Ajker Patrika

সেরা দুইয়ে সিলেটের সঙ্গী কুমিল্লা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৩, ১৯: ৫৬
সেরা দুইয়ে সিলেটের সঙ্গী কুমিল্লা

দুই দলের শেষ চার আগেই নিশ্চিত ছিল। তবু আজ হিসেব-নিকেশ মাথায় নিয়েই মাঠে নেমেছে কুমিল্লা ভিক্টোরিয়ানস ও রংপুর রাইডার্স। কোয়ালিফায়ারে খেলতে হলে জিততেই হবে—এই ম্যাচে দুই দলের সমীকরণ ছিল এমনই। রংপুরকে ৭০ রানে হারিয়ে সেই কোয়লিফায়ারে জায়গা করে নিয়েছে কুমিল্লা। 

কোয়ালিফায়ারে কুমিল্লার প্রতিপক্ষ মাশরাফি বিন মর্তুজার সিলেট স্ট্রাইকার্স। অন্যদিকে টানা ছয় জয়ের পর কুমিল্লার বিপক্ষে হেরে এলিমেনিটর খেলতে হবে রংপুর। সেখানে তাদের প্রতিপক্ষ সাকিব আল হাসানের ফরচুন বরিশাল। রংপুর মূলত হেরেছে ব্যাটারদের ব্যর্থতায়। ৩ ওভার হাতে রেখে ১০৭ রানে অলআউট হয়েছে তারা। 

কুমিল্লার ১৭৮ রানের লক্ষ্যটাও অবশ্য বেশ বড়ই ছিল। সেটা তাড়া করতে নেমে আসা যাওয়ার মিছিলে ছিলেন রংপুরের ব্যাটাররা। দলীয় ১২ রানে মোহাম্মদ নাঈমের পর ২০ রানে আউট হন আরেক ওপেনার রনি তালুকদার। এই ধাক্কা সামলে ওঠার আগে ৩৭ রানের মধ্যে আরও ৩ উইকেট হারায় রংপুর। টম কোহলার ক্যাডমোরকে এলবিডব্লু করেন তানভীর ইসলাম। 

আন্দ্রে রাসেলকে ছক্কা মেরে পরের বলেই আউট হন নুরুল হাসান সোহান। রাসেলের স্লোয়ার বুঝতে না পেরে উইকেটের পেছনে ক্যাচ দেন সোহান। শামীম হোসেন অবশ্য নিজেকে একটু দুর্ভাগা ভাবতেই পারেন। উইকেটকিপার মোহাম্মদ রিজওয়ান দুর্দান্ত যে ক্যাচে তাঁকে ফিরিয়েছেন সেটাকে অবিশ্বাস্য বললেও কম বলা হবে। একপ্রান্ত ভরসা হয়ে থাকা গুরবাজ ২৯ রানে ফিরলে রংপুরের জয়ের শেষ আশাটাও নিভে যায়। 

সে হিসেবে কুমিল্লার ইনিংসে বলার মতো অবদান কমবেশি সবারই। লিটন দাস-রিজওয়ানের ওপেনিং থেকে ৪৩ রানের জুটি, যেখানে রিজওয়ানের অবদান ২৪ রান। লিটন পরে আউট হন ৩৩ বলে ৪৭ রান করে। তাঁর ইনিংসে সমান ৩ চার ও ৩ ছক্কা। মাঝে সুনীল নারাইন ও ইমরুল কায়েস বেশি সুবিধা করতে পারেননি। এরপর জাকের আলী অনিকের ৩৪ ও খুশদিল শাহর বিধ্বংসী ২০ বলে ৪০ রানের ইনিংসে বড় সংগ্রহ দাঁড় করায় কুমিল্লা। সেটা পেরিয়ে যেতে পারেনি সোহানের রংপুর।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত