ক্রীড়া ডেস্ক
বার্বাডোজে পরশু রাতে শেষ হওয়া অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে আম্পায়ারিং নিয়ে কম বিতর্ক হয়নি। ওয়েস্ট ইন্ডিজ প্রধান কোচ ড্যারেন স্যামি কঠোর সমালোচনা করেছেন আম্পায়ারিং নিয়ে। সেটার শাস্তি তাঁকে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
স্যামিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন তিনি। মাঠের আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও নিতিন মেনন, তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট অভিযোগ এসেছেন। ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ জরিমানা ও ডিমেরিট পয়েন্টের শাস্তি দিয়েছেন স্যামিকে। আইসিসি আচরণবিধির ২.৭ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগও উঠেছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়, সাপোর্টিং স্টাফ, ম্যাচ কর্মকর্তা বা কোনো ঘটনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা বা অনুপযুক্ত মন্তব্য করলে এমন শাস্তির নিয়ম রয়েছে।
আম্পায়ারিং নিয়ে স্যামির সন্দেহের উদ্রেক করে বার্বাডোজ টেস্টের দ্বিতীয় দিনে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজের এলবিডব্লিউর সিদ্ধান্ত, শাই হোপের ক্যাচ—এই দুইটি সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ মনে করে, প্যাট কামিন্সের করা বলটি আগে চেজের ব্যাটে লেগেছে। চেজকে মাঠের আম্পায়ার এলবিডব্লিউ দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন। আলট্রাএজে কোনো স্পাইক দেখা না গেলেও কাছাকাছি দুটি ছোট স্পাইক দেখা গিয়েছিল। তাতেই বল ব্যাটে লেগেছিল বলে দাবি করেছিলেন চেজ। কিন্তু টিভি আম্পায়ার হোল্ডস্টকের মতে বল ও ব্যাটের মধ্যে স্পষ্ট দূরত্ব ছিল।
হোপের আউট নিয়েও বিতর্ক আছে। বিউ ওয়েবস্টারের ভেতরে ঢোকা বল ব্যাটের কানায় লাগার পর অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি দুর্দান্তভাবে সেটি লুফে নিয়েছিলেন। বল ক্যারির হাতে থাকলেও ক্যাচ নিয়ে মাটিতে পড়ার সময় বলটি ঘাসে লেগেছিল কিনা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। তৃতীয় আম্পায়ার হোল্ডস্টক এখানেও অস্ট্রেলিয়ার পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল। ড্রেসিংরুমে তখনই হতাশা প্রকাশ করেছিলেন স্যামি। এমনকি দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদমাধ্যমে তুমুল সমালোচনা করেছিলেন উইন্ডিজ কোচ।
স্যামি তাঁর দোষ স্বীকার করেছেন ও শাস্তি মাথা পেতে নিয়েছেন। গত ২৪ মাসে ওয়েস্ট ইন্ডিজ কোচ এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন। আইসিসির আচরণ বিধির এক নম্বর ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। পাশাপাশি এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে ক্রিকেটারের নামের পাশে।
বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট তিন দিনে শেষ হয়ে গেছে। পরশু রাতে শেষ হওয়া ম্যাচে অস্ট্রেলিয়া ১৫৯ রানে জিতেছে। সিরিজের দ্বিতীয় টেস্ট বৃহস্পতিবার শুরু হবে সেন্ট জর্জেসে। তৃতীয় টেস্ট ১২ জুলাই শুরু হবে জ্যামাইকায়। ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
