ক্রীড়া ডেস্ক
বুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে প্রথম ওয়ানডেতে হারের পর পাকিস্তানকে নিতে শুরু হয় ব্যঙ্গ-বিদ্রুপ। সেই পাকিস্তান ৪৮ ঘণ্টার ব্যবধানে নিল ‘মধুর প্রতিশোধ’। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বুলাওয়েতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
স্কোরবোর্ডে ১৪৬ রানের লক্ষ্যটাই হয়তো আজ জানতেন সাইম আইয়ুব। কিন্তু সংস্করণটা কী, সেটা যে তাঁর মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলে নিয়েছেন ৫৩ বলে। তাঁর ঝোড়ো সেঞ্চুরির দিন পাকিস্তান ম্যাচ জিতল ১৯০ বল হাতে রেখে ১০ উইকেট। পাকিস্তান-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়।
জয়ের লক্ষ্যে নেমে ৩৬ রানে ভাঙতে পারত পাকিস্তানের উদ্বোধনী জুটি। সপ্তম ওভারের তৃতীয় বলে ব্লেজিং মুজারাবানির অফসাইডের বাইরের বল ড্রাইভ করতে যান আব্দুল্লাহ শফিক। ব্যাকওয়ার্ড পয়েন্টে ডাইভ দিয়েও ক্যাচ ধরতে পারেননি শন উইলিয়ামস। ঠিক তার পরের বলেই পয়েন্ট-ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝ দিয়ে চার মারেন শফিক। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান করে ৭১ রান। সাইম তাঁর ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পেয়েছেন ৩২ বলে।
টি-টোয়েন্টি মেজাজে ফিফটি করা সাইম তাঁর সঙ্গী শফিককে একপ্রান্তে দর্শক বানিয়ে তাণ্ডব চালিয়ে যান। ১৪তম ওভারের প্রথম তিন বলে ব্র্যান্ডন মাভুতাকে চার মারেন সাইম। তাণ্ডব চালানো সাইম সেঞ্চুরি তুলে নিয়েছেন ১৭তম ওভারের প্রথম বলে সিকান্দার রাজাকে মিড উইকেট দিয়ে পুল করে। ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাইমের হাতে। ৬২ বলে ১৭ চার ও ৩ ছক্কায় ১১৩ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানি এই ব্যাটার। ৪ ওভার বোলিংয়ে ১৬ রান খরচ করে ১ উইকেটও নিয়েছেন তিনি। একপ্রান্তে দর্শক বনে যাওয়া শফিক দিয়েছেন ‘ফিনিশিং টাচ’। ১৯তম ওভারের দ্বিতীয় বলে রাজাকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে পাকিস্তানকে এনে দেন ১০ উইকেটের বিশাল জয়।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন। ৩.৫ ওভারে ২ উইকেটে ২৩ রানে পরিণত হয় স্বাগতিকেরা। এখান থেকে তৃতীয় উইকেটে ৫১ বলে ৩৮ রানের জুটি গড়েন আরভিন ও দিওন মায়ার্স। ১৪তম ওভারের তৃতীয় বলে মায়ার্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন আগা সালমান। আরভিনকেও দ্রুত ফিরিয়েছেন সালমান। দ্রুত ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ১৫ ওভারে ৪ উইকেটে ৬৮ রান।
জোড়া ধাক্কা খাওয়া জিম্বাবুয়ে এরপর দিশা খুঁজে পায় মিডল অর্ডারের ব্যাটিংয়ে। পঞ্চম ও ষষ্ঠ উইকেটে ২৯ ও ২৪ রানের দুটি জুটি গড়তে অবদান রেখেছেন উইলিয়ামস। যেখানে পঞ্চম ও ষষ্ঠ উইকেটে উইলিয়ামসের সঙ্গী ছিলেন সিকান্দার রাজা ও ব্রায়ান বেনেট। এখান থেকে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ১৪৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেন মায়ার্স। ৩০ বলে ৬ চার মারেন জিম্বাবুয়ের এই ব্যাটার। ম্যাচে পাকিস্তানের সেরা বোলার আবরার আহমেদ নিয়েছেন ৪ উইকেট। ওয়ানডে অভিষেকে আবরার বোলিং করেছেন ৮ ওভার। ২ ওভার মেডেন দিয়েছেন।
