নিজস্ব প্রতিবেদক, ঢাকা
দুই দলের শেষ চার আগেই নিশ্চিত ছিল। তবু আজ হিসেব-নিকেশ মাথায় নিয়েই মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স। কোয়ালিফায়ারে খেলতে হলে জিততেই হবে—এই ম্যাচে দুই দলের সমীকরণ ছিল এমনই। রংপুরকে ৭০ রানে হারিয়ে সেই কোয়লিফায়ারে জায়গা করে নিয়েছে কুমিল্লা।
কোয়ালিফায়ারে কুমিল্লার প্রতিপক্ষ মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে টানা ছয় জয়ের পর কুমিল্লার বিপক্ষে হেরে এলিমেনিটর খেলতে হবে রংপুর। সেখানে তাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। রংপুর মূলত হেরেছে ব্যাটারদের ব্যর্থতায়। ৩ ওভার হাতে রেখে ১০৭ রানে অলআউট হয়েছে তারা।
কুমিল্লার ১৭৮ রানের লক্ষ্যটাও অবশ্য বেশ বড়ই ছিল। সেটা তাড়া করতে নেমে আসা যাওয়ার মিছিলে ছিলেন রংপুরের ব্যাটাররা। দলীয় ১২ রানে মোহাম্মদ নাঈমের পর ২০ রানে আউট হন আরেক ওপেনার রনি তালুকদার। এই ধাক্কা সামলে ওঠার আগে ৩৭ রানের মধ্যে আরও ৩ উইকেট হারায় রংপুর। টম কোহলার ক্যাডমোরকে এলবিডব্লু করেন তানভীর ইসলাম।
আন্দ্রে রাসেলকে ছক্কা মেরে পরের বলেই আউট হন নুরুল হাসান সোহান। রাসেলের স্লোয়ার বুঝতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দেন সোহান। শামীম হোসেন অবশ্য নিজেকে একটু দুর্ভাগা ভাবতেই পারেন। উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান দুর্দান্ত যে ক্যাচে তাঁকে ফিরিয়েছেন সেটাকে অবিশ্বাস্য বললেও কম বলা হবে। একপ্রান্ত ভরসা হয়ে থাকা গুরবাজ ২৯ রানে ফিরলে রংপুরের জয়ের শেষ আশাটাও নিভে যায়।
সে হিসেবে কুমিল্লার ইনিংসে বলার মতো অবদান কমবেশি সবারই। লিটন দাস-রিজওয়ানের ওপেনিং থেকে ৪৩ রানের জুটি, যেখানে রিজওয়ানের অবদান ২৪ রান। লিটন পরে আউট হন ৩৩ বলে ৪৭ রান করে। তাঁর ইনিংসে সমান ৩ চার ও ৩ ছক্কা। মাঝে সুনীল নারাইন ও ইমরুল কায়েস বেশি সুবিধা করতে পারেননি। এরপর জাকের আলী অনিকের ৩৪ ও খুশদিল শাহর বিধ্বংসী ২০ বলে ৪০ রানের ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় কুমিল্লা। সেটা পেরিয়ে যেতে পারেনি সোহানের রংপুর।
দুই দলের শেষ চার আগেই নিশ্চিত ছিল। তবু আজ হিসেব-নিকেশ মাথায় নিয়েই মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স। কোয়ালিফায়ারে খেলতে হলে জিততেই হবে—এই ম্যাচে দুই দলের সমীকরণ ছিল এমনই। রংপুরকে ৭০ রানে হারিয়ে সেই কোয়লিফায়ারে জায়গা করে নিয়েছে কুমিল্লা।
কোয়ালিফায়ারে কুমিল্লার প্রতিপক্ষ মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে টানা ছয় জয়ের পর কুমিল্লার বিপক্ষে হেরে এলিমেনিটর খেলতে হবে রংপুর। সেখানে তাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। রংপুর মূলত হেরেছে ব্যাটারদের ব্যর্থতায়। ৩ ওভার হাতে রেখে ১০৭ রানে অলআউট হয়েছে তারা।