বার্বাডোজে পরশু রাতে শেষ হওয়া অস্ট্রেলিয়া-ওয়েস্ট ইন্ডিজ প্রথম টেস্টে আম্পায়ারিং নিয়ে কম বিতর্ক হয়নি। ওয়েস্ট ইন্ডিজ প্রধান কোচ ড্যারেন স্যামি কঠোর সমালোচনা করেছেন আম্পায়ারিং নিয়ে। সেটার শাস্তি তাঁকে দিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা (আইসিসি)।
স্যামিকে ম্যাচ ফির ১৫ শতাংশ জরিমানা করা হয়েছে। তাঁর নামের পাশে যুক্ত হয়েছে একটি ডিমেরিট পয়েন্ট। আইসিসির আচরণবিধির এক নম্বর ধারা ভঙ্গের দায়ে এমন শাস্তি পেয়েছেন তিনি। মাঠের আম্পায়ার রিচার্ড কেটেলবোরো ও নিতিন মেনন, তৃতীয় আম্পায়ার আদ্রিয়ান হোল্ডস্টক ও চতুর্থ আম্পায়ার গ্রেগরি ব্র্যাথওয়েট অভিযোগ এসেছেন। ম্যাচ রেফারি জাভাগল শ্রীনাথ জরিমানা ও ডিমেরিট পয়েন্টের শাস্তি দিয়েছেন স্যামিকে। আইসিসি আচরণবিধির ২.৭ অনুচ্ছেদ লঙ্ঘনের অভিযোগও উঠেছে। এই অনুচ্ছেদ অনুযায়ী, আন্তর্জাতিক ম্যাচে কোনো খেলোয়াড়, সাপোর্টিং স্টাফ, ম্যাচ কর্মকর্তা বা কোনো ঘটনা নিয়ে প্রকাশ্যে সমালোচনা করা বা অনুপযুক্ত মন্তব্য করলে এমন শাস্তির নিয়ম রয়েছে।
আম্পায়ারিং নিয়ে স্যামির সন্দেহের উদ্রেক করে বার্বাডোজ টেস্টের দ্বিতীয় দিনে। ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক রস্টন চেজের এলবিডব্লিউর সিদ্ধান্ত, শাই হোপের ক্যাচ—এই দুইটি সিদ্ধান্ত নিয়ে অসন্তুষ্ট ছিলেন স্যামি। ওয়েস্ট ইন্ডিজ মনে করে, প্যাট কামিন্সের করা বলটি আগে চেজের ব্যাটে লেগেছে। চেজকে মাঠের আম্পায়ার এলবিডব্লিউ দিলে সঙ্গে সঙ্গে রিভিউ নেন। আলট্রাএজে কোনো স্পাইক দেখা না গেলেও কাছাকাছি দুটি ছোট স্পাইক দেখা গিয়েছিল। তাতেই বল ব্যাটে লেগেছিল বলে দাবি করেছিলেন চেজ। কিন্তু টিভি আম্পায়ার হোল্ডস্টকের মতে বল ও ব্যাটের মধ্যে স্পষ্ট দূরত্ব ছিল।
হোপের আউট নিয়েও বিতর্ক আছে। বিউ ওয়েবস্টারের ভেতরে ঢোকা বল ব্যাটের কানায় লাগার পর অস্ট্রেলিয়ান উইকেটরক্ষক অ্যালেক্স ক্যারি দুর্দান্তভাবে সেটি লুফে নিয়েছিলেন। বল ক্যারির হাতে থাকলেও ক্যাচ নিয়ে মাটিতে পড়ার সময় বলটি ঘাসে লেগেছিল কিনা, সেটা নিয়ে প্রশ্ন উঠেছিল। তৃতীয় আম্পায়ার হোল্ডস্টক এখানেও অস্ট্রেলিয়ার পক্ষে সিদ্ধান্ত দিয়েছিল। ড্রেসিংরুমে তখনই হতাশা প্রকাশ করেছিলেন স্যামি। এমনকি দ্বিতীয় দিনের খেলা শেষে সংবাদমাধ্যমে তুমুল সমালোচনা করেছিলেন উইন্ডিজ কোচ।
স্যামি তাঁর দোষ স্বীকার করেছেন ও শাস্তি মাথা পেতে নিয়েছেন। গত ২৪ মাসে ওয়েস্ট ইন্ডিজ কোচ এবারই প্রথম ডিমেরিট পয়েন্ট পেলেন। আইসিসির আচরণ বিধির এক নম্বর ধারা ভঙ্গের সর্বনিম্ন শাস্তি আনুষ্ঠানিক তিরস্কার। সর্বোচ্চ শাস্তি ম্যাচ ফির ৫০ শতাংশ জরিমানা। পাশাপাশি এক অথবা দুই ডিমেরিট পয়েন্ট যুক্ত হবে ক্রিকেটারের নামের পাশে।
বার্বাডোজে ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া প্রথম টেস্ট তিন দিনে শেষ হয়ে গেছে। পরশু রাতে শেষ হওয়া ম্যাচে অস্ট্রেলিয়া ১৫৯ রানে জিতেছে। সিরিজের দ্বিতীয় টেস্ট বৃহস্পতিবার শুরু হবে সেন্ট জর্জেসে। তৃতীয় টেস্ট ১২ জুলাই শুরু হবে জ্যামাইকায়। ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়া তিন ম্যাচের টেস্ট সিরিজ ২০২৫-২৭ টেস্ট চ্যাম্পিয়নশিপের অন্তর্ভুক্ত।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১৮ দিন আগেজাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১৮ দিন আগেনতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১৮ দিন আগে২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১৮ দিন আগে