪৫ ম্যাচ। দেড় মাসের এই টুর্নামেন্টে মাঠে বসে খেলা দেখেছেন ১২ লাখ ৫০ হাজার ৩০৭ দর্শক। যা কোনো নির্দিষ্ট বিশ্বকাপে সর্বোচ্চ। যেখানে এবারের বিশ্বকাপে শুরুতে গ্যালারিতে দর্শক কম কেন, তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তাতে পেছনে পড়ে গেছে ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপও। ৮ বছর আগে সেই বিশ্বকাপে গ্যালারিতে বসে খেলা দেখেছেন ১০ লাখ ১৬ হাজার ৪২০ দর্শক। সেবার ম্যাচ হয়েছিল ৪৯ টি।
শুধু বিশ্বকাপ ইতিহাসেই নয়, মাঠে বসে খেলা দেখা দর্শকদের সংখ্যায় যেকোনো আইসিসি ইভেন্টেই সর্বোচ্চ দর্শক এসেছেন ২০২৩ বিশ্বকাপে। গত পরশু ভারত-অষ্ট্রেলিয়া ফাইনালে ৯০ হাজারেরও বেশি দর্শক মাঠে বসে খেলা দেখেছেন। গ্যালারিতে বসে খেলা উপভোগ করা দর্শকদের সংখ্যায় ২০২৩,২০১৫ এর পর তিন নম্বরে রয়েছে ২০১৯ বিশ্বকাপ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন ৭ লাখ ৫২ হাজার দর্শক। গত বিশ্বকাপও হয়েছে ২০২৩ বিশ্বকাপের আদলে।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানরেট উঠেছে ২০২৩ বিশ্বকাপেই। ভারতে আয়োজিত এবার রানবন্যার বিশ্বকাপে রানরেট ৫.৮৩। ২০২৩ বিশ্বকাপের পরেই রয়েছে ২০১৫ বিশ্বকাপ। ৮ বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপে রান উঠেছে ওভারপ্রতি ৫.৬৫ গতিতে। তিন নম্বরে থাকা ২০১৯ বিশ্বকাপে রানরেট ছিল ৫.৫৯।
২০২৩ বিশ্বকাপে বেশিরভাগ ম্যাচ একপেশে হয়েছে ঠিকই। তবে রেকর্ডের বন্যা বয়ে গেছে। ব্যক্তিগত রেকর্ড, দলীয় রেকর্ডে সয়লাব হয়ে গেছে ভারতে আয়োজিত এবারের বিশ্বকাপ। রেকর্ডের পাশাপাশি অনেক আলোচিত ঘটনাও ঘটেছে ১৩ তম ওয়ানডে বিশ্বকাপে।
আহমেদাবাদের নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গত ৫ অক্টোবর ইংল্যান্ড-নিউজিল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হয়েছিল ২০২৩ বিশ্বকাপ। একই মাঠে গত পরশু শেষ হয়েছে ৪৫ দিন ব্যাপী টুর্নামেন্ট। সব মিলিয়ে ম্যাচ হয়েছে ৪৮ টি। যার মধ্যে রাউন্ড রবিন পদ্ধতিতে চলা ১০ দলের প্রথম পর্বে হয়েছে ৪৫ ম্যাচ। দেড় মাসের এই টুর্নামেন্টে মাঠে বসে খেলা দেখেছেন ১২ লাখ ৫০ হাজার ৩০৭ দর্শক। যা কোনো নির্দিষ্ট বিশ্বকাপে সর্বোচ্চ। যেখানে এবারের বিশ্বকাপে শুরুতে গ্যালারিতে দর্শক কম কেন, তা নিয়ে অনেক আলোচনা হয়েছিল। তাতে পেছনে পড়ে গেছে ২০১৫ সালে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপও। ৮ বছর আগে সেই বিশ্বকাপে গ্যালারিতে বসে খেলা দেখেছেন ১০ লাখ ১৬ হাজার ৪২০ দর্শক। সেবার ম্যাচ হয়েছিল ৪৯ টি।
শুধু বিশ্বকাপ ইতিহাসেই নয়, মাঠে বসে খেলা দেখা দর্শকদের সংখ্যায় যেকোনো আইসিসি ইভেন্টেই সর্বোচ্চ দর্শক এসেছেন ২০২৩ বিশ্বকাপে। গত পরশু ভারত-অষ্ট্রেলিয়া ফাইনালে ৯০ হাজারেরও বেশি দর্শক মাঠে বসে খেলা দেখেছেন। গ্যালারিতে বসে খেলা উপভোগ করা দর্শকদের সংখ্যায় ২০২৩,২০১৫ এর পর তিন নম্বরে রয়েছে ২০১৯ বিশ্বকাপ। ইংল্যান্ডে অনুষ্ঠিত ২০১৯ বিশ্বকাপে গ্যালারিতে বসে খেলা উপভোগ করেছেন ৭ লাখ ৫২ হাজার দর্শক। গত বিশ্বকাপও হয়েছে ২০২৩ বিশ্বকাপের আদলে।
বিশ্বকাপ ইতিহাসে সর্বোচ্চ রানরেট উঠেছে ২০২৩ বিশ্বকাপেই। ভারতে আয়োজিত এবার রানবন্যার বিশ্বকাপে রানরেট ৫.৮৩। ২০২৩ বিশ্বকাপের পরেই রয়েছে ২০১৫ বিশ্বকাপ। ৮ বছর আগে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডে হওয়া বিশ্বকাপে রান উঠেছে ওভারপ্রতি ৫.৬৫ গতিতে। তিন নম্বরে থাকা ২০১৯ বিশ্বকাপে রানরেট ছিল ৫.৫৯।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৯ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৯ দিন আগে