কুমিল্লার ১৭৮ রানের লক্ষ্যটাও অবশ্য বেশ বড়ই ছিল। সেটা তাড়া করতে নেমে আসা যাওয়ার মিছিলে ছিলেন রংপুরের ব্যাটাররা। দলীয় ১২ রানে মোহাম্মদ নাঈমের পর ২০ রানে আউট হন আরেক ওপেনার রনি তালুকদার। এই ধাক্কা সামলে ওঠার আগে ৩৭ রানের মধ্যে আরও ৩ উইকেট হারায় রংপুর। টম কোহলার ক্যাডমোরকে এলবিডব্লু করেন তানভীর ইসলাম।
আন্দ্রে রাসেলকে ছক্কা মেরে পরের বলেই আউট হন নুরুল হাসান সোহান। রাসেলের স্লোয়ার বুঝতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দেন সোহান। শামীম হোসেন অবশ্য নিজেকে একটু দুর্ভাগা ভাবতেই পারেন। উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান দুর্দান্ত যে ক্যাচে তাঁকে ফিরিয়েছেন সেটাকে অবিশ্বাস্য বললেও কম বলা হবে। একপ্রান্ত ভরসা হয়ে থাকা গুরবাজ ২৯ রানে ফিরলে রংপুরের জয়ের শেষ আশাটাও নিভে যায়।
সে হিসেবে কুমিল্লার ইনিংসে বলার মতো অবদান কমবেশি সবারই। লিটন দাস-রিজওয়ানের ওপেনিং থেকে ৪৩ রানের জুটি, যেখানে রিজওয়ানের অবদান ২৪ রান। লিটন পরে আউট হন ৩৩ বলে ৪৭ রান করে। তাঁর ইনিংসে সমান ৩ চার ও ৩ ছক্কা। মাঝে সুনীল নারাইন ও ইমরুল কায়েস বেশি সুবিধা করতে পারেননি। এরপর জাকের আলী অনিকের ৩৪ ও খুশদিল শাহর বিধ্বংসী ২০ বলে ৪০ রানের ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় কুমিল্লা। সেটা পেরিয়ে যেতে পারেনি সোহানের রংপুর।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটে খেলা চালিয়ে যাচ্ছেন ডেভিড ওয়ার্নার। টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রান সংগ্রাহক হওয়ার দৌড়ে ছুটছেন বেশ ভালোভাবেই। গতকাল ভারতের বিরাট কোহলিকে টপকে তালিকার পাঁচে উঠে এসেছেন বাঁহাতি এই ওপেনার।
১২ আগস্ট ২০২৫জাতীয় স্টেডিয়ামের দুটি গ্যালারি অলিখিতভাবে আবাহনী লিমিটেড ও মোহামেডান স্পোর্টিং ক্লাবের নামে ভাগ করা। মোহামেডান-ভক্তরা অবশ্য দীর্ঘশ্বাস ফেলতে পারেন। জাতীয় স্টেডিয়ামে আজ আবাহনীর জায়গায় দেখা যেতে পারত তাদেরও। ২৩ বছর পর লিগ জেতার গৌরব কিছুটা হলেও ফিকে হয়ে গেছে এএফসির লাইসেন্স না থাকায়।
১২ আগস্ট ২০২৫নতুন মৌসুম সামনে রেখে ব্রাজিলিয়ান কোচ সের্গিও ফারিয়াস নিয়োগ দিয়েছিল বসুন্ধরা কিংস। আগামীকাল কাতারের দোহায় এএফসি চ্যালেঞ্জ লিগের প্রাথমিক পর্বে সিরিয়ার ক্লাব আল কারামাহর মুখোমুখি হবে তারা। কাতারে দলের সঙ্গে যোগ দেওয়ার কথা ছিল ফারিয়াসের। উল্টো ইরাকের ক্লাব দুহোকের স্পোর্টসের কোচ হয়েছেন তিনি।
১১ আগস্ট ২০২৫২০২৬ বিশ্বকাপের স্বেচ্ছাসেবী কর্মসূচির আবেদনপ্রক্রিয়া শুরু করেছে ফিফা। আগ্রহী ব্যক্তিরা আজ শুরু করে দিতে পারেন আবেদনপ্রক্রিয়া।
১১ আগস্ট ২০২৫