ক্রীড়া ডেস্ক
বিশ্ব চ্যাম্পিয়ন তকমায় প্রথমবার খেলতে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে কাঁপাকাঁপি অবস্থা দক্ষিণ আফ্রিকার। একাদশে অবশ্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সংগত কারণে। কিন্তু ৫৫ রানে সফরকারীরা হারিয়ে ফেলে ৪ উইকেট। অভিষেকে এমন কিছু দেখতে হবে, তা হয়তো কল্পনা করেননি লুয়ান-ড্রি প্রিটোরিয়াস। এটাও কল্পনা করেননি, প্রথম টেস্টে সেঞ্চুরি করে নাম লিখিয়ে ফেলবেন ইতিহাসের পাতায়।
বুলাওয়ে টেস্টে প্রথম দিনের শুরুটা যেমন বিবর্ণ, শেষটা তেমনই রঙিন কাটিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রিটোরিয়াসের পর করবিন বশের প্রথম সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪১৮ রান নিয়ে দিন শেষ করে তারা। দিনের শেষ ওভারে সেঞ্চুরি করা দ্বিতীয় দিন শুরু করবেন ঠিক ১০০ রানে থেকে। তাঁকে সঙ্গ দেবেন ৯ রানে অপরাজিত থাকা কুয়েনা মাফাকা।
প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ধসিয়ে দেন তানাকা চিভাঙ্গা। একে টনি ডি জর্জি (০), ম্যাথু ব্রিটজকি (১৩) ও ডেভিড বেডিংহামকে (০) ফেরান তিনি। বিপর্যয়ে পড়ে খাদের কিনারায় থাকা দলের হাল ধরেন দুই অভিষিক্ত প্রিটোরিয়াস ও ডেওয়াল্ড ব্রেভিস। দুজনেই খেলতে থাকেন আগ্রাসী ব্যাটে। পঞ্চম উইকেটে ৯৫ রানের এই জুটি ভাঙে ব্রেভিস আউট হলে। ৪১ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫১ রান করেন এই ব্যাটার।
কাইল ভেরেইনা বেশিক্ষণ সঙ্গ দিতে না পারলেও বশের সঙ্গে সপ্তম উইকেটে ১০৮ রানের জুটি গড়ে তোলেন প্রিটোরিয়াস। সেঞ্চুরি তুলে নিয়ে ভাঙেন ৬১ বছরের পুরোনো রেকর্ড। এর আগে দক্ষিণ আফ্রিকার সর্ব কনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন গ্রায়েম পোলক। ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোলক সেঞ্চুরি করেছিলেন ১৯ বছর ৩১৭ দিন বয়সে।
সেই রেকর্ড প্রিটোরিয়াস নিজের করে নেন ১৯ বছর ৯৩ দিন বয়সে। শেষ পর্যন্ত ১৬০ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১৫৩ রানে চিভাঙ্গার শিকার হন তিনি। তবে লড়াই চালিয়ে যান দ্বিতীয় টেস্ট খেলা বশ। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন চিভাঙ্গা।
বিশ্ব চ্যাম্পিয়ন তকমায় প্রথমবার খেলতে নেমে জিম্বাবুয়ের বিপক্ষে কাঁপাকাঁপি অবস্থা দক্ষিণ আফ্রিকার। একাদশে অবশ্য বেশ কিছু পরিবর্তন আনা হয়েছে সংগত কারণে। কিন্তু ৫৫ রানে সফরকারীরা হারিয়ে ফেলে ৪ উইকেট। অভিষেকে এমন কিছু দেখতে হবে, তা হয়তো কল্পনা করেননি লুয়ান-ড্রি প্রিটোরিয়াস। এটাও কল্পনা করেননি, প্রথম টেস্টে সেঞ্চুরি করে নাম লিখিয়ে ফেলবেন ইতিহাসের পাতায়।
বুলাওয়ে টেস্টে প্রথম দিনের শুরুটা যেমন বিবর্ণ, শেষটা তেমনই রঙিন কাটিয়েছে দক্ষিণ আফ্রিকা। প্রিটোরিয়াসের পর করবিন বশের প্রথম সেঞ্চুরিতে ৯ উইকেটে ৪১৮ রান নিয়ে দিন শেষ করে তারা। দিনের শেষ ওভারে সেঞ্চুরি করা দ্বিতীয় দিন শুরু করবেন ঠিক ১০০ রানে থেকে। তাঁকে সঙ্গ দেবেন ৯ রানে অপরাজিত থাকা কুয়েনা মাফাকা।
প্রথম সেশনে দক্ষিণ আফ্রিকার টপ অর্ডার ধসিয়ে দেন তানাকা চিভাঙ্গা। একে টনি ডি জর্জি (০), ম্যাথু ব্রিটজকি (১৩) ও ডেভিড বেডিংহামকে (০) ফেরান তিনি। বিপর্যয়ে পড়ে খাদের কিনারায় থাকা দলের হাল ধরেন দুই অভিষিক্ত প্রিটোরিয়াস ও ডেওয়াল্ড ব্রেভিস। দুজনেই খেলতে থাকেন আগ্রাসী ব্যাটে। পঞ্চম উইকেটে ৯৫ রানের এই জুটি ভাঙে ব্রেভিস আউট হলে। ৪১ বলে ৩ চার ও ৪ ছক্কায় ৫১ রান করেন এই ব্যাটার।
কাইল ভেরেইনা বেশিক্ষণ সঙ্গ দিতে না পারলেও বশের সঙ্গে সপ্তম উইকেটে ১০৮ রানের জুটি গড়ে তোলেন প্রিটোরিয়াস। সেঞ্চুরি তুলে নিয়ে ভাঙেন ৬১ বছরের পুরোনো রেকর্ড। এর আগে দক্ষিণ আফ্রিকার সর্ব কনিষ্ঠ সেঞ্চুরিয়ান ছিলেন গ্রায়েম পোলক। ১৯৬৪ সালে সিডনিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে পোলক সেঞ্চুরি করেছিলেন ১৯ বছর ৩১৭ দিন বয়সে।
সেই রেকর্ড প্রিটোরিয়াস নিজের করে নেন ১৯ বছর ৯৩ দিন বয়সে। শেষ পর্যন্ত ১৬০ বলে ১১ চার ও ৪ ছক্কায় ১৫৩ রানে চিভাঙ্গার শিকার হন তিনি। তবে লড়াই চালিয়ে যান দ্বিতীয় টেস্ট খেলা বশ। জিম্বাবুয়ের হয়ে সর্বোচ্চ ৪ উইকেট নেন চিভাঙ্গা।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