বুলাওয়েতে জিম্বাবুয়ের কাছে প্রথম ওয়ানডেতে হারের পর পাকিস্তানকে নিতে শুরু হয় ব্যঙ্গ-বিদ্রুপ। সেই পাকিস্তান ৪৮ ঘণ্টার ব্যবধানে নিল ‘মধুর প্রতিশোধ’। সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে আজ বুলাওয়েতে জিম্বাবুয়েকে ১০ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
স্কোরবোর্ডে ১৪৬ রানের লক্ষ্যটাই হয়তো আজ জানতেন সাইম আইয়ুব। কিন্তু সংস্করণটা কী, সেটা যে তাঁর মাথা থেকেই বেরিয়ে গিয়েছিল। ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরিটা তুলে নিয়েছেন ৫৩ বলে। তাঁর ঝোড়ো সেঞ্চুরির দিন পাকিস্তান ম্যাচ জিতল ১৯০ বল হাতে রেখে ১০ উইকেট। পাকিস্তান-জিম্বাবুয়ে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ এখন ১-১ সমতায়।
জয়ের লক্ষ্যে নেমে ৩৬ রানে ভাঙতে পারত পাকিস্তানের উদ্বোধনী জুটি। সপ্তম ওভারের তৃতীয় বলে ব্লেজিং মুজারাবানির অফসাইডের বাইরের বল ড্রাইভ করতে যান আব্দুল্লাহ শফিক। ব্যাকওয়ার্ড পয়েন্টে ডাইভ দিয়েও ক্যাচ ধরতে পারেননি শন উইলিয়ামস। ঠিক তার পরের বলেই পয়েন্ট-ব্যাকওয়ার্ড পয়েন্টের মাঝ দিয়ে চার মারেন শফিক। প্রথম ১০ ওভারে কোনো উইকেট না হারিয়ে পাকিস্তান করে ৭১ রান। সাইম তাঁর ওয়ানডে ক্যারিয়ারের দ্বিতীয় ফিফটি পেয়েছেন ৩২ বলে।
টি-টোয়েন্টি মেজাজে ফিফটি করা সাইম তাঁর সঙ্গী শফিককে একপ্রান্তে দর্শক বানিয়ে তাণ্ডব চালিয়ে যান। ১৪তম ওভারের প্রথম তিন বলে ব্র্যান্ডন মাভুতাকে চার মারেন সাইম। তাণ্ডব চালানো সাইম সেঞ্চুরি তুলে নিয়েছেন ১৭তম ওভারের প্রথম বলে সিকান্দার রাজাকে মিড উইকেট দিয়ে পুল করে। ম্যাচসেরার পুরস্কার উঠেছে সাইমের হাতে। ৬২ বলে ১৭ চার ও ৩ ছক্কায় ১১৩ রান করে অপরাজিত থাকেন পাকিস্তানি এই ব্যাটার। ৪ ওভার বোলিংয়ে ১৬ রান খরচ করে ১ উইকেটও নিয়েছেন তিনি। একপ্রান্তে দর্শক বনে যাওয়া শফিক দিয়েছেন ‘ফিনিশিং টাচ’। ১৯তম ওভারের দ্বিতীয় বলে রাজাকে স্কয়ার লেগ দিয়ে চার মেরে পাকিস্তানকে এনে দেন ১০ উইকেটের বিশাল জয়।
বুলাওয়ের কুইন্স স্পোর্টস ক্লাবে আজ দ্বিতীয় ওয়ানডেতে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন জিম্বাবুয়ে অধিনায়ক ক্রেগ আরভিন। ৩.৫ ওভারে ২ উইকেটে ২৩ রানে পরিণত হয় স্বাগতিকেরা। এখান থেকে তৃতীয় উইকেটে ৫১ বলে ৩৮ রানের জুটি গড়েন আরভিন ও দিওন মায়ার্স। ১৪তম ওভারের তৃতীয় বলে মায়ার্সকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে জুটি ভাঙেন আগা সালমান। আরভিনকেও দ্রুত ফিরিয়েছেন সালমান। দ্রুত ২ উইকেট হারিয়ে জিম্বাবুয়ের স্কোর হয়ে যায় ১৫ ওভারে ৪ উইকেটে ৬৮ রান।
জোড়া ধাক্কা খাওয়া জিম্বাবুয়ে এরপর দিশা খুঁজে পায় মিডল অর্ডারের ব্যাটিংয়ে। পঞ্চম ও ষষ্ঠ উইকেটে ২৯ ও ২৪ রানের দুটি জুটি গড়তে অবদান রেখেছেন উইলিয়ামস। যেখানে পঞ্চম ও ষষ্ঠ উইকেটে উইলিয়ামসের সঙ্গী ছিলেন সিকান্দার রাজা ও ব্রায়ান বেনেট। এখান থেকে ২৪ রানে ৪ উইকেট হারিয়ে ১৪৫ রানে গুটিয়ে যায় জিম্বাবুয়ে। ইনিংস সর্বোচ্চ ৩৩ রান করেন মায়ার্স। ৩০ বলে ৬ চার মারেন জিম্বাবুয়ের এই ব্যাটার। ম্যাচে পাকিস্তানের সেরা বোলার আবরার আহমেদ নিয়েছেন ৪ উইকেট। ওয়ানডে অভিষেকে আবরার বোলিং করেছেন ৮ ওভার। ২ ওভার মেডেন দিয়েছেন।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